ইসলামের ভিত্তি সমূহের ব্যাখ্যা ...?

ব্যাখ্যা : আলােচ্য হাদিসে ইসলামি জীবন ব্যবস্থা যে পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত , সে বিষয়ে আলােকপাত করা হয়েছে । এগুলােকে ভিত্তি বা খুঁটির সাথে তুলনা করা হয়েছে । বস্তুত , ইসলাম একটি পূণাঙ্গ জীবন ব্যবস্থার নাম । যে জীবন ব্যবস্থাটি একটি মজবত অট্টালিকা স্বরূপ । আর এ অট্টালিকাটি পাচটি খুঁটি বা স্তম্ভের ওপর দন্ডায়মান রয়েছে । খুঁটি বা স্তম্ভ ব্যতিত যেমনি কোনাে বিল্ডিংয়ের কল্পনা করা যায় না । তেমন এ পাচটি বিষয়ের কোনাে একটিকে বাদ দিয়ে ইসলামের কল্পনাও করা যায় না । এ খুঁটিগুলােকে কেন্দ্র করেই গােটা ইসলামি জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত ।

PSX_20181103_184439.jpg

হাদিস বর্ণনার প্রেক্ষাপট : কোনাে ব্যক্তি ঈমান গ্রহণের পর সে যেসব বিষয়ের সম্মুখীন হয় তা হলাে - ইসলামের ভিত্তিসমূহ । অর্থাৎ কোন কোন মূল কাঠামাের ওপর ইসলাম নির্ভরশীল তা জানা প্রতিটি মুমিন ব্যক্তির জন্য একান্ত আবশ্যক । এ সমস্যার সমাধানকল্পেই রাসুল সা . আলোচ্য হাদিসটি হরশাদ করেছেন । এতে বলা হয়েছে যে , ঈমান তথা গােটা ইসলামি জীবন ব্যবস্থার প্রাসাদটি পাঁচটি স্তম্ভের ওপর নির্ভরশীল আর সেগুলাে হল - কালিমা , নামায , যাকাত , হজ ও রােযা

Follow me...@gentlee-boy