বাংলা কবিতা : অভিমান
সেদিনও এসেছিলে বসন্ত
বুকে ছিল ভালোবাসা অফুরন্ত
তুমি আসবে বলে
এনেছিলাম ফুল-গোলাপ, কদম, কৃষ্ণাচূড়া
লিখেছিলাম গান-কবিতা আর
ভালোবাসার ছড়া,
তবু তুমি এলে না- ভালোবাসা দিলে না
আজ তুমি জেনে নাও
ভালোবাসা না দাও
আর কিছু চাই না আমি ।
হাসি মুখে ব্যথা দিলে তুমি
জানি তুমি -জানি আসবেই,
ফিরে একদিন:
মরণের আগে-পরে ,হয়তো কোনোদিন,
যদি তুমি ফিরে আসো
কোনো এক শ্রাবণ মাসে
হয়তো আমায় নয়-স্মৃতি গুলো
পাবে পাশে।
ফোন ক্যামেরা : রেডমি 6
Poet : @greenphotoman
Powered by @greenphotoman
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
কঁপিরাইট ফ্রী ফটো ব্যবহার করুন
হা। আমি ঠিক করে দিয়েছি। এর পর থেকে আমি আমার ফোন থেকে তোলা ছবি শেয়ার করবো।
কবিতাটি দারুণ হয়েছে ।ধন্যবাদ আপনাকে।
আপনাকে ধন্যবাদ কবিতা টি পড়ার জন্য।
অনেক সুন্দর একটা কবিতা। বেশ ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।