গল্প:- দুই দিনের দুনিয়া
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দুই দিনের দুনিয়া গল্প আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
আজকে আর একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গল্প পড়তে এবং গল্প লিখতে দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে ভূতের গল্প পড়তে সব থেকে বেশি ভালো লাগে কারণ সে ধরনের গল্প গুলোর মধ্যে অনেক বেশি কৌতূহল জাগে। তাছাড়া সবাই গল্প শেয়ার করে সেই গল্পগুলো পড়েও খুবই ভালো লাগে। আজকে আমি নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি। আমার আজকের গল্পটি হচ্ছে দুই দিনের দুনিয়া। আসলে মানুষ পৃথিবীতে কয়দিন বা বেঁচে থাকে কিন্তু যে কয়দিনে বেঁচে থাকি টাকা-পয়সা, ঘরবাড়ি, ধন-সম্পদ, থাকা খাওয়া সব কিছু নিয়েই লড়াই করে বাঁচতে হয়ে থাকে।
খুবই গরীব পরিবার ছিল পরিবারটি। অনেক কষ্ট করেছে দিনমজুর ছিল পরিবারের ইনকাম করার মানুষটি। সেই দিনগুলোর থেকে লড়াই করতে করতে টাকা পয়সা গড়ার লক্ষ্যে প্রবাস এ যায়। সেখানে গিয়ে অনেক কাজ করে অনেক পরিশ্রম করে এবং তাদের অনেক টাকা পয়সাও হয়। টাকা পয়সা সাথে সাথে আস্তে আস্তে ঘরবাড়ি দোকানপাট জায়গা জমি সবকিছুই হয়। কিন্তু টাকা পয়সা আসার পর তারা যেন তাদের আগেকার দিনগুলো ভুলে গিয়েছে। ভুলে গিয়েছিল তারা কোন জায়গা থেকে উঠে এসেছিল। কিভাবে তারা আগের দিনগুলো কাটিয়েছে কত কষ্টের মাঝে তারা কাটিয়েছিল দিনগুলো।
তাই টাকা পয়সা সাথে সাথে তারা নিজেদের মধ্যে অহংকার টাও গড়ে তুলেছে। টাকা-পয়সার অহংকার। মানুষকে মানুষ মনে করত না টাকা-পয়সার কারণে। কিন্তু এটা ভুলে গিয়েছিল এক সময় এরকম টাকা পয়সা তাদের কাছেই ছিল না। তাদের কাছে টাকা পয়সা থাকে না যার অভাব অনটনে থাকে তাদের জীবনটা কি রকম কাটে সেটা তারাও কাটিয়ে এসেছিল। অভাব অনটনে থাকা মানুষগুলোকে যখন টাকার গরম দেখানো হয় কতটা কষ্ট লাগে সেটা তারা জানে। তারপরও যখন তাদের কাছে টাকা আসে সে টাকার কাছে তাদের সবকিছুই বিক্রি হয়ে যায় মনুষত্ব বিক্রি হয়েছে তারাও অহংকার দেখাতে শুরু করে। যাইহোক কিভাবে দিনের পর দিন কাটতে থাকে। একটা সময় তাদের ছেলে হয় ছেলের বউ হয় নাতি -নাতনি হয়।
তারা বৃদ্ধ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যায় শরীর দুর্বল হয়ে পড়ে। টাকা-পয়সাও যেন আর তাদেরকে শক্তি দিতে পারছে না জোর দিতে পারছে না। তখন সে টাকার অহংকারও আর কাজে আসছে না। এভাবে একটা সময় তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ঠিক একই রকম জিনিসই করে থাকে। মানুষ দুনিয়াতে আসে বড় হয় টাকা পয়সা রোজগার করে হয়তো কেউ বেশি করে কেউ কম করে হয়তো কেউ দুনিয়াতে বেশি সুখে থাকে অথবা কেউ দুনিয়াতে কষ্টে দিন কাটায়। কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার সময় নাম জশ খ্যাতি টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারেনা। কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যে খারাপ কাজগুলো করে যায় সেগুলোর জন্য বেঁচে থাকা অবস্থায় বেঁচে থাকার পরও মানুষের মনে কষ্ট দিতে থাকে পরবর্তীতে আখিরাতে অনেক কষ্ট তাদেরকে করতে হয়। এই পৃথিবীতে সারা জীবন কেউই বেঁচে থাকবে না তাহলেই দুই দিনের দুনিয়াতে এত কিছু না করে সুন্দরভাবেই পৃথিবীর জীবনটাকে উপভোগ করলেই তো পারে মানুষ।
| শ্রেণী | জেনারেল |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


.png)


Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু এই পৃথিবীতে অনেকে মনে করে টাকা-পয়সা সবকিছু। যখন একটি পরিবার গরিব থাকে তারা দিনে ইনকাম করে দিনে খায়। অথচ এই পরিবারগুলো যখন টাকা হয় তারা তাদের অতীত ভুলে যায়। তবে অনেক সময় যখন লোকগুলো বৃদ্ধ হয় টাকা পয়সা তাদেরকে আর শক্তি দেয় না। তবে এটি ঠিক যে মানুষগুলো মারা গেল তারা টাকা পয়সা দিয়ে অনেক কিছু করেছে এই দুনিয়ার জন্য। তবে মারা গেলে সব কিছুই পরিবারের লোকদের হয়ে যায়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার আজকের গল্পটি পড়ে একটি মন্তব্য করার জন্য।
আপনি ঠিক বলেছেন, আমাদের জীবন খুবই ক্ষণস্থায়ী। আমাদের এই জীবনে যতো সুনাম খ্যাতি রয়েছে সবকিছু আমাদের মৃত্যুর সাথে সাথে বিলিন হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি শেয়ার করার জন্য।
আপনি আমার আজকের এই গল্পটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন দেখে খুবই ভালো লাগলো।
https://x.com/APatwary88409/status/1851835560509477082?t=ZuKNN-NI9mJr7DOTBXLfFA&s=19