ফুল নিয়ে কিছু কথাsteemCreated with Sketch.

in Steem Bangladesh7 months ago

বাংলাদেশ থেকে সহ করে পৃথিবীর সব জায়গায় কোন না কোন জানা অজানা ফুল দেখতে পাওয়া যায়৷ প্রত্যেকটি গাছে ফুল হয় আবার সেখান থেকে ফল হয়৷ ফুল ছাড়া কখনও ফল হয় না৷ আল্লাহর অদ্ভুদ সৃষ্টি৷ ফুল লাল, সাদা, হলুদ, কমলা, গোলাপী, সবুজ, কালো, বেগুনী, নীল, ধূসর ইত্যাদি বর্ণের হয়ে থাকে। যেমন লাল, সাদা, হলুদ, কমলা, গোলাপী, সবুজ, কালো রং এর গোলাপ দেখা যায়৷ গোলাপ হচ্ছে ফুলের রাণী৷ সারা বিশ্বে গোলাপ দেখতে পাওয়া যায়৷ গোলাপ খাওয়াও যায়৷ গোলাপ দিয়ে গোলাপজল তৈরি করা হয়৷ নানান ধরনের সুগন্ধি তৈরি করা হয়৷ গোলাপ ফুলের মধ্যে সুপরিচিত একটি নাম। গোলাপ চিনে না এমন মানুষ পাওয়াই যাবে না৷

ফুল দেখতে সুন্দর। মানুষ আকর্ষণ করে ফুল। ফুলের চাহিদা বাজারে অনেক৷ গাধা ফুল দিয়ে বাড়ি সাজানো হয়ে থাকে৷ গাদা ফুল হলুদ বর্ণের হয়ে থাকে।


Pixabay

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59043.03
ETH 2983.41
USDT 1.00
SBD 3.72