Movie Review : "Jack the Giant Slayer"
source
মুভিটির নাম হচ্ছে "Jack the Giant Slayer" এটি ২০০৩ সালে বানানো । এই মুভিতে প্রথমেই যেটা দেখানো হয়েছে এখানে একটা ফার্ম বয় থাকে এবং তার বাবা সামান্য কৃষক । প্রথমেই দেখা যায় যে , সেই কৃষকের ছেলেটি একটি গল্পের বই পড়তেছে এবং তার বাবাকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করতেছে। সেই গল্পের বইয়ে এরকম লেখা ছিল যে , আকাশের কোন একটা জায়গায় অনেকগুলো দৈত্য থাকে। তারা একবার পৃথিবীতে এসেছিল এবং এখানকার মানুষদের কে আক্রমণ করেছিল। তখনকার রাজা একজন দৈত্যকে মেরেছিল এবং তার হৃদয় দিয়ে একটা মুকুট বানিয়েছিল। এবং সেই মুকুটটি পড়লে দৈত্যদের কে বশে আনানো যেত। তো এভাবেই রাজমুকুট পড়ে রাজা সেই দৈত্যদেরকে পৃথিবী থেকে তাড়িয়ে দিয়েছিল। তারা পৃথিবীতে এসেছিল একটা গাছের সাহায্যে।
source
যে গাছের বীজ পানির মধ্যে দিলেই মুহূর্তের মধ্যেই সেটা অনেক বড় হয়ে যায় এবং সেটি আকাশ থেকে মাটিতে এসে পড়ে। দৈত্যরা এটি দিয়েই পৃথিবীতে এসেছিল। তো সেই রাজা মুকুট এবং সেই গাছের কিছু বীজ সংরক্ষণ করে রেখেছিল। এবং পরে তিনি মারা যায়। এটিই ছিল সেই গল্পের কাহিনীটি যেটা ছেলেটি পড়তে ছিল।গল্পটি পড়তে পড়তে ছেলেটি ঘুমিয়ে যায় এবং ঘুম থেকে উঠে সেখানে দেখা যায় , মুভির মধ্যে ছেলেটি অনেক বড় হয়ে গেছে। এবং তার বাবা মারা গেছে এবং শুধুমাত্র তার একজন দাদা থাকে এবং ছেলেটি ফার্মের কাজ করে এবং একটা ছোট্ট বাসায় থাকে। এর সাথে ছেলেটির সাথে ওই রাজ্যের রাজার মেয়ে একসময় সখ্যতায় তৈরি হয়। তো একসময় ছেলেটি তার একটি ঘোড়া বিক্রি করার জন্য রাজার ওখানে যায়। সেখান একটা লোক হঠাৎ করে কিছু বীজ দিয়ে তার ঘোড়াটি নিয়ে যায়। এই বীজ ছিল সেই বীজ যার মাধ্যমে দৈত্যরা পৃথিবীতে এসেছিল। ছেলেটি বুঝতে পারেনি এবং তাকে ঘোড়াটি দিয়ে দেয় এবং সেখান থেকে বাসায় ফিরে আসে এবং এসে নিজের মাথা ঠুকরাতে থাকে যে সে কেন সে বীজ গুলোর জন্য ঘোড়াটি দিল। সেদিন রাতে ওই রাজার রাজ্য থেকে রাজার মেয়ে টি পালিয়ে আসে এবং অনেক বৃষ্টি চলে আসে। তাই সে হঠাৎ করে সেই ছেলের কুঁড়েঘরে উঠে পড়ে।
source
ছেলেটি ওই মেয়েটিকে দেখে চিনতে পারে যে সে রাজার মেয়ে। এরপরে তাদের দুজনের মধ্যে কথা চলতে থাকে। সেই ছেলের একটি বিড়াল ছিল এবং সেই বিড়ালটি ওই যে বীজ ছিল, সেই বীজ মাটিতে ফেলে দেয় এবং সেটি পানির সংস্পর্শে আসে এবং হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়। এবং পরিবেশ থেকে অনেক বিরাট গাছ বের হয় এবং সেটা আকাশ পর্যন্ত চলে যায়। এবং সেই মেয়েটা এসেই গাছের সাথে সাথে উপরে উঠে চলে যায় এবং সে অজ্ঞান হয়ে যায় এবং এর পরে সে দেখে সে আকাশ থেকে অনেক উপরে। কিন্তু ছেলেটি নিচে পড়ে যায় এবং যে মেয়েটি থাকে সেই মেয়েটি উপরে উঠে চলে যায়। এবং যে দৈত্যের রাজ্যের কথা বলা হয়েছিল সে দৈত্যের রাজ্যে চলে যায়। এবং দৈত্যরা তাকে দেখে তাকে বন্দী করে ফেলে এবং তাকে খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এদিকে রাজার রাজা তার মেয়েকে খোঁজার জন্য নিজেই বের হয়।
source
এবং এই গাছের এখানে চলে আসে এবং এই ছেলেটির কাছ থেকে জানতে পারে যে ,তার মেয়ে উপরে চলে গেছে। এরপরে রাজা সেই ছেলেসহ কিছু সৈন্য গাছের মাধ্যমে উপরে পাঠায়। সেগুলোর মধ্যে একজনের কাছে মুকুটটি ছিল। সেই কথা শুধুমাত্র সেই জানত। এরপর তারা চলে যায় এবং যখনই ওই লোকটিকে দেখে যে তার সামনে দৈত্য সে মুকুট টি বের করে এবং সেটি দেখে তারা বস মেনে যায়। সেই লোকটি খুবই খারাপ ছিল। সে দৈত্যদের মাধ্যমে রাজার রাজ্য কে আক্রমণ করতে চায়। এবং সেখানে রাজ্য চালাতে চায়। এর মধ্যে ছেলেটি মেয়েটিকে নিয়ে দৈত্যের রাজ্য থেকে কোনরকম পালিয়ে যায়। যে লোকটির কথা বললাম যে রাজ্য চালাতে চায় , সেই লোকটি তোদেরকে নিয়ে প্রস্তুতি চালাচ্ছিল।
source
এবং এক সময় হঠাৎ করে তার মাথা থেকে মুকুটটি পড়ে যায় এবং দৈত্যরা খুশি হয়ে ওঠে এবং তাকে মেরে ফেলে। এরপর যে সেনাপতি ছিল আক্রমণের পরিকল্পনা করে এবং সে বীজ গুলো পানিতে ফেলে দেয় এবং সেখান থেকে গাছ গুলো বের হয়ে লম্বা লম্বা করে নিচে পড়ে যায়। এবং সেখান থেকে তারা পৃথিবীতে চলে আসে এবং পৃথিবীতে আক্রমণ করে। রাজ্যকে আক্রমণ করে। এর মধ্যেই সেই ছেলেটি তার বুদ্ধিমত্তা দিয়ে কোন ভাবে সেই মুকুটটি নিজের কাছে করে নেয় এবং সেই রাজ্যকে বাঁচিয়ে দেয়। এর মধ্যে রাজা খুশী হয়ে ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেয়। এভাবেই এই মুভির পরিসমাপ্তি ঘটে। ধন্যবাদ।
রেটিং ঃ ৮/১০
MORE ABOUT ME
NAME | |
---|---|
. | |
JOIN WITH US ON DISCORD SERVER:
You have been upvoted by @rex-sumon A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.