গরিবের কষ্ট

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আমাদের এই পৃথিবীতে অধিকাংশ লোক কিন্তু গরিব। আসলে এত বড় পৃথিবীতে যদি বেশিরভাগ লোক গরিব সীমারের নিচে থাকে তাহলে পৃথিবীর কোন দেশ কখনোই উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে না। আসলে আমরা চারিপাশে দেখতে পাই যে, এইসব গরীব লোকেরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে। যদিও তারা কঠোর পরিশ্রম করে তাদের পরিবারের মুখে সামান্য একটু খাবার তুলে দেয়ার জন্য। আসলে যতই কঠোর পরিশ্রম করুক না কেন তারা কিন্তু ভালোভাবে দিন কাটাতে পারেনা। কারণ তাদের পরিশ্রমের অতিরিক্ত টাকা বিভিন্ন অসাধু ব্যক্তিরা আত্মসাৎ করে নেয়।

আমাদের এই পৃথিবীতে যে দেশ যত উন্নত সেই দেশের গরীব লোকের সংখ্যা তত কম। আসলে উন্নতির দিকে এগিয়ে যাওয়ার প্রধান বাঁধা হলো এই গরিব লোক। আসলে কয়েকজন ধনী লোকেদের জন্য এইসব লোকেরা গরিব সীমার নিচে থাকে। কারণ তারা এসব গরীবদেরকে ব্যবহার করে প্রচুর অর্থ ইনকাম করে এবং তাদের পাওনা টাকা তাদেরকে কখনো বুঝিয়ে দেয় না। এছাড়াও তাদের সাহায্যের জন্য তারা একটি টাকাও খরচ করে না। আসলে এসব গরিব লোকেরা সারা বছর বিভিন্ন কষ্টের মধ্যে দিন কাটায়।


এসব গরীবরা বিভিন্ন ঋতুতে রাস্তার পাশে যেভাবে কষ্টের দিন কাটায় সেগুলো দেখলে আমাদের সবার খুব কষ্ট হয়। কারণ রোদ, ঝড়, বৃষ্টিতে তারা পুরোটাই বিনা ছাদের নিচে বসবাস করে। কারণ তাদের বসবাস করার মতো একটি ছোট ঘর থাকে না। আসলে এসব কষ্ট করার ফলে তাদের বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয় প্রতিবছর। আর বিনা চিকিৎসায় প্রচুর লোক মারা যায়। আসলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আগে দেশ থেকে এই গরিব সমস্যার দূর করতে হবে।


গরিবের কষ্ট


গরিবদেরকে অবহেলা করোনা,

তাদের দিকে সাহায্যের হাত বাড়াও।

তাদেরও বাঁচার অধিকার আছে,

তাদের দিকে মায়ার দৃষ্টিতে তাকাও।


এই পৃথিবীর অধিকাংশ লোক,

গরিব সীমার নিচে পড়ে।

কেউ না খেয়ে দিন কাটায়,

আবার কেউ বিনা চিকিৎসায় মরে।


জীবনে তারা উন্নতির জন্য,

যদিও কঠোর পরিশ্রম করে।

কিন্তু অসৎ লোকেরা তাদের টাকা,

চুরি করে ধনী হয় এই সংসারে।


সকল ঋতুতে কষ্ট পায়,

থাকার মত ঘর নেই তাদের।

কবে তাদের সুখ আসবে,

কবে তারা একটু আনন্দ পাবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67808.48
ETH 3831.14
USDT 1.00
SBD 3.55