Knitting math and Calculation সহজভাবে নিটিং এর যাবতীয় প্রোডাকশন ও অন্যান্য ক্যাল্কুলেশন (পর্ব ০৫)
আসসালামু আলাইকুম।
নিটিং এ যারা জব করেন বা ফেব্রিক ম্যানুফেকচারিং এর ছাত্র তাদের জন্য নিটিং (Knitting) এর গানিতিক সমস্যাগুলো অনেক গুরুত্বপূর্ন। আমরা জানি, নিটিং এর মূল কাজ সেটিং পয়েন্ট ও ক্যাল্কুলেশন সংক্রান্ত। তাই আমি ধারাবাহিকভাবে Knitting এর যাবতীয় গানিতিক সমস্যাগুলো আলোচনা করেছি। আশা করি এই ম্যাথগুলো মনোযোগ দিয়ে দেখার পর আপনার Knitting Calculation and Mathematics এ আর তেমন কোন সমস্যা থাকবে না।
আজকে তৃতীয় পর্বে সাধারন কিছু গানিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছি।
আজকের আলোচিত ম্যাথগুলোঃ
- Calculate the production of S/J knitted fabrics in terms of (let, efficiency 100%)
(i) Yards per hour [16.67]
(ii) Pounds per hour [1.559]
(iii) Fabric Weight per linear yards [0.0935]
(iv) Fabric Width [16.897” open width, 8.448 folded width]
(v) Fabric Weight per square yard [0.199 lb]
of a knitting machine running with the following data
Machine Speed = 20 rpm No. of Needles = 490
Stitches per foot = 72 No. of feeders = 12
Yarn Count = 25 Ne cpi = 24, wpi = 29
- Given a 14 G, 20” dia, 40 feeder circular weft knitting machine operating at 25 rpm and 90% efficiency, calculate the length, width and weight of the fabric that could be produced per hour using a two fold resulting yarn count of 12 Ne. Calculate for
(i) 1 × 1 Rib loop length = 0.2” cpi 27 wpi = 20
(ii) Interlock loop length = 0.12” cpi 37 wpi = 30
- A machine having 32 feeds running at 20 rpm uses two types of yarns, 30s cotton count for ground yarn and 6s cc for inlay yarn. The speed of feed of inlay yarn is 180 feet per minute while that of ground yarn is 480 feet per minute. The feeds are arranged, one ground and one inlay. Two feeds are thus used for one face course. If cpi is 24, calculate the production in yards and lb for 8 hours at 90% efficiency.
[160 yards, 43.86 lb, 82.25 lb]
- A double knit fabric is produced on a 48 feed machine where 24 feeds are knitted on cylinder & dial needles with a course length of 8.2 m using 120 denier yarn and 24 feeds are knitted on dial only with a course length of 3.8 m using 120 denier yarn. Machine is running at 16 rpm with 90% efficiency, calculate production in kg per hour. [2.267+1.051 = 3.328 kg]
In Saiful’s Classroom, I discuss on Textile Engineering, Islamic and other education related specific contents completely. Core Topics of this channel are Textile Tutorial, Textile Learning, Textile Study, Textile Engineering, Textile Calculation, Textile Mathematics, Garments, Textile and Garments Industries in Bangladesh, Yarn Manufacturing, Fabric manufacturing, Wet Processing, Apparel Manufacturing Technology (AMT), Garments Sector, Garments Production, Fashion Design and Technology (FDT), Textile and Garments Job, Consumption and Costing, Spinning, Weaving, Knitting, Dyeing, Printing, Finishing, Merchandising, Testing, Textile Testing and Quality Control, Woven and Knit Fabric, Fabric Structure and Design, FSD, Fashion Designing, Textile Physics, Sampling, Textile Raw Materials, Natural Fibre, Man Made Fibre, Conversion, Confusion, Count, CSP, Crimp, GSM, Drape etc.
The students of Different Universities and Colleges can be benefited like BUTEX, Bangladesh University of Textiles, Textile Engineering College, AUST, DUET, NITER, BUFT, ADUST, Maulana Bhasani Science and Technology University, Daffodil International University, Primeasia University, Southeast University, City University, Northern University, Textile Engineering Department, Department of Textile, Ministry of Textile and Jute, etc.
Saiful’s Classroom এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, প্রকৌশল, ইসলামিক ও আরো অন্যান্য শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে আলোচনা করা হয়। যে টপিক/বিষয় -এ টিঊটরিয়াল করা হয়, সেই টপিকে পুর্নাঙ্গ ধারণা দেয়ার চেষ্টা করে থাকি। অর্থাৎ যে বিষয়ে আলোচনা করি সেই বিষয়ের সাথে জড়িত সকল বিষয়কে এক টিউটোরিয়াল- এ নিয়ে আসার চেষ্টা করি। টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে জড়িত সকল স্টেকহোল্ডার-দেরকে কোন বিষয়ে পুর্নাঙ্গ, বোধগম্য, ও আনন্দদায়ক শিক্ষা তুলে দেয়াই মুল প্রয়াস। এই চ্যানেল এর কোন কনটেন্ট (বিষয়বস্তু) যদি ভাল লাগে তবে তাদের মাঝে শেয়ার ক্রুন যারা এই কনটেন্ট থেকে উপকৃত হতে পারে। আর এতেই হবে এই সময় ব্যয় ও পরিশ্রমের সার্থকতা।
এই টিঊটরিয়ালের মূল টপিকগুলো হলোঃ টেক্সটাইল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বুটেক্স, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল শিক্ষা, গার্মেন্টস, টেক্সটাইল ক্যাল্কুলেশন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ম্যাথম্যাটিকস, টেক্সটাইল বাংলাদেশ, মারচেন্ডাইজিং, মার্চেন্ডাইজার, ফেব্রিক ম্যানুফেকচারিং, ইয়ার্ন ম্যানুফেকচারিং, ওয়েট প্রসেসিং, গার্মেন্টস প্রোডাকশন, এপ্যারেল ম্যানুফেকচারিং, গার্মেন্টস সেক্টর, ফ্যাশন ডিজাইন, এপ্যারেল মার্চেন্ডাইজিং, টেক্সটাইল টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল, ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন, এফএসডি, টেক্সটাইল ফিজিক্স, স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, প্রিন্টিং, টেক্সটাইল ফিজিক্স, ফাইবার, ইয়ার্ন, ন্যাচারাল ফাইবার, ম্যান-মেড ফাইবার, গার্মেন্টস চাকুরী, কস্টিং, কনজামশন, বস্ত্র অধিদপ্তর
▶️ DTube