অন্যের সুরক্ষা নিয়ে আগে ভাবুন
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা অনেক সময় এমন অনেক কাজ করি। যে কাজগুলো হয়তো অনেক ক্ষেত্রে আমরা বাধ্য হয়েই করি। অর্থাৎ এমন অনেক পরিস্থিতি থাকে, যে পরিস্থিতি গুলোকে সামাল দেওয়ার জন্য আমার, আপনার বিভিন্ন ভয়ঙ্কর রাস্তা বেছে নিতে হয়। কিন্তু সেই ভয়ঙ্কর রাস্তাগুলো বেছে নেওয়ার আগে একটা ব্যাপার অবশ্যই খুব ভালোভাবে মনে রাখবেন যা। আজকে আমি আসলে সেটা নিয়েই অল্পবিস্তর কথা বলতে এসেছি। কারন আমার মনে হল যে, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত।
একটা ব্যাপার ওই যে বললাম আমাদের এমন অনেক সময় অনেক ভয়ের কিংবা এমন অনেক দুঃসাধ্য কাজ থাকে। যে কাজগুলো করার ক্ষেত্রে হয়তো আমাদের প্রাণ ও আমাদের ত্যাগ করতে হতে পারে। এমন পরিস্থিতি ও আমরা সম্মুখীন হতে পারি। ঠিক একই পরিস্থিতিতে আমরা যখন পরবো। অর্থাৎ যখন আমাদের আসলে এমন কোনো ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিতে হবে। তখন আমরা এটা একেবারেই ভুলতে পারবো না যে। আমাদের জন্য যেনো আর ১০ জন বিপদে না পরে। কারণ আমি ওই কাজটির জন্য হয়তো যথেষ্ট। আমি ওই ভয়ঙ্কর কাজে হয়তো জয়ী হতে পারবো।কিন্তু আর দশজনের সে ক্ষমতা না ও থাকতে পারে।
তাই সবসময় কোনো বিপদের পথে হাঁটার আগে অন্যের চিন্তা করবেন। অর্থাৎ আপনি, আমি বিপদের পথে চলার মতোন হয়তো সক্ষম। কিন্তু আমাদের চারপাশের দুর্বল মানুষগুলো ওই পরিস্থিতিতে নিজেকে সামলানোর মতো মোটেও সক্ষম হয় না অনেক সময়। তাই আপনার নিজের রিস্ক, আমার নিজের রিস্ক আমাদেরকেই নিতে হবে এবং কোনো বিপদযুক্ত পথে হাঁটার জন্যে যেনো অন্যের বিপদ না হয়। কারণ আমরা কিন্তু তাদের জন্যই ওই বিপদের পথে হাঁটছি। তাই তাদেরকে সুরক্ষা দেওয়া আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পরে। আর একজন মানুষ হিসেবে সব কিছু ভুলে গেলেও কখনই আমাদের নৈতিক দায়িত্ব সম্পর্কে ভোলা উচিত নয়। কারণ আমরা যদি কোথাও না কোথাও গিয়ে নৈতিকতা হারিয়ে ফেলি। তখন আসলে আমাদের ওই ভালো কাজ কিংবা আমাদের ওই বিজয়ের কোনো মূল্য থাকে না।
সাধ্যমত কোন কিছু যদি নিজে করতে পারে তাহলে সেটা নিজে করা উচিত। অন্যের বিপদ হবে এমন কিছু না করাই ভালো। সব সময় সবার সক্ষমতা একই থাকে না। আমাদের আশেপাশে কেউ দুর্বলকে কেউ সবল আছে। তাই সবার কথা চিন্তা করে আমাদের যে কোন কাজে পা বাড়াতে হবে।ধন্যবাদ এত সুন্দর একটা আলোচনা আমাদের মাঝে নিয়ে আসার জন্য।