Bengali poem :ভবঘুরে মন
ধরিত্রীর এই পথ বেয়ে আজও
ক্ষনিকের অপেক্ষায়
কেটে যায় দিবারাত্র।
শুধুমাত্র সুখ খোঁজার জন্য।
আহা!
ক্ষনিকের এই সুখের সময়ে দুঃখেরা করে পরিহাস।
হৃদয় কাতর মন বলে,
খুঁজতে যেও না সেই সুখ।
মনে মনে বলে ওঠে।
আমি আজও বেদনার্থ
আমি আজও বেদনার্থ।
ওগো ল্যাম্পপোস্ট তুমি বৃষ্টির দিনেও একা
জনতাবনের মাঝে দাঁড়িয়ে থাকো।
বয়ে চলে কত সময়
কেউ নিজের জীবনের সুখ খুঁজতে বেড়ায়,
আবার কেউ বা একরাশ দুঃখগুলোকে মুছে
ফেলতে ছুটে চলে এই ধরণীর ই বুকে
সুখ-দুঃখ এর নিবিড় গভীরতায়
বলতে পারো
কোনো তুমি আজও একা?