জীবে প্রেম

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবে প্রেম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


পৃথিবীতে প্রাণী হিসেবে আমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ। কারণ অন্যান্য প্রাণীদের মত মানুষের মনে শুধুমাত্র হিংস্রতা নেই। রয়েছে দয়া মায়া। এ পৃথিবীতে আমরা সর্বশ্রেষ্ঠ হওয়ার আরো প্রধান কারণ হলো মানুষের মত এত বুদ্ধি হয়তোবা অন্য কোন প্রাণী নেই। কিন্তু তাই বলে যে আমরা মানুষেরা সব সময় যা খুশি তাই করবো এমন কোন কথা নেই। ধরুন আমরা মানুষ হিসেবে মানুষের ভিতরে যে ভালোবাসা গড়ে ওঠে তা অন্যান্য প্রাণীদের ভিতরেও কিন্তু গড়ে ওঠে। আসলে ভালোবাসার কোন জাত ভেদ হয় না। এই পৃথিবীতে এক এক প্রাণীদের ভালোবাসা প্রকাশ করার মাধ্যম এক এক ধরনের হয়ে থাকে।

আসলে পৃথিবীতে যদি ভালোবাসা না থাকতো তাহলে পৃথিবীতে কখনো কোনো জীব এখন পর্যন্ত বেঁচে থাকতে পারত না। কিন্তু অন্যান্য প্রাণী অপেক্ষা মানুষের মনের ভালোবাসা অনেকটা নকল হয়ে থাকে। আসলে অন্যান্য প্রাণী যেমন অন্যান্য নিজেদের গোষ্ঠীর প্রাণীকে হত্যা করে না। কিন্তু মানুষ মানুষকে খুন করতে একদম পিছুপা হয় না। তারা সব সময় একে অন্যের প্রতি হিংসা করে এবং একে অন্যকে ঘৃণা করে। এই পৃথিবীতে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা অর্থাৎ ভগবান। আসলে ভগবানকে দর্শন পাওয়ার জন্য আমরা সব সময় ভালো কাজ করে থাকি।

এছাড়াও আমরা জানি যে এই ভগবান ছাড়া আমাদের জীবনের কোন গতি নেই। তাই এই ভগবানকে পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের আচার এবং নিয়মকানুন মেনে চলি। আমার মনে হয় এই পৃথিবীতে ভগবানকে আলাদা করে ডাকার কোন মানে নেই। কারণ আমরা যদি সৎ ভাবে কাজ করি এবং অন্যের ক্ষতি না করি এছাড়াও যেসব জীবজন্তুর রয়েছে তাদেরকেও ভালোবাসি তাহলে আমরা অবশ্যই ভগবানের দর্শন পাবো। কারণ ভগবান নিজেই বলেছেন যে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ যারা এই পৃথিবীর সকল জীবকে ভালোবাসে এবং তাদের সেবা করে তারাই নাকি ভগবানের সেবা করেন।


আসলে কথাটা কিন্তু পুরোটাই সত্য। কারণ আমরা রাস্তাঘাটে বিভিন্ন অবলা প্রাণী সব সময় দেখতে পাই। অর্থাৎ আমি কিন্তু এখানে অন্যান্য প্রাণীর কথা বলছি না। কুকুর, বিড়াল এছাড়াও আশেপাশে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে আমাদের। আমাদের মত এইসব প্রাণীদেরও কিন্তু জীবন রয়েছে। আমরা যেমন আঘাত পেলে ব্যথা পাই তেমনি এসব প্রাণীরাও আঘাত পেলে ব্যথা পায়। আর এসব অবলা প্রাণীদের যদি আমরা সেবা করি এবং তাদের দুবেলা দুমুঠো খাবার দিতে পারি তাহলে হয়তোবা আমরা ঈশ্বরের সেবা করছি। আর এই কাজের মাধ্যমে আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জীব হিসেবে নিজের পরিচিত লাভ করছি।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 last month 

মানুষ সৃষ্টির সেরা জীব এবং বুদ্ধিমতার দিক থেকেও মানুষে সেরা। তবে সৃষ্টির সেবা যদি না করা যায় তাহলে কিসের সেরা জীব হবো। সত্য কথা বলেছেন পথে-ঘাটে আমরা অনেক ধরনের প্রাণী দেখতে পাই তবে সেগুলোকে অনেকে আঘাত করে।যারা আঘাত করে তারা সৃষ্টির সেরা জীব হতে পারে না।কারণ আমরা আঘাত পেলে যেমন কষ্ট পাই তারাও তো কষ্ট পায় । আর যদি তাদেরকে একটু সহানুভূতি দেখানো হয় একটু খাবার দেওয়া হয় তাহলে অবশ্যই বিধাতা সৃষ্টির সেবা করা হয়ে যায় । ধন্যবাদ দারুন একটি বিষয় নিয়ে লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70786.17
ETH 3822.35
USDT 1.00
SBD 3.50