অপরুপ সৌন্দর্যের "রনগোয়াল"
আমাদের বাড়ি চাঁদপুরে হলেও চাঁদপুরের অনেকগুলো সুন্দর জায়গার আছে, যেখানে যাওয়া হয়না।
এরকম সুন্দর জায়গার মধ্যে উল্লেখযোগ্য হলো পদ্মা এবং মেঘনার নদীর মিলনস্থল এর তীরে রনোগোয়াল নামক স্থান।
পাথরের ছোট ছোট ব্লগ খুব সুন্দরভাবে পরিবেশকে অনেক আকর্ষনীয় করে তুলেছে ভ্রমণ পিপাসুদের জন্য।
পরিবেশের রূপ খুব সাধারণ থেকে অসাধারণ হতে বেশি সময় নেয়না,কারণ নদীর তীরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই বুঝতে পারা যায়। নদীতে যখন বড়ো বড়ো জাহাজ, স্টিমার বা লঞ্চ চলাচল করে, তখন নদীতে বিশাল বিশাল ঢেউ উঠে। অসম্ভব রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে সে সময় টা।
নদী যেনো তার দুহাত দিয়ে ডাকছে, এ যেনো কাচের দেয়াল।
মনোমুগ্ধকর নদীর ঢেউয়ের প্রকৃতি মনটা তাজা করতে বেশি সময় নেয় না।
সান্ত অবস্থায় ঢেউ।
ঢেউ খেলানো দৃশ্য।
বয়স্ক থেকে যুবক, সব বয়সের মানুষের আনাগোনা দেখা যায় এখানে। তবে যেকোনো বয়সের মানুষের জন্য পরিবেশটি খুব উপযোগী।
বাবা তার আদরের সন্তানটাকে নিয়ে ঝামেলা মুক্ত এই পরিবেশ ঘুরতে আসতে মোটেও অজুহাত দেখায় না। বেশিরভাগ সময় পরিবার নিয়ে এ-ই সুন্দর পরিবেশটা উপভোগ করতে বেশি দেখা যায়।
মন খারাপের কোনো অপশন নেই।
মা রাজা হাঁস তার বাচ্চাদের নিয়ে...
আমি যখন একটু সময় পাইনি মনটাকে ফ্রেশ করার জন্য আমার সঙ্গীকে নিয়ে চলে যাই প্রিয় রনোগোল।
বিশেষ করে বিকেলের সময়টা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে।
আমি আর আমার প্রিয় মানুষটা
বিকেলের সূর্য যতই পশ্চিম আকাশে ডলে পরে তত বেশি সৌন্দর্য বৃদ্ধি পায়।
আর এই সময় টা সেল্ফি প্রিয়রা তাদের সময়টা স্থিরচিত্রে আটকিয়ে রাখতে মিস করে না।
আমি আমার অবসরে কয়েকটা মুহুর্ত রনগোয়াল এর সুন্দর পরিবেশে কাটিয়েছিলাম। এখন আর সেই সুযোগ হয়ে উঠে না।তাই খুব মনে পরে বিকেলের সেই আড্ডা, একটা সূর্যাস্থ নরোগোয়াল। প্রকৃতির খুব ডেলে সাজানো এক মনোরম নির্জন পরিবেশ।
device | model | Click |
---|---|---|
Samsung | M01s | me |
চাঁদপুর যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটি আমার আগে জানা ছিল না। সেখানে আপনি আপনার প্রিয় মানুষটার সাথে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। প্রকৃতির এমন ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ভাইয়া। খুব সুন্দর ঢেউ খেলার ছবি রাজহাঁস গুলোর ছবি জাস্ট অসাধারণ হয়েছে। মন খারাপের সময় এমন একটি জায়গায় ঘুরতে গেলে আর কিছুই লাগেনা।
আমাদের জন্য দুয়া করবেন, যেনো আনন্দের মুহুর্ত গুলো একসাথে কাটাতে পারি।
@tipu curate
;) Holisss...
Amazing post
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 6/8) Get profit votes with @tipU :)
ভালোবাসা অবিরাম, কৃতজ্ঞ আপনার প্রতি।
ওয়াও ভাইয়া চাঁদপুরের এই জায়গাটি সত্যি মনোমুগ্ধকর ।আপনি অসাধারন কিছু ফটোগ্রাফি করেছেন ।আর নদীতে বড় বড় লঞ্চ গেলে বড় বড় ঢেউ এর সৃষ্টি হয় ওই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগে।
সুন্দর মতামতের জন্য কৃতজ্ঞ।
আপনাদের দাওয়াত রইলো প্রিয় চাঁদপুর আসার জন্য।
আমি চাঁদপুরের কথা অনেক শুনেছি। কিন্তু আসলে চাঁদপুর জায়গাটা এতটা সুন্দর তা জানা ছিল না। আপনার ফটোগ্রাফি গুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে রাজহাঁসের ফটোগ্রাফি টা অসাধারণ। তার সাথে পানির ঘেউ খেলানো ফটোগ্রাফি গুলো বেশি দুর্দান্ত লেগেছে। সত্যি বেশি দারুন একটা সময় অতিবাহিত করেছেন।
হ্যা আপু! এখন রাজাহাস গুলো বড়ো হয়ে গেছে, এখন এরা যেমন কিউট,তেমন ভয়ংকর😊। তবে সত্যি কথা বলতে এখানে গেলে আর আসতেই মন চাইবে না। সময় পেলে এসে এনজয় করে যাইয়েন।