ফটোগ্রাফি ব্লগ 📸 ৷৷ আমার বাংলা ব্লগ
আজ ৮ই, চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ, |বসন্তকাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে । যেহেতু আমার বাংলা ব্লগ মানে ভিন্ন কিছু আয়োজন। সে ক্ষেত্রে প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেকে নতুন নতুন উপস্থাপনায় ব্লগ লিখার। তো সে ধারায় আজকে একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ৷ আসলে ফটোগ্রাফি মানেই নতুন কিছু ফটোগ্রাফি মানেই মনের আনন্দ মনের অনুভূতির কিছু অংশ৷ শুধু ছবি তুললেই যে ফটোগ্রাফি তা নয় যদি সেই ছবির মধ্যে কোন সৌন্দর্য না থাকে৷
আর আমার ব্যক্তিগত দিক থেকে ফটোগ্রাফি করার ভীষণ শখ যদিও হাতে থাকা মুঠোফোন দিয়ে মাঝেমধ্যেই সুন্দর কিছু ছবি তোলার চেষ্টা করি ৷ জানি না কতটুকু সৌন্দর্য বহন করে ৷ তবে হাতে থাকা ফোন দিয়েই চেষ্টা করি ভালো কিছু সৌন্দর্য উপহার দেওয়ার৷
আর সে জায়গা থেকে আজকে আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো ৷ কারণ শীত পাশাপাশি বসন্তের আগমন আর এ বসন্তের শেষ প্রান্তে এসেও বিভিন্ন ফুল ফুটে থাকে আর আমিও চেষ্টা করেছি নার্সারি হতে কিছু ফুলের ফটোগ্রাফি করার৷
তো চলুন আর দেরি না করে দেখে আসা যাক আমার আজকের রেনডম ফুলের কিছু ফটোগ্রাফি৷
ফটোগ্রাফি : ১
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
এই ফুলের নাম ডালিয়া ৷ আসলে নার্সারিতে গেলেই চোখে পড়ে অনেক রংবেরঙের ফুল যদিও সব ফুলের নাম জানিনা৷ তবে শুনেছি ডালিয়া ফুল অনেক রকমের অনেক রঙের হয়ে থাকে ৷ সে জায়গা থেকে এটিও একটি ডালিয়া ফুল দেখতে অনেক সুন্দর এবং কি ফটোগ্রাফি টি অনেক সুন্দর ভাবেই করেছি ৷
ফটোগ্রাফি : ২
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
গোলাপ ফুলকে কে না চিনে ৷ এক কথায় বলা যায় সকল ফুলের মহারাজা বা মহারানী ৷ যাকে ছোট বড় সকলে চিনে থাকে এক নামে সেটা হল গোলাপ৷ কিন্তু গোলাপও অনেক রকমের অনেক রঙের হয়ে থাকে ৷ এই গোলাপ ফুলের রংটি অনেকটা লালচে ও সাদা দেখতে বেশ সুন্দর আর প্রাণবন্দর লাগছিল৷
ফটোগ্রাফি : ৩
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
ডালিয়া ফুল আসলে ডালিয়া ফুল অনেক রকমের অনেক জাতের হয়ে থাকে৷ তার মধ্যে থেকে এই ফুলটি অনেকটা সৌন্দর্য বহন করে ৷ দেখতে অনেক সুন্দর রংটাও বেশ ফুটফুটে৷ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ৷
ফটোগ্রাফি : ৪
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
এ ফুলটির নাম আমার জানা নেই ৷ তবে দেখতে অনেক সুন্দর লাগছিল নার্সারিতে গেলেই অনেক রঙের বেরঙের ফুল যেগুলো সবগুলো নাম জানা আসলে অনেকটাই কঠিন ব্যাপার৷ যা হোক এই ফুলটির নাম যদি কেউ জেনে থাকেন৷ তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন৷
ফটোগ্রাফি : ৫
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
সূর্যমুখী ফুল দেখতে একদম সূর্যের মতই ৷ এই ফুলটি তুলেছিলাম দেবিগঞ্জ উপজেলার কৃষি গবেষণা ইনস্টিটিউট ফার্ম হতে৷ আসলে প্রায় কয়েক একর জমি জুড়ে সেই সূর্যমুখী ফুলের চাষ করেছে ৷ তাই তো সেখানে বিকেলে ঘুরতে গিয়ে ফটোগ্রাফি করেছি ৷ ছবিটি সত্যি অসাধারণ হয়েছে। এবং দেখতে অনেক সুন্দর লাগছে৷
ফটোগ্রাফি : ৬
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
এই ফুলের নাম মোরগ ফুল নাম যেমন ঠিক তেমনি দেখতে অনেকটা মোরগের মাথার উপরে ফুলটা যেমন ঠিক তেমনি দেখতে ৷ আর এর জন্যই হয়তো এই ফুলের নাম দিয়েছে মোরগ ফুল ৷
তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকে রেনডম ইউনিক কিছু ফুলের ফটোগ্রাফি । কতটা ভালো লেগেছে জানি না আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ।
এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ।আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
🍂🍂 পোষ্ট বিবরন 🍂🍂
| বিষয় : | ফটোগ্রাফি |
|---|---|
| ছবিঃ | @gopiray |
| ক্যামেরাঃ | realme C12 |
| লোকেশন: | বাংলাদেশ 🇧🇩 |










অত্যন্ত সুন্দর এবং প্রাণবন্ত ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ। প্রতিটি ছবির মধ্যে মনের আনন্দ এবং প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে। গোলাপ ও সূর্যমুখী ফুলের ছবিগুলি বিশেষভাবে মনোমুগ্ধকর।ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে শুনে ভীষন খুশি হলাম ৷ কারন কারো ভালো লেগেছে এটা আমার কাছে অনেক অনুপ্রাণিত করে ৷ ধন্যবাদ এভাবে পাশে থাকবেন ৷
খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে ডালিয়া এবং সূর্যমুখী ফুল এই দুইটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন।
কথাটা মন্দ বলেন নি ৷ সূর্যমুখী আর ডালিয়া ফুল টি সত্যি দারুন হয়েছে আমার কাছেও ৷
যা হোক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ৷
ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি চমৎকার লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
যাগ শুনে অনেক ভালো লাগলো যে আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু এভাবে পাশে থাকবেন ৷