অপেক্ষায় আছে কখন মামা ঝাল মুড়ি এবং চটপটি বানিয়ে দিবে

in Helpage India4 years ago

বন্ধুরা আজকে আমার সন্তানের ঝাল মুড়ি এবং চটপটি খাওয়ার বিষয়ে কথা বলবো।

যে দুজনকে দেখছেন রেললাইনের স্লিপারে উপর বসে আছে, তারা অপেক্ষা করছে ঝালমুড়ি এবং চটপটি খাওয়ার জন্য। একজন ঝালমুড়ি খাবে অন্যজন চটপটি খাবে। তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে মামা কখন তাদেরকে ঝালমুড়ি এবং চটপটি বানিয়ে দিবে। তা দুজনের পিকচার গুলো একটু দেখুন। কিভাবে বসে আছে কিন্তু বলছে না যে মামা তাড়াতাড়ি বানিয়ে দিন।
IMG20201206164953.jpg

তাদের একজন বলছে, দেবে তো আমাকে ঝালমুড়ি আর ভাইকে চটপটি। আমি বলেছিলাম তাদেরকে তোমরা অপেক্ষা করো তোমাদেরকে বানিয়ে দিবে খুব সুন্দর ভাবে। তারা দুজন ঝালমুড়ি এবং চটপটি খেতে খুব পছন্দ করে। তাদেরকে যদি ঝালমুড়ি এবং চটপটি বানিয়ে খাওয়ানো যায় তাহলে সারাদিন আর কিছু চাইবে না।

IMG20201206165003.jpg

এভাবে আমরাও একদিন অপেক্ষা করেছিলাম - বাবার কাছে, মার কাছে, ভায়ের কাছে, বোনের কাছে। আজ সন্তানরা বাবার কাছে এই আবদার করল ঝালমুড়ি এবং চটপটি খাওয়ার জন্য।

তাদের এই আবদার টুকু দেখে আমার পুরনো দিনের অনেক কথা মনে পড়ে যায়। আমিও চিন্তা করি, তাদের মত আমিও তো আবদার করেছিলাম কিছু না কিছু খাওয়ার জন্য, কেনার জন্য। আমার বাবা-মা কিছু হলো পূরণ করেছে। কেন আমি তাদের মনের আশা পূর্ণ করব না। তাই আমার সাধ্যমত আমি চেষ্টা করি আমার সন্তানের আশা পূরণ করার জন্য।

IMG20201206165223.jpg

ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে জীবনযাপন করুন। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে নিয়মকানুন মেনে চলুন।

ভালো লাগলে সাপোর্ট করবেন, নিজের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে