নিজেকে সময় দিন || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ20 days ago

fishermen-8449951_1280.jpg

Source

আজ - শনিবার

৩০ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৩ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

আসসালামুয়ালিকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি বাংলাদেশ থেকে ইমন আজকে নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি

দিন যাচ্ছে সময় যাচ্ছে.... সেই সাথে আমাদের অভিজ্ঞতা গুলোও দিন, দিন বাড়ছে। আমাদের এই ডিজিটাল ওয়ার্ল্ড এ টিকে থাকার জন্য আমার মনে হয় সেলফ এডুকেশন টা খুবই জরুরী। আমি আবার কোন প্রাতুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার কথা বলতেছি না, আমি বলতে চাচ্ছি আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমরা যেই শিক্ষাটা পেয়ে থাকি আমার মনে হয় জীবনে টিকে থাকার জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় মাপের এডুকেশন। আজকে নিজেকে সময় দেওয়ার বিষয় কিছু কথা বলি, আমরা হয়তো মেক্সিমাম জনগণ এটা জানি যে নিজেকে সময় দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বা দ্বিতীয়টা আর হতে পারে না কারণ, আমি যদি আমার নিজেকে সময় দিই সেই ক্ষেত্রে আমি নিজেকে যেমন ডেভলপ করতে পারব ঠিক তেমনি ভাবে নিজের ফিউচার এবং নিজের লক্ষ্য কে ঠিক রাখতে পারব। তবে অনেক সময় আমরা এটা জেনেও নিজেকে পর্যাপ্ত পরিমাণ সময় দেয় না। আমি এটা সঠিক জানিনা যে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে ঘটে নাকি কিন্তু মেক্সিমাম সময় দেখা যায় এটা আমার সঙ্গে প্রতিনিয়তই ঘটে যায়।

clock-2696234_1280.jpg

source

যখন খারাপ সময়টা চলে আসে তখন বুঝতে পারি যে ভুলটা কোথায় ছিল। আসলে এই ঈদে আমি অনেক মজা করেছি এবং সেই সাথে নিজের কিছু ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতার ও সম্মুখীন হয়েছি, অনেক সময় কিছু, কিছু মানুষের কথা ভেবে তাদেরকে নিঃস্বার্থভাবে সাহায্য করলেও মাঝেমধ্যে দেখা যায় অপোজিট সাইট থেকে এমন একটা কথা কানে ভেসে আসে যে সেটার জন্য কখনোই নিজে প্রস্তুত ছিলাম না। তবে তবে সবাই কিন্তু এক নয় এক ,এক জনের মন মানসিকতা যেমন মানুষগুলোও তেমন হয়। এই ব্যস্ত শহরের মাঝে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলি এবং যখন আবার নিজেকে খুঁজে পাই তখন দেখি যে কোথাও না কোথাও নিজের অসম্পূর্ণতা রয়েছে। এখনো নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করতে পারিনি তাই নিজেকে কঠিনভাবে তৈরি করার একটা সিদ্ধান্ত নিয়েছি, জানিনা কতদূর এগোতে পারবো তবে আপনাদের সবার ভালোবাসা এবং দোয়া কামনা করি। বর্তমানে গ্রীষ্মকাল চলমান আর এই সময় আমরা সবাই জানি প্রচুর পরিমাণে গরম পড়ে।

hourglass-2910948_1280.jpg

Source
এই সময় কৃষক তার নিজের খেতে কৃষি কাজে ব্যস্ত থাকে এবং দীর্ঘ তিন মাস যত্ন করার পরে সে তার পরিশ্রমের ফল পায়, আসলে এই বিষয়টা যত সহজ করে বলছি এটা কিন্তু এতটাও সহজ না । কারণ বাইরে রোদের তাপমাত্রা মোটামুটি অনেক বেশি আজকে 37 ডিগ্রি তাপমাত্রা চলছে কিন্তু মনে হচ্ছে যেন 40 ডিগ্রি তাপমাত্রা গায়ে এসে লাগছে। তবুও কৃষক ভাইয়েরা কোন এক্সকিউজ না দেখিয়ে তার নিজ লক্ষ্যে কাজ করে যায় এবং শেষ পর্যন্ত সে তার ফল পায়, আমারও বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ যদি কোন এক্সকিউজ না দেখিয়ে তার নিজ লক্ষ্যের জন্য নিজেকে সময় দিয়ে কাজ করে যায় তাহলে সে অবশ্যই সফলতা আনবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত নিজের লাইফটাকে একটি নির্দিষ্ট প্যাটারের সাজাতে পারেনি আমার মনে হয় এটাই হয়তোবা আমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে এখন।

farmer-1822530_1280.jpg

Source

নিজেকে অবশ্য সময় দেওয়া লাগবে এবং নিজের কাজগুলো অবশ্যই সবার আগে সম্পন্ন করতে হবে। সেই সাথে প্রতিনিয়ত নিজেকে ডেভলপ করতে হবে তাহলে হয়তোবা আমরা এই বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারব। এ বিষয়ে আমরা নিশ্চিত যে ভবিষ্যতে (AI) এ আই টেকনোলজি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অনেক মানুষের চাকরি খেয়ে নিবে, তখন তাদের অবস্থা কি হবে? আমার মনে হয় এই জন্য নিজেকে এখনই সময় দিয়ে যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে ডেভলপ করতে হবে এবং নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে সফলতাকে নিজের মুঠোয় আনতে হবে। আজকের এই ব্লগের মাধ্যমে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে শেয়ার করলাম । জানিনা আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন এবং খারাপ লাগলেও সেটা বলতে পারেন, যাই হোক সবার প্রতি ভালোবাসা রইলো অবিরাম । ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

🫂ধন্যবাদ!!!🤵


ব্লগার@emonv
ফটোগ্রাফি ডিভাইসInfinix note 11 pro
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 । আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 20 days ago 

ওয়াও ভাই বেশ দারুন একটা উদাহরণ দিয়েছেন এটা সত্যি যে, কৃষকের একটি ফসল ঘরে আনার জন্য অনেক পরিশ্রম করতে হয়। প্রতিটি মানুষের উচিত নিজেকে সময় দেওয়া নিজের স্কিলকে ডেভেলপ করা। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 20 days ago 

ঠিকই বলেছেন কোনরকম এক্সকিউজ না দেখিয়ে নিজের লক্ষ্য পূরণে অটুট থাকলে মানুষ অবশ্যই নিজের লক্ষ্যে পৌঁছতে পারে। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো। আপনি নিজেকে কঠিন ভাবে প্রস্তুত করার জন্য চেষ্টা করছেন। আপনার জন্য দোয়া রইল। আমাদের আসলেই নিজেকে সময় দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে সময় দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভেতরের দক্ষতা গুলোকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যেতে পারবো। সুন্দর কিছু কথা লিখেছেন আপনি।

 20 days ago 

এই অভিজ্ঞতা টা আমার হয়েছে এই সময় টা আমি অতিবাহিত করে এসেছি। আমার নিজের কাছের মানুষের দ্বারা আমি প্রত‍্যাখ‍্যান পেয়েছি। সুতরাং এআ অনূভুতি আমি জানি। সময়ের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেকে আপডেট করতে হবে। নিজের স্কিল ডেভেলপমেন্টে সময় দিতে হবে। যদিও আপনি এখানে এআই নিয়ে ভয়ে আছে। তবে আমি খুব একটা ভয়ে নেই। কারণ মানুষের ক্রিয়েটিভিট কখনো মেশিন পূরণ করতে পারবে না।

Posted using SteemPro Mobile

 20 days ago 

ইনজয় করছো ভালো কথা তবে বুঝেশুনে এনজয় করতে হবে ছোট ভাই। তবে দুনিয়াটা অত সহজ নয়। পাশের মানুষগুলো অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটা চিরজীবনের সত্য কথা। তবে ঈদের দিন বেশ ইনজয় করেছো জেনে খুশি হলাম। শুভকামনা রইল।

 20 days ago 

খুব সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে নিজের লক্ষ্য যদি থাকে অবশ্যই সেখানে পৌঁছানো সম্ভব এবং তার পিছনে নিজের সেভাবে তৈরি থাকতে হবে। বেশ ভালো লাগলো অনেক সুন্দর কথা উল্লেখ করেছেন এই পোস্টের মাঝে।

 19 days ago 

আজকে আপনার পোস্ট এর বিষয় আমার কছে খুবই ভালো লাগলো। নিজেকে সময় দিয়ে গড়ে তুলতে হবে। আমাদের নিদিষ্ট একটি গোল থাকতে হবে, এবং এই গোল অনুয়ায়ী কঠোর পরিশ্রম করতে হবে। যেমন কৃষক ভাইয়েরা কোন এক্সকিউজ না দেখিয়ে তার নিজ লক্ষ্যে কাজ করে যায় এবং শেষ পর্যন্ত সে তার ফল পেয়ে থাকে। আপনার উপস্থাপনা খুবই সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59561.47
ETH 3012.64
USDT 1.00
SBD 3.77