সূর্যের আলো লাল হয়ে গেছেsteemCreated with Sketch.

in Steem Bangladesh7 months ago

আমাদের এলাকা বেশ সুন্দর৷ সন্ধ্যায় রেললাইনের ধারে গেলে সুর্যাস্ত দেখতে পাওয়া যায়৷ পিসাঢালা রাস্তার অপর পাশে একটি বটগাছ রয়েছে৷ বট গাছের পাশে আম গাছ রয়েছে৷ আম গাছের পাশে রেল লাইনের৷ রেল লাইনটি সামনে সুদুর বিস্তৃত ফসলি জমি৷ মানুষ সেখানে ধান লাগিয়েছে৷ ধান গাছ দেখতে ভালোই লাগে৷ ধান পাকলেও দেখতে ভালো লাগে। কাঁচা অবস্থায় ধানের পাতা সবুজ থাকে৷ ধান পাকলে পাতার রং ধূসর হয়ে যায়৷ আমার ছবি রাস্তা, গাছ ও সূর্যের আলো দেখা যাচ্ছে৷ সন্ধ্যার আগে সূর্যাস্ত হয়৷ তখন আকাশের রং পাল্টে যায়৷ আকাশ তখন দেখতে ভালোই লাগে। অসাধারণ একটি দৃশ্য লক্ষ্য করা যায় তখন৷

বিকালে রাস্তায় হাটতে ভালো লাগে৷ রেললাইন দিয়ে হাটতে ভালো লাগে৷ এখন খেলা ধূলা তেমন করা হয় না৷ বিকালে হাটাহাটি করতেই ভালো লাগে৷ এখন শরীর ভারী হয়ে গেছে৷ দৌড়াতে ভালো লাগে না।

1000000410.jpg

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59043.03
ETH 2983.41
USDT 1.00
SBD 3.72