[প্রসঙ্গঃটার্গেট ডিসেম্বর সিজন-২ "১২ স্টিম পাওয়ার আপ" //১০% ভালোবাসা @shy-fox]


09-04-2022

২৫ই, চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ ১২ স্টিম পাওয়ার আপ



আমি @hayat221 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আশা করি, আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভাল আছি। বরাবরের মতো প্রতি সপ্তাহে আজকে একটা পাওয়ার আপ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশাকরি পাওয়ার আপ পোস্ট দেখে সবাই অনেক খুশি হবেন। সেইসাথে আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

IMG_20220409_215901.jpg



আমি চলমান প্রতিযোগিতা টার্গেট ডিসেম্বর সিজন-২ কে সামনে রেখে আজকে আমার ১২ স্টিম পাওয়ার আপ। টার্গেট ডিসেম্বর সিজন-১ আমরা অনেক লক্ষ্য স্থির করেছিলাম, তা পূরণ করতে পেরেছি। আবার, টার্গেট ডিসেম্বর সিজন-২ আনা হয়েছে আমাদের মাঝে। এবার আমার টার্গেট ডিসেম্বরে আসতে আসতে করে ২০০০ স্টিম পাওয়ার আপ করে কমিউনিটির পাশে থাকা অথবা হিরোইজন এর সাথে থাকা। আশা করি আমি আমার টার্গেট পূরণ করতে পারব। আমরা সবাই পাওয়ার আপ ভালবাসি। পাওয়ার আপ শক্তির বিকল্প অভাব নেই। পাওয়ার আপ করা মানে নিজের একাউন্ট শক্তি বৃদ্ধি করা। আমি এ ৭ দিনে ২৭ স্টিম পেয়েছি। সেখান থেকে ১২ স্টিম পাওয়ার আপ করলাম। এভাবেই প্রতি সপ্তাহে বা প্রতি মাসে পাওয়ার আপ করে যাব ইনশাআল্লাহ। এভাবেই যেন প্রতি মাসে পাওয়ার আপ করতে পারি তার জন্য আমাকে উৎসাহিত করবেন।

এখন আমি দেখাবো পাওয়ার আপ করার ধাপ গুলোঃ

IMG_20220409_215609.jpg

আমার ওয়ালেট থেকেঃ পাওয়ার আপ করার আগে আমার মোট ওয়ালেটে-১৬০৯.৮২৪ স্টিম ছিল।

IMG_20220409_215625.jpg

এখন আমি ১২ স্টিম পাওয়ার আপ করে ফেললাম।


IMG_20220409_215636.jpg

পাওয়ার আপ করার পর আমার ওয়ালেটে মোট স্টিম দাঁড়ালো-১৬২১.৮২৫।



আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মাঝে কোন রকম ভাবে ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


শুভেচ্ছান্তে-
@hayat221

শুভ-রাত্রি

Logo.png



Sort:  
 4 years ago 

ভাইয়া আপনি আপনার টার্গেট ডিসেম্বর টু এর খুব কাছাকাছি আছেন। এভাবে পাওয়ার আপ করতে থাকলে আপনি খুব দ্রুতই আপনার টার্গেটে পৌঁছে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য আপনি যেন ডিসেম্বরের অনেক আগেই আপনার টার্গেটে পৌঁছে যেতে পারেন।

জি আপু একদম মনের কথা বলেছেন টার্গেট ডিসেম্বরে সিজন ২ এর খুব কাছাকাছি। আপনারা সবাই পাশে ছিলেন বিধায় পৌঁছাতে পেরেছি। ধন্যবাদ।

 4 years ago 

আপনি আগে আপনার টার্গেট ফিলাপ করতে পেরেছেন এবং এবারও টার্গেট ডিসেম্বর সিজন 2 তে অংশগ্রহণ করেছেন এবং ধীরে ধীরে পাওয়ার আপ করছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। দোয়া করি আপনি আপনার গন্তব্য সঠিক সময়ের আগে পৌঁছে যান। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য।

 4 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া। আপনি ১২ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। ধন্যবাদ সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য।

 4 years ago 

পাওয়ার আপ করা মানে নিজের একাউন্ট শক্তি বৃদ্ধি করা।

আসলেই ভাইয়া পাওয়ার আপ এর মাধ্যমে আমরা নিজের একাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি করতে পারি। পাওয়ার আপ পোস্ট দেখতে ভালো লাগে আমার।
আপনার স্টিমিটের যাত্রা শুভ হোক শুভ কামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকার জন্য।

 4 years ago 

আসলে পাওয়ার আপ খুব গুরুত্বপূর্ণ। আপনি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন ভাইয়া। আমি আপনার উদ্যোগকে সম্মান জানাই। আপনি নিজের শক্তিতে বলিয়ান হচ্ছেন। আমাদের উচিত হবে বেশি বেশি করে পাওয়ার আপ করা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য।

 4 years ago (edited)

পাওয়ার বৃদ্ধি করার এমাউন্ট কোন ব্যাপার না , এভাবে ছোট পরিমাণে পাওয়ার বৃদ্ধি করতে করতে একদিন আপনি অনেক বেশি পাওয়ারের মালিক হয়ে যাবেন। তাই এভাবেই পাওয়ার বৃদ্ধি করার ধারাবাহিকতা বজায় রাখুন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করেছেন। খুব ভালো লেগেছে আমার। ধন্যবাদ সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।

 4 years ago 

নিয়মিত পাওয়ার আপ করে নিজের একাউন্টের ক্ষমতা দিন দিন বাড়িয়েই চলেছেন। আমিও পাওয়ার আপ করি নিয়মিত। এভাবেই আপ করতে থাকেন কমরেড।

প্রত্যেক সপ্তাহে অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ সুন্দর সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য।

 4 years ago 

পাওয়ার আপ পোস্ট গুলো আমার খুবই ভালো লাগে ভাইয়া, পাওয়ার আপ মানেই নিজের শক্তি বৃদ্ধি করা, এভাবেই আপনি সামনের দিকে এগিয়ে চলেন, খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, শুভকামনা রইলো আপনার জন্য।

আপনারা সর্বদা পাশে থাকলে খুব শীঘ্রই লক্ষ্যে পৌঁছাতে পারবো। ধন্যবাদ পাশে থাকার জন্য।

 4 years ago 

দীর্ঘমেয়াদি কাজের জন্য পাওয়ার আপ সব থেকে বেস্ট। পাওয়ার আপ আপনাকে অনেক ভাবে সাহায্য করবে ভবিষ্যতে। সব সময় ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করলে আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ও সাবলীল একটা কমেন্ট করে পাশে থাকার জন্য।

 4 years ago 

এ প্লাটফর্মে দীর্ঘ সময় টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই পাওয়ার সঞ্চয় করতে হবে, আপনি প্রতিনিয়ত অংশগ্রহণ করে যাচ্ছে না এই প্রতিযোগিতায় দোয়া করি খুব শীঘ্রই আপনি আপনার টার্গেটে পৌছাতে পারবেন।

ধন্যবাদ সুন্দর ও গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকার জন্য। আসলেই এই প্লাটফর্মে ঠিকি থাকতে গেলে পাওয়ার আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।