আর্ট: পোস্টার রং ব্যবহার করে একটি রাতের দৃশ্য আর্ট।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,১৩ নভেম্বর ২০২৪
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন । আমি ও আল্লাহর রহমতে ভালো আছি । প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে আমি একটি করে ভিন্ন ধরনের আর্ট শেয়ার করার চেষ্টা করি। গত সপ্তাহে আমি এটি কলম দিয়ে আর শেয়ার করেছিলাম তাই আজকে পোস্টার রং ব্যবহার করে একটি দৃশ্য শেয়ার করব। ইতিমধ্যে আপনার আমার দৃশ্যটি দেখে ফেলেছেন। পোস্টার রং ব্যবহার করে চাঁদনী রাতের দৃশ্য অঙ্গন করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আজকে রাতের সুন্দর একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি। কিভাবে আমি সম্পূর্ণ দৃশ্য টি আর্ট করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | আর্ট তৈরি করা খাতা |
২ | পোস্টার রং |
৩ | তুলি |
ধাপ-১
প্রথমে আমি আর্ট তৈরি করা খাতার ওপরে ঠিক উপর দিকে লাল রং করে নিলাম। লাল রং করতে হবে চার ভাগের এক অংশ।
ধাপ-২
এরপর আমি লাল রঙের সাথে মাঝখানে হলুদ রং করে নিলাম। এরপর হলুদ রঙের নিচের দিকে খয়েরি রং দিয়ে কিছু পাহাড় এঁকে নিলাম।
ধাপ-৩
এরপর একদম নিচে আমি মাটি ও কিছু ঘাস এঁকে নিলাম কালো রঙ ব্যবহার করে। তারপর লাল ও হলুদ রঙের মাঝামাঝি দুইটি ডাল এঁকে নিলাম।
ধাপ-৪
এরপর ডালে ছোট বড় পাতা এঁকে নিলাম। তার সাথে ডালে বসে আছে কালো রঙের একটি পাখি এঁকে নিলাম।
ধাপ-৫
পাতার ঠিক সামনের দিকে আমি পাঁচটি পাখি ও চাঁদ এঁকে নিলাম। তারপর একদম উপরের দিকে লালের ওপর সাদা রং ব্যবহার করে কিছু তাঁরা এঁকে নিলাম।
ধাপ-৬
আর এভাবে সম্পন্ন করলাম আমার আজকের আর্ট। আপনাদের কাছে আমার আজকের পেইন্টিং কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভাল ও সুস্থ থাকবেন শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে পোস্টার রং ব্যবহার করে একটি রাতের দৃশ্য আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার দৃশ্য দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ তৈরি করে আমাদের মাঝে ধারাবাহিকভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ বেশ চমৎকার হয়েছে কিন্তু। পোস্টার রং ব্যবহার করে আর্ট করলে আসলেই একটু বেশি সুন্দর দেখায়। আপনিও কিন্তু খুবই নিখুঁতভাবে চাঁদনী রাতের একটি সুন্দর দৃশ্য একেছেন। আর্ট করার প্রসেসগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। চাঁদনী রাতের আর্ট টি দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি। মনোমুগ্ধকর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
চেষ্টা করি ভাইয়া যখন কোন কিছু তৈরি করি একটু নিখুঁতভাবে তৈরি করার জন্য।
পোস্টার রঙের আলাদাই উজ্জ্বলতা। সেই কারণে আপনার আজকের অঙ্কণটি চোখে আটকে যাচ্ছে যেন। গাছের ওপর কী মিষ্টি করে পাখিটা বসে আছে৷ তবে পাতার শেপগুলো আরও একটু সূচলো হত মনে হয়৷ কিন্তু সেটা যে বিরাট করে বোঝা যাচ্ছে তা নয়। স্ট্রোকের কাজ হিসেবে বেশ লাগছে দেখতে৷
আপু রঙ যদি সুন্দর হয় তবে যেভাবেই আঁকা যায় না কেন দেখতে ভীষণ ভালো লাগে। পরবর্তীতে পাতাগুলো আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করব।
বরাবরের মতো আজও আপনি আমাদের মাঝে একটা দারুন আর্ট নিয়ে হাজির হয়েছেন। আর এই আর্ট তৈরির প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
যেকোনো পোষ্টের প্রতিটি ধাপ যদি সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে দেখতে ভালো লাগে ধন্যবাদ ভাইয়া।
রাতের অপরূপ সুন্দরময় দৃশ্যের পেইন্টিং করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবি সুন্দরভাবে দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন।
রাত অথবা সন্ধ্যার দৃশ্য গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে আর্ট করার চেষ্টা করি।
পোস্টার রং ব্যবহার করে তুলির সাহায্যে রাতের খুব সুন্দর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপু। আপনার এই পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে এত সুন্দর হবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
পোস্টার রং ব্যবহার করে একটি রাতের দৃশ্য আর্ট খুবই খুবই সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে রাতের দৃশ্য ফুটিয়ে তুলেছেন।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।
পোস্টার রং ব্যবহার করে রাতের দারুন দৃশ্য ফুটিয়ে তুলেছেন দেখতে চমৎকার লাগছে আপু বিশেষ করে গাছের ডাল গুলো যেন চাঁদের সৌন্দর্যটা বেশি ফুটিয়ে তুলেছে কারণ গাছের ডালের নিচ দিয়ে চাঁদের সৌন্দর্যটা দেখা যাচ্ছে।
আপনি তো দেখছি একদম নিখুঁতভাবে আমার পোস্ট দেখেছেন ধন্যবাদ ভাইয়া।
পোস্টার রং ব্যবহার করে অনেক সুন্দর করে রাতের দৃশ্যের একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আর্টটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আর্ট এর প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরি করা আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।
আপনাকে সু স্বাগতম।