তেলাকুচা পাতার ফটোগ্রাফি এবং এর উপকারিতা সম্পর্কে কিছু কথা

in Incredible India2 years ago (edited)
হ্যালো সকল বন্ধুরা

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি।

IMG_20231020_181827.jpg

তেলাকুচা গাছ একটি লতানো উদ্ভিদ। আমরা প্রত্যেকে কম-বেশি তেলাকুচা গাছ চিনি এবং এর সম্পর্কে অনেকেই হয়তো কম বেশি জেনে থাকতে পারি। তেলাকুচা গাছ সাধারণত বাড়ির আশেপাশেই বাগানে জন্মে থাকে। এই গাছ বিভিন্ন গাছেও জড়িয়ে জড়িয়ে হয়ে থাকে। আর এগুলো আমাদের বাড়ির আশেপাশেই হয়ে থাকে।

তো আমাদের বাড়ির পাশেই কিছু কাঠ রাখা আছে সেখানে এই তেলাকুচা গাছ জন্মেছে। তো ভাবলাম আপনাদের সাথে এই গাছের পাতার কিছু ফটোগ্রাফি এবং এই গাছের উপকারিতা সম্পর্কে কিছু কথা শেয়ার করি। তো সঙ্গে সঙ্গে কিছু পাতার ফটোগ্রাফি উঠায় এবং যেগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

এই তেলাকুচা গাছের পাতা বিভিন্নভাবে রান্না করেও খাওয়া যায়। তেলাকুচা গাছের পাতা বিভিন্ন শাকের সাথে দিয়ে ভাজি করে খাওয়া যায়। এছাড়াও তেলাকুচা গাছের পাতা আলু দিয়ে ভাজি এবং হালকা ঝোল করেও খাওয়া যায়। এছাড়াও ছোট ছোট মাছ দিয়ে এবং একটি আলু দিয়ে এই পাতা রান্না করে খাওয়া যায়। এটি খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে। সেই সাথে এই গাছের উপকারিতা ও অনেক বেশি।

IMG_20231020_181843.jpg
IMG_20231020_181759.jpg
IMG_20231020_181813.jpg

তেলাকুচা গাছের উপকারিতা

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেলাকুচা গাছ খুবই উপকারী। এই গাছের পাতা রস করে খেলে ডায়াবেটিস অনেক নিয়ন্ত্রণে আসে। এছাড়াও তেলাকুচার পাতা রান্না করে খেলে ডায়াবেটিস রোগীদের অনেক উপকার হয়।

  • জন্ডিসের ক্ষেত্রেও এটি খুবই উপকারী একটি গাছ। এই গাছের মূল রস করে প্রতিদিন সকালে খেলে জন্ডিসের ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়।

  • সর্দি কাশিতেও তেলাকুচা গাছ খুবই উপকারী। তেলাকুচা গাছের পাতার রস হালকা গরম করে খেলে কাশি অনেকটা নরম পড়ে যায়।

  • ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট হলে তেলাকুচা গাছের পাতার রস এবং মূলের রস হালকা গরম করে দিনে তিন থেকে চারবার খেলে অনেক উপকার পাওয়া যায়।

  • এছাড়াও জ্বর হলে এই গাছের পাতা রস করে খেলে অনেক উপকার পাওয়া যায়। কুষ্ঠ রোগ হলেও এই গাছের অনেক ব্যবহার করা হয়। বিশেষ করে এই গাছের পাতা এবং মূল কবিরাজি চিকিৎসায় ব্যবহার করা হয় এবং অনেক উপকারও পাওয়া যায়।

তো বন্ধুরা আজকের মত লেখাটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি।

Actually I am not very comfortable in English because my mother tongue is Bengali. And I feel comfortable expressing myself in my mother tongue. I hope you will like the article that I am sharing with you today.

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আজকে আপনি তেলাকুচা পাতার ফটোগ্রাফি ও এর কিছু উপকারিতা বলেছেন। আমাদের আশেপাশে এরকম অনেক উপকারীতা গাছ রয়েছে সেগুলোর উপকারিতা আমরা না জানার জন্য সেই গাছগুলোর অবহেলা করে থাকি কিন্তু এগুলো আমাদের অনেক উপকার করে।।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ আপু আর আমিও একটা পোস্টে এই তেলাকুচা নিয়ে লিখেছিলাম

Loading...
 2 years ago 

আপনি তেলাকুচা পাতার উপকারিতা নিয়ে খুবই চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে।এবং আপনি খুবই চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করেছেন।যে তেলাকুচা পাতা আমাদের মানবদেহের জন্য কতটা উপকারী। আমি আগে থেকেই এই পাতার কিছু ঔষধি গুনাগুন সম্পর্কে অবগত ছিলাম। কিন্তু আপনার পোস্টটি পড়ার পর থেকে। এই গাছের আরো ঔষধীয় গুনাগুন সম্পর্কে জানতে পারলাম। যাই হোক এই পাতার ঔষধীয় গুনাগুন সম্পর্কে আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

তেলাকুচা পরগাছা উদ্ভিদ গুলো অনেক আগে দেখেছি কিন্তু বর্তমান সময়ে আমাদের এই দিকে এই তেলাকুচা পরগাছা উদ্ভিদ গুলো এখন আর দেখা যায় না ৷ তবে শুনেছি যে এই তেলাকুচা পাতা থেকে অনেক ঔষুধি গুনাগুন রয়েছে ৷ যেগুলো আপনি ইতিমধ্যে আপনার পোস্টে তুলে ধরেছেন ৷ এই তেলাকুচা পাতার উপকারিতা গুলো থেকে আরো অনেক কিছু ধারনা নিতে পারলাম ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে আপনার মতামত জানানোর জন্য।