steemusd 8 pm

in #sajjad7 years ago

☞ রহস্যময় স্মার্টফোন আনতে
যাচ্ছে ফেসবুকঃ
.
অভিনব ডিজাইনের স্মার্টফোন
বানানোর জন্য বেশ কিছুদিন ধরেই কাজ করছে ফেসবুক। এ স্মার্টফোনটিতে থাকবে অনেকটা লোগোর মতো বিচ্ছিন্ন বহু ডিভাইস। প্রয়োজনমতো এসব
ডিভাইস পরিবর্তনও করতে পারবেন ব্যবহারকারীরা।
.
ফেসবুকের রহস্যময় ওই ডিভাইসে
স্পিকার, ক্যামেরা, মাইক্রোফোন,
টাচস্ক্রিন এবং ডিসপ্লে থাকতে
পারে। মার্কিন পেটেন্ট
কর্মকর্তাদের সঙ্গে দায়ের করা
পেটেন্ট এর কাগজপত্র সংক্ষিপ্ত অংশ পড়ে জানা গেছে, আলাদা আলাদা মডিউলের কার্যকারিতার উপর ভিত্তি করে ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইসকে একজন ব্যবহারকারী পরিবর্তন করে নিতে পারবে।
.
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক
জাকারবার্গ সিলিকন ভ্যালিতে এক
বার্ষিক সম্মেলনে বলেছিলেন,
অগমেন্টেড রিয়েলিটি ফিচার এর জন্য স্মার্টফোনের ক্যামেরাটি প্রাথমিক এবং প্রমিজিং প্ল্যাটফর্ম। এবং তিনি বলেন, আমরা অগমেন্টেড রিয়েলিটি প্ল্যাটফর্মের জন্য স্মার্টফোন ক্যামেরাটি মূল ধারায় আনতে যাচ্ছি।
.
বিশ্লেষকরা বলছেন, সোশ্যাল মিডিয়া ফেসবুক তাদের জনপ্রিয়তা পুঁজি করে নিজেদের স্মার্টফোন আনার পরিকল্পনা করছে। তবে ফেসবুক এধরনের গুজবকে উড়িয়ে দিয়েছে।
.
সূত্রঃ দ্য টেলিগ্রাফ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 62984.76
ETH 2472.53
USDT 1.00
SBD 2.55