Going to Bangladesh South Korean Premier

in #undefined6 years ago (edited)
South Korea's Prime Minister Lee Nak-Eon is going to Bangladesh on July 13 for a three-day official visit to strengthen bilateral ties. Yesterday (June 22) in a ceremony at the National Sports Council of the capital, Dr. It was told by Abdul Momen that it was said that Momen was informed by the court.

FB_IMG_1561336591536.jpg

He also said, UN Secretary General Ban Ki-moon will visit Dhaka on July 8 for a four-day visit to play a very important role in the issue of climate change. He also talked about China's role in solving the Rohingya crisis in the closing ceremony of Bangladesh Taekwondo Federation Championship.



বাংলাদেশ সফরে যাচ্ছেন
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে তিনদিনের সরকারি সফরে আগামী ১৩ জুলাই বাংলাদেশে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। গতকাল (২২ জুন) রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ কথা জানান।

তিনি আরো বলেন, এছাড়াও, জলবায়ু পরিবর্তন ইস্যুতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জাতিসংঘের সাবেক মহাসচিব তথা কোরিয় নাগরিক বান কি-মুন চারদিনের সফরে আগামী ৮ জুলাই ঢাকা সফর করবেন। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা নিয়েও কথা বলেন।(সংগ্রহিত)



Thanks to my visit to this blog, this tour will further strengthen the business and diplomatic relations between the two countries, and I wish all the best for the success of the tour because its success will benefit Bangladesh.

IMG_20190527_232336.jpg

Believe in Yourself by @eliashossain