লেভেল ০৩ হতে আমার অর্জন - By @durjoy2065
১/ প্রশ্ন: মার্কডাউন কি ?
উওর: নির্দিষ্ট কিছু কোড বা টেক্সট ফরম্যাট। যা দিয়ে লেখা বিভিন্ন রুপে সাজানো হয়, বা গুছিয়ে কোন কিছু উপস্থাপন করার জন্য যে সকল কোডিং ব্যবহার করা হয় তাই মার্কডাউন।
২/ প্রশ্ন: মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?
উত্তর: এই মার্কডাউন কোড গুলোর মাধ্যমে আমরা আমাদের ব্লগ আরো আকর্ষণীয় ও দৃষ্টি নন্দিত রুপে উপস্থাপন করতে পারি, তাই এর গুরুত্ব অনেক।
৩/ প্রশ্ন: নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন?
|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|
⏬
দৃশ্যমান ফলাফল নিম্নরূপ।
|User|Posts|Steem Power|
|---|---|---|
|User1|10|500|
|User2|20|9000|
৪/ প্রশ্ন: পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?
|উত্তর: লেখা শুরু করার পূর্বে চারটি স্পেস দিতে হবে। তাহলে মার্কডাউন দৃশ্যমান হবে।
৫/ প্রশ্ন: সোর্স উল্লেখ করার নিয়ম কি ?
উত্তর: ছবির লিংক এর নিচে থার্ড ব্রাকেট এর মধ্যে লোকেশন বা সোর্স এবং ফাস্ট ব্রাকেট এর মধ্যে স্থানের লিংক গুগল ম্যাপ থেকে কপি করে বসাবো।
যেমন,সোর্স
৬/প্রশ্ন: বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন?
উত্তর:
# header 1
## header 2
### header 3
#### header 4
##### header 5
###### header 6
header 1
header 2
header 3
header 4
header 5
header 6
৭/ প্রশ্ন: টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন?
| <center> <i><div class="text-justify">আমার বাংলা ব্লগ</div></i> </center> </div> |
৮/ প্রশ্ন: কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?
উত্তর: কনটেন্টের টপিকস নির্বাচনে তিনটি বিষয়ের উপর বেশি গুরুত্ব দেয়া উচিত।
⇨ জ্ঞান
⇨অভিজ্ঞতা
⇨ সৃজনশীলতা
৯/ প্রশ্ন: কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?
উত্তর: আমরা যে বিষয়ের উপর ব্লগ লিখবো সেই বিষয়ের উপর যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকা আবশ্যক। সেটা কবিতা, গল্প, ভ্রমণ কাহিনী, ফটোগ্রাফী, রেসিপি, রিভিউ পোস্ট যাই হোক না কেন। আমরা যখন একটি বিষয় নিয়ে ব্লগ লিখবো তখন যদি আমাদের সেই বিষয় সম্পর্কে কোন ধারণা না থাকে তাহলে আমরা খুব ভালো ভাবে লিখতে পারবো না। অপরিচিত অথবা অজানা কোন পোস্ট লিখলে আমাদের অনেক গুলো ভুল হবে, তখন আমাদের পোস্টে ডাউনভোট পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।তাই আমাদের উচিত যে বিষয়টি নিয়ে পোস্ট লিখবো সেই বিষয়ে পুরোপুরি জ্ঞান অর্জন করা, তারপর পোস্ট লেখা।
১০/ প্রশ্ন: ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?
উত্তর: Steem কয়েনের মূল্য ০.৫০ সেন্ট হলে, আমি কিউরেশন রিওয়ার্ড হিসেবে ৩.৫০ USDT পাবো।
১১/ প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?
উত্তর: সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য কিছু ফর্মুলা অনুসরণ করতে হবে,তা না হলে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়া যাবে না। তবে সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার জন্য আমাদের কাছে যথেষ্ট স্টিম পাওয়ার থাকা লাগবে। যদি কোন অথর একটি পোস্ট করে, সেই পোস্টটি করার সাথে সাথে ভোট দেয়া যাবে না, সাথে সাথে ভোট দিলে আমরা কিউরেশন রিওয়ার্ড হতে বঞ্চিত হবো।তাই আমাদের উচিত পাঁচ মিনিট পর একটি পোস্টে ভোট দেয়া। আমরা যদি পাঁচ মিনিট পর একটি পোস্টে ভোট দেই তাহলে কিউরেশন রিওয়ার্ড এর ১০০% আমরা পাবো। আমাদের সকলের উচিত নির্দিষ্ট সময় পর পোস্টে ভোট দেয়া।
১২/ প্রশ্ন: নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?
উত্তর: নিজে কিউরেশন করার থেকে @heroism এ আমরা ডেলিগেশন করলে বেশি আয় করতে পারবো। কেননা নিজে কিউরেশন করলে আমাদের অনেক সময় নিয়ে ভালো ভালো পোস্ট খুঁজে বের করে ভোট দিতে হবে, এবং নিজে কিউরেশন করলে কিউরেশন রিওয়ার্ড সম্পুর্ন স্টিম পাওয়ারে চলে যাবে।আর @heroism প্রজেক্টে ডেলিগেশন করলে আমাদের কোন সময় অপচয় করা লাগবে না, আপনি আপনার প্রতিদিনের রিওয়ার্ড প্রতিদিন পেয়ে যাবেন, এবং আপনার যদি পোস্ট করার সময় না থাকে তাহলে আপনি আপনার রিওয়ার্ড লিকুইড স্টিম ব্যালেন্স পেয়ে যাবেন। আর আপনি লিকুইড স্টিম দিয়ে আপনার যে কোন ধরনের কাজ করতে পারবেন।এ কারনে প্রজেক্ট @heroism কে ডেলিগেশন করলে বেশি লাভ হবে।
অবশ্যই @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।
@Heroism কে ডেলিগেশন করলে আমি প্রতিদিন একটি কোয়ালিটি পোস্টে ভোট পাবো। ভোট পাওয়ার কারণে নির্দিষ্ট পরিমাণ এসবিডি ও এসপি পাব। আমি যদি ডেলিগেশন না করি তাহলে কিউরেশন রিওয়ার্ড হিসেবে আমার এসপি কম আসবে।আবার @heroism কে যেহেতু ডেলিগেশন দিয়েছি তাই বড় কোন ভোট পাওয়ার আগে যদি হিরোইজম আমাকে ভোট দেয় তাহলে আমি কনভার্জেন্ট লিনিয়ার ইকুয়েশনের কারণে একটু বেশি সুবিধা পাব ।
> আমি দুর্জয় বড়ুয়া। আমি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি।এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি।



লেভেল ৩ হতে আপনি অনেক গুলো বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। এবং সে গুলো সবার মাঝে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপনার জন্য শুভ কামনা রইলো। এভাবে এগিয়ে যান।
ধন্যবাদ আপনাকে।
লেভেল ৩এর পরীক্ষা বেশ ভালোই দিয়েছেন আপনি। আপনার আমার সুন্দর পরীক্ষা দিতে দেখে ভালো লাগলো। দোয়া করি এভাবে যেন সামনের দিকে এগিয়ে আসতে থাকেন এবং ভেরিফাইড হন।
ধন্যবাদ আপনাকে