আবোল তাবোল জীবনের গল্প ৷৷ [ চিরদিন কেউ পাশে থাকে না ]

in আমার বাংলা ব্লগ9 months ago

আজ ৭ই, চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ, |বসন্তকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

IMG_20250322_194145.jpg

আজ অনেকদিন পর আমার বাংলা ব্লগের পরিবারের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেকটাই ভাগ্যবান বা আনন্দিত মনে করছি। প্রায় অনেকদিন ধরে ব্লগিং থেকে দূরে রয়েছি ।তবে এবার আর নয় আবার নিজেকে নতুন করে মেলে ধরার উদ্দীপনা নিয়েই শুরু করতে চলেছি আমার ব্লগ লেখার একটা নতুন যাত্রা।

আর এ নতুন যাত্রায় আজকে আবোল তাবোল জীবনের গল্প নিয়েই হাজির হয়েছি ।আসলে আবোল তাবোল গল্প হলেও বাস্তব জীবনের সাথে অনেকটাই মিল রয়েছে ।আর সেটাই উপস্থাপন করছি আপনাদের সাথে।।


জীবনটা সত্যিই এক অদ্ভুত রকম এ জীবন কি আমরা যতটা সহজতর ভাবি ততটা নয়, বাস্তবতা অনেকটাই কঠিন। সময়ের সাথে জীবনের চলার গতিপথ ভিন্ন ভিন্ন আঙ্গিকে হয়ে থাকে। তবে বয়সের ক্ষেত্রে কিছুটা পার্থক্য যেমন শৈশব জীবনের মুহূর্তগুলো অন্তত আনন্দ ভরপুর জীবন যাপন। কিন্তু সেই শৈশব জীবনের পরেই সময়ের তাগিতে কিংবা বয়সের তারতম্যে আমাদের জীবনের গতিপথ ভিন্নতা বয়ে নিয়ে আসে । আসলে দিনশেষে হয়তো এটাই বাস্তবতা।

আর আমাদের জীবনের চলার পথে অনেক মানুষজন কিংবা পাশে অনেকজন থাকে। কিন্তু চিরদিন কেউ পাশে থাকে না সময়ের তাগিতে কিংবা বাস্তবতার নিরিখে সবাই হারিয়ে যায় কিংবা বদলে যায় । যেমন প্রকৃতিও তার সময় অনুযায়ী বদলে যেতে শুরু করে ।কারণ তাকে বদলে যেতেই হবে প্রকৃতির নিয়ম। ঠিক তেমনি বাস্তবতার জীবনও আমাদের পাশে থাকা অনেক জন কে চলে যেতে হয় ।

IMG_20250322_194456.jpg

এইতো কদিন আগেই প্রকৃতি ছিল কত মনোমুগ্ধকর প্রাণবন্তর। সেই সকাল বেলা সূর্যাস্ত কুয়াশা ভরা সকাল তারপরে পরেই বসন্তের আনাগোনা চারদিকে কোকিলের কুহু ডাক দুপুরের রোদ্দুর তাপ সেই সাথে বাতাসে ধুলো মাখা দুপুর শিমুল পলাশ ।
সবকিছু চোখের নিমিষেই হারিয়ে যাচ্ছে । আর বলতে গেলে হারিয়ে যাচ্ছে না আবার ফিরে আসবে কোন এক সময়। কিন্তু চিরদিন কেউ পাশে থাকে না আসলে যার জন্য যতটুকু প্রাপ্য বা সময় সে ততটুকুই থাকে।

ঠিক বাস্তবতার জীবনেও তাই আমাদের জীবনে যেসব মানুষগুলো যতটুকু থাকার সময় ঠিক ততটুকই থাকে । তারপর হঠাৎ অজানা কোন ঝড়ে হারিয়ে যায় । কিংবা বদলে যায় বাস্তবতার নিরিখে।

যদিও মেনে নিতে কষ্ট হয় কিন্তু মেনে নিতে হয় । কারণ আমাদের জীবনে চিরদিন কেউ পাশে থাকে না । ঠিকই যেমনটা আমাদের পরিবারের কিংবা আত্মীয়-স্বজন সময়ের তাই তাগিদে সবাইকেই কোন না কোন কারণে চলে যেতে হয়। কেউ কাউকে চিরদিন ধরে রাখা যায় না , ধরে রাখা গেলেও সেটা সাময়িকের জন্যই হয়তো।

IMG20240629180321_01.jpg

IMG20240727181747_01.jpg

IMG20240724173533.jpg

IMG20240723172714_01.jpg

সর্বোপরি এই ছিল আমার আজকের আবোল তাবোল এর জীবনের গল্প নিয়ে কিছু কথা বা বাস্তবতার নিরিখে মনের ভিতর কিছু জমানো অনুভূতির গল্প । যেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম ।আশা করি আমার লেখা আবোল তাবোল জীবনের গল্পের উপস্থাপনা ভালো লাগবে।

আবারো হাজিরা হবো অন্য কোন আবোল তাবোল এর জীবনের গল্পের কাহিনী কিংবা মনের ভিতরে জমানো কিছু অনুভূতির গল্প নিয়ে । সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং কি নিজের খেয়াল রাখুন ৷



প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

ধন্যবাদ সবাইকে
@gopiray


কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12

লোকেশন

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgAaeHkUbVYHQygf4BziFrEyhjgH4bQJyLmky9bKBwALZ2h9iBsdB7ytyweg4...uHceQ2wqRonJz55fzgGqag7VnkZsWa3vJKm5kSf8xjNspoGW6oaborsjArEvvCB78WSgua6TK7Rs6TT1hChtGN8yFUUzAaZhdKYxi64CNUvAFCSmNEKoyvCw6d.gif

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif