হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাশান মৎস্য বিল ভ্রমণের কিছু প্রাকৃতিক দৃশ্য সমূহ এবং এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আজকে আবারো আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ভাশান মৎস্য বিল সম্পর্কে, এটি নোয়াখালী দক্ষিণাঞ্চলে অবস্থিত। যে বিলটি মাছ ধরার জন্য খুবই বিখ্যাত। ইতিমধ্যে ভাশান মৎস্য বিল সম্পর্কে অনেকগুলো পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। এখানে আমি এখানকার মানুষের জীবনযাত্রা এবং মাছ ধরার বিভিন্ন দৃশ্যর অনেকগুলো ছবি আপলোড করেছিলাম।যেহেতু তিনদিন ধরে আমি এই বাশান মৎস্য বিলটি পরিদর্শন করেছিলাম এবং এ ভাশান মৎস্য বিলটির বিভিন্ন এলেকা থেকে শত শত ছবি তুলেছিলাম। এই ভাশান মৎস্য বিলটিট ছিল অনেক বড় যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাকালে সহজে দেখা যায় না।
 |
 |  |
উপরে ছবিগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, এখানে অনেকগুলো নৌকা রয়েছে সবগুলো নৌকায় বিলের ভিতরে এবং প্রত্যেকে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে।যতই বিলের পানি ধীরে ধীরে নিচের দিকে কমতে থাকবে, ততই মাছ পাওয়ার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে।বিলের আশেপাশের খালগুলো প্রায় শুকিয়ে গিয়েছে সেখানে প্রচুর মাছ পাওয়া গিয়েছিল।উপরের একটি ছবির দিকে লক্ষ্য করলে দেখা যায়, যেসব আশেপাশে খাল গুলো ছিল সেগুলোর পানি কিভাবে শুকিয়ে যাচ্ছে।মাঝেমধ্যে দেখা যায় এই বিলের উপর দিয়ে কিছু মালবাহী নৌকা যাতায়াত করে। কারন এই নৌকাগুলো মেঘনা নদীর উপর দিয়ে অনন্য জায়গায় চলে যায়।
 |
 |
আসলে আমরা এখানে এসেছিলাম বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং জেলেদের মাছ ধরার দৃশ্যগুলো উপভোগ করার জন্য। আমরা লক্ষ্য করেছি এখানে জেলেরা সারা দিন মাছ ধরে এবং তারা প্রচুর মাছ পায়। একটি ছবির দিকে লক্ষ্য করে দেখা যায় একজন জেলে বড় একটি জাল ফেলেছিল বিলের মধ্যে।যদিও ওই জেলে জালটি একদিন আগে এই বিলের মধ্যে রেখেছিল মাছ ধরার জন্য। তখন একদিন পরে ধীরে ধীরে জালটি নৌকার উপর তুলতে ছিল এবং এতে সাথে সাথে প্রচুর মাছ পাওয়া যাচ্ছিল।এই ধরনের মাছ ধরার কৌশলটি দেখে আমরা খুবই আনন্দ উপভোগ করেছিলাম। আজকের জন্য এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।
| আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ |

ফোনের বিবরণ!
| |
| ক্যামেরা | VIVO Y81i |
| ক্যমেরা মডেল | vivo 1812 |
| ক্যাপচার | @hanif3206 |
| অবস্থান | সদর উপজেলা,নোয়াখালী |


Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন


