Read Love poetry Everyday--But why did you come?

in #poetry8 years ago

read love poetry everyday.png

তবে কেন এসেছিলে?

তুমি চলেই যদি যাবে
তবে কেন এসেছিলে,
ক্ষণিকের তরে কেন
সীমাহীন ভালবাসা দিলে?

চোখের কাজল দিয়ে কেন
এঁকে দিলে মায়ার আঁচড়,
তুমি ছাড়া কেমন করে
বেচে রবো হাজার বছর।

দু ঠোটের হাসির ছোঁয়ায়
কেন প্রেম ডোরে বাধিলে আমায়?
আমিতো এখন দিশেহারা
তুমি বিনা পাগল হৃদয়।

কেন তুমি গেঁথেছিলে
ভালবাসা নামের মালা।
পড়িয়ে আমার গলায়
বাড়ালে বুকের জ্বালা।
তার চেয়ে ভালো ছিলাম
যে সময় তুমি না ছিলে
তুমি চলেই যদি যাবে
তবে কেন এসেছিলে?

Sort:  

nice poem. thank you.