লাইফস্টাইল: মাঠে গরু চরানোর অনুভূতি সম্পর্কে পোস্ট।
আজকে দীর্ঘদিন পর গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে গিয়েছিলাম। আমার বাবা সব সময় এই গরুগুলোর দেখাশোনা করেন। আজকে আমার বাবা বাসায় ছিল না তাই আমাকেই গরু গুলোকে দেখভাল করতে হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষে গরু গুলোকে আমি আম বাগানে বাধার জন্য নিয়া যাই। আমাদের আম বাগান গুলোতে প্রচুর পরিমাণ ছোট ছোট ঘাস পাওয়া যায়। সেই ঘাসগুলো আমাদের গরু সারাদিন খেয়ে থাকে এবং সন্ধ্যা হলে বাসায় নিয়ে আসতে হয়।
আজকে সূর্যের তাপমাত্রা অনেক বেশি ছিল। গরুগুলোকে আম বাগানে বাধার পর আমি রেস্ট নেওয়ার জন্য গাছের নিচে বসলাম এবং ফোনে গান ছেড়ে দিয়ে শুনতে লাগলাম। এক ঘন্টা পর পর গরু গুলোকে ওই জায়গা থেকে আরেক জায়গায় বেঁধেছিলাম যাতে করে ভালোভাবে ঘাস খেতে পারে। এভাবেই গরু গুলোকে দীর্ঘ সময় খেয়াল রাখার পর একটার সময় বাসায় আসি খাবার খাওয়ার জন্য।
বাসায় এসে সর্বপ্রথম লেবুর রস দিয়া শরবত বানিয়ে খেয়েছিলাম। একটু রেস্ট নেওয়ার পর গোসল শেষে খাবার খাওয়ার জন্য বসে ছিলাম। খাওয়া শেষে আবার মাঠের উদ্দেশ্যে রহনা হয়েছিলাম। মাঠে এসে আবার গরুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করেছিলাম। ঘাস খাওয়ানো শেষে আবার গরুগুলোকে নিয়ে বাসায় এসেছিলাম।
বাবারাই একমাত্র ব্যক্তি যিনি সারা জীবন হাড়ভাঙ্গা কষ্ট করে জান। তা সন্তানদেরকে বুঝতে দেন না। বাসায় একদিন কাজ করলেই বোঝা যায় একটা সংসার চালানো কতটা কষ্টকর। আমি টুকটাক বাসার কাজগুলো করে থাকি। সবার উচিত বাসার কাজে সাহায্য করা। তাহলে এই জীবনে উন্নতি সাধন করা সম্ভব। এখনই যদি কষ্ট করতে না পারি তাহলে আগামীতে কিভাবে জীবন যাপন করতে পারব।
জীবনে উন্নতি করতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রমিক হতে হবে। পরিশ্রম ছাড়া সফলতা আশা করা যায় না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Device | Tecno spark 20C |
---- | ---- |
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ভালোলাগার একটা সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি ছোটবেলায় আমাদের একটা গরু বেশ কিছুদিন আমাদের জাম বাগানে চরাই করাইছিলাম। তবে তা অনেক আগে ২০০৫ সাল হতে পারে। যাই হোক কিছুটা অনুভূতি জানতে পারলাম পোস্টের মধ্যে।
ধন্যবাদ ভাইয়া।
আসলে আপনার এই গরু চড়ানো দেখে আমার খুব লোভ হচ্ছিল। হয়তোবা আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে এত সুন্দর একটা অনুভূতি করতে পারতাম এবং এত প্রকৃতির মাঝে আমি মিশে যেতে পারতাম। আসলে আপনার পোস্টটি যখন করছিলাম তখন আমার খুব হিংসা হচ্ছিল। যাই হোক এই ধরনের অনুভূতিটাও কিন্তু সবার কপালে হয় না।
ধন্যবাদ ভাইয়া 😍