ছাত্র সমাজ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ছাত্র সমাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে একটা দেশকে পুরো পরিবর্তন করে দিতে পারে বর্তমানে ছাত্ররা। আর এই ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ। আসলে এই পৃথিবীতে এমন কিছু নেই যা ছাত্ররা সমাধান করতে পারে না। আসলে ছাত্র সমাজ আমাদের জাতির ভবিষ্যৎ। আমরা পুরোটাই এই ছাত্র সমাজের উপর নির্ভর করি। আসলে বর্তমানে ছাত্ররা যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুষ্ঠু শিক্ষা না পায় তাহলে তারা কখনো জীবনে বড় হয়ে ভালো কিছু করতে পারবে না। আসলে আমরা যদি এই ছাত্র সমাজের জন্য কোন কল্যাণমূলক কাজ করে যেতে না পারি তাহলে ছাত্র সমাজ সব সময় পিছিয়ে থাকবে এবং ছাত্রসমাজ পিছিয়ে থাকলে আমাদের দেশটাও অন্যান্য উন্নয়নশীল দেশ অপেক্ষা অনেক বেশি পিছিয়ে থাকবে। আসলে এই পৃথিবীতে যে সব দেশ আজ উন্নতির শিখরে পৌঁছে গেছে তার মূল কারণ হলো শিক্ষিত ছাত্র সমাজ।


আসলে বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে দেখি যে বিভিন্ন ধরনের দুর্নীতির ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসলে এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল শিক্ষা প্রদানের মন্দির। আর এখান থেকে যদি ছাত্ররা একদম শিক্ষিত শিক্ষকের দ্বারা শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে তারা কিন্তু অধঃপতনের দিকে এগিয়ে যাবে। আসলে সব ক্ষেত্রে দুর্নীতি মানা গেলেও শিক্ষা প্রতিষ্ঠানে কখনো দুর্নীতি গ্রহণযোগ্য নয়। কেননা অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি হলে আমরা সেই দুর্নীতি পুনরায় ঠিক করতে পারব। কিন্তু শিক্ষার প্রতিষ্ঠানে যদি দুর্নীতির সম্মুখীন হয় তাহলে যেসব ছাত্ররা এই দুর্নীতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করবে তারা কিন্তু দেশের জন্য খুব একটা ভালো কাজ কখনোই করতে পারবে না। আসলে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের দুর্নীতি কঠোরভাবে দমন করতে হবে।


এছাড়াও সরকারের এমন কোন সিদ্ধান্ত কখনোই গ্রহণ করা যাবে না যাতে করে দেশের মেধাবী ছাত্রদের উপর অনেকটা প্রভাব পড়ে। আসলে আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে সব সময় যোগ্য এবং মেধা ছাত্র-ছাত্রীদেরকে সুযোগ দেওয়া হয়। আসলে সেখানে যদি প্রচুর টাকার বিনিময়ে এইসব কাজের প্রতিষ্ঠানগুলোতে কম মেধার ছাত্র-ছাত্রীদেরকে যোগদান করানো হয় তাহলে কিন্তু তারা তেমন একটা বেশি সেই সব কাজের জায়গা গুলোতে উন্নতি করতে পারবে না। এছাড়াও আমরা সব সময় আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কোঠার বিনিময়ে ভালো ছাত্র-ছাত্রীদেরকে তাদের মূল যোগ্যতা অনুযায়ী বিচার করা হয় না। আর এতে করে কিন্তু সেই সব পথ গুলোতে যেসব কম মেধাবী ছাত্র-ছাত্রীরা সুযোগ পায় তারা কিন্তু তেমন একটা উন্নতি করতে পারে না সেইসব ক্ষেত্রে।


আসলে আমার মনে হয় দেশের সকল কাজের জায়গাগুলোতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মেধা অনুযায়ী তাদের সুযোগ দেওয়া উচিত। কেননা একজন মেধাবী ছাত্র-ছাত্রীদের দ্বারা যে কাজটি সম্পন্ন হয় সেই কাজটি কিন্তু কম মেধাবী ছাত্র-ছাত্রীদের দ্বারা সম্পন্ন হয় না। আসলে এই পৃথিবীতে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে বর্তমান সময়ে টাকার উপর নির্ধারণ করে বিভিন্ন কাজের প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন লোকেদের সুযোগ দেওয়া হয়। আসলে আমরা যদি এভাবে ছাত্র-ছাত্রীদের মেধা অনুযায়ী তাদের কাজের জায়গাতে সুযোগ না দিতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ কখনো সামনের দিকে এগিয়ে যাবে না। কেননা সকল দেশ সব সময় মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে তাদের যোগ্য স্থানে স্থান দেয় এবং এর ফলে তাদের দেশ আজ উন্নতির সর্ব শিখরে পৌঁছে যায়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।