🌼 নাটক রিভিউ || মাইক || ০৫ তম পর্ব 🌼

in আমার বাংলা ব্লগ10 months ago




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক "মাইক" রিভিউ করার জন্য। এর নাটকের ২৬টি পর্বের, তার মধ্যে আজকে ৫ম পর্বটি রিভিউ করে উপস্থাপন করব। আশা করি, আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।


1000011430.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼

নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য


নাটকের নামমাইক
রচনা ও পরিচালনামোঃ মোস্তফার কামাল রাজ
সহকারি পরিচালকতৌফিক আহমেদ মাসুম
অভিনয়েমোশাররফ করিম, তিশা, মীর সাব্বির, মৌসুমী বিশ্বাস, ডক্টর এজাজুল ইসলাম, মম মোর্শেদ, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, মৌ, সিদ্দিকুর রহমান, নুপুর, সোহেল খান, তুলি, রিফাত চৌধুরী, রাজু, সবুজ সহ আরো অনেকে
ধরণকমেডি নাটক
দেশবাংলাদেশ
ভাষাআঞ্চলিক বাংলা
রিভিউ৫ম পর্ব
দৈর্ঘ্য১৭ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @ATNBanglaDharabahik চ্যানেল


চরিত্রেঃ

  • মোশাররফ করিম
  • তিশা
  • সিদ্দিক
  • সোহেল সহ আরো অনেকে


সংক্ষিপ্ত কাহিনী বিশেষ


মোকলেস প্রেম করেছে। কিন্তু প্রেমিকার সাথে প্রেমের যে সুন্দর আলাপ-আলোচনা থাকে সেইগুলা বাদ দিয়ে শুধু জ্ঞান দেয় এবং ইতিহাস বলে। এম এ পাস করে কোন কাজ কামের নাম গন্ধ নেই। তাই প্রেমিকা তার জ্ঞান দেওয়া দেখলে পারে শুধু বিরক্ত হয়। ভালোবাসার টানে ছুটে আসে তার পানে। কিন্তু তার জ্ঞান দেওয়ার স্বভাবটা দেখে বিরক্ত হয়ে ছুটে চলে যায়। কিন্তু মোখলেস কিছুতেই বুঝতে চায় না প্রেমিকার মনের কথা। এদিকে প্রেমিকার বড় বোন ভালো এক পাত্রের সাথে বিয়ের কথা বলে। দুলাভাই জানতে চাই তার কোন প্রেম পিরিতি আছে কিনা। কিন্তু প্রেমিকা কিছুতেই মুখ খুলতে চায় না। সে বড় বোনকে ইঙ্গিত করে দুলাভাইকে বুঝিয়ে দেয়। কারণ বড় বোন জানে ছোট বোনের প্রেমের কথা। কিন্তু মনের মধ্যে এক অশান্তি যে প্রেমিক মোকলেস কাম কাজ করে না।

1000011432.jpg

1000011438.jpg

1000011445.jpg

1000011447.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


পথের মধ্যে আলকাস মোকলেস কে দেখলো। মোকলেস কে দাঁড় করালো এবং বিদেশে যাওয়ার পরামর্শ দিল। কিন্তু মোকলেস উলটা আলকাস কে পূর্ব-পুরুষদের বিভিন্ন ঘটনা তুলে ধরে জ্ঞান প্রদান করল। আর বিশ্লেষণ করে বুঝিয়ে দিল তাদের বংশের মানুষ কখনো বিদেশে যায় না। আলকাছ বুঝতে পারলো ছেলেটা বেশ চাপাবাজি হয়ে গেছে। এক কথা বললে আর এক কথা শুনিয়ে দেয়।

1000011434.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


এদিকে কামরুলের মোবাইলের ব্যবসার দোকানে ছোট ভাইটা,সুন্দরের রূপসী মেয়ে মানুষ আসলে বিল নিতে চায় না। এমন তার জন্য কামরুল বেশ লস খাওয়া শুরু করেছে। তাই একটু বকা দিয়ে ভাইটাকে। ছেলেটা কান্না শুরু করে দিয়েছে। আবার দেখা যায় কামরুলের মত গোপনে গোপনে সে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। তাই তাকে দেখলে তার ভালো লাগে। সুযোগ পেলে গাছের নিচে মেয়েটাকে ডেকে কথা বলার চেষ্টা করে

1000011436.jpg

1000011441.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


হারাতে কামরুল তার বড় ভাই এবং ছোট ভাইটা একত্রে খেতে বসে। ছোট ভাই কামরুলকে অতিরিক্ত খাবার নিতে বলায় কামরুল ধামকি দিয়ে থাকে। তখন দেখা যায় সহজ সরল ভাইটা কান্না শুরু করে দেয়। তার সাথে কেমন ব্যবহার করতে হবে বড় ভাই ভালোভাবে জানে। তাই বড় ভাই হাতুড়ে ডাক্তার খুব শান্ত সৃষ্টভাবে তাকে থামালো। কিন্তু ঘুমাতে গিয়ে দেখা যায় ছোট ভাইটা আবারো কান্না করছে ঘুমের ঘরে। কামরুল চেষ্টা করে যখন কান্না বন্ধ করতে পারল না তখন এক থাপ্পড় দিয়ে কান্না বন্ধ করিয়ে দিল।

1000011443.jpg

1000011449.jpg

🌼স্ক্রিনশট: ইউটিউব🌼


নাটক বিষয়ে আমার মতামত:

মাইক নাটকের পঞ্চম পর্বে আমরা একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। কামরুল যেমন ভালোবাসে মোখলেসের বোনকে মোখলেস তেমন ভালোবাসে আলকাছের শালিকাকে। এদিকে সুযোগের সুযোগে কামরুলের ছোট ভাইটাও প্রেম করে বসে রয়েছেন। তবে আলকা আজকে দেখা যায় একজন সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারা দক্ষতা সম্পন্ন ব্যক্তি। এদিকে কামরুলদের ছোট ভাইটা অতি সাদামাটা একজন সহজ সরল ছেলে। আবার মোকলেসের মধ্যে বিরক্তি কর কথাবাত্রার প্রবণতা টা খুব বেশি। তাই কেউ মোকলেসের পাশে দাঁড়াতে পছন্দ করে না। সবাই নিজ নিজ অবস্থান থেকে সুন্দর অভিনয় করেন, অভিনয়ের পাশাপাশি কথা বলেন। গ্রামীন পরিবেশের এই সুন্দর অভিনয় আমাকে মুগ্ধ করে। পরিবেশ উপযোগী অভিনয় হয়েছে তাই অভিনয়ে ও নাটকটা অনেক ভালোলাগে।


মতামতের ভিত্তিতে রেটিং:

৮/১০

নাটকটির লিংক


নাটক রিভিউ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে আমি একজন বেসরকারি চাকরিজীবী। এই চাকরির পাশাপাশি আমার ইচ্ছে রয়েছে অনলাইনের মাধ্যমে ইনকাম করার। সেই ক্ষেত্রে ব্লগিংটা আমার কাছে অনেক ভালো লাগে। এন্ড্রয়েড মোবাইল হাতে পাওয়ার পর থেকে ফটোগ্রাফির প্রতি আসক্ত তা একটু বেশি। আব্বু সরকারি চাকরিজীবী হওয়ায়, ছোট থেকে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি। তাই ভ্রমণ করতে অনেক ভালো লাগে। সমস্ত দৃষ্টিকোণ থেকে আমি আশাবাদী, প্রতিনিয়ত সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে প্রকাশ করতে পারবো। সকলে আমার জন্য দোয়া করবেন।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 10 months ago 

আমার আজকের টাস্ক

1000011453.jpg

1000011455.jpg

1000011457.jpg

 10 months ago 

আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর নাটক গুলোর রিভিউ পড়ার জন্য। সংক্ষেপে রিভিউর মাধ্যমে নাটকের কাহিনীটা জানতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি মাঝে মাঝেই সময় পেলে নাটক দেখি। এরকম নাটক গুলো আমার খুব একটা দেখা হয় না। এই নাটকটার আগের পর্ব গুলোর রিভিউ পড়েছিলাম। আশা করি এভাবে সবগুলো পর্ব শেয়ার করবেন। আজকে 5 তম পর্বের রিভিউ পোস্ট পড়ে ভালো লাগলো।

 10 months ago 

রিভিউ এর পাশাপাশি দেখবেন ভালো লাগবে

 10 months ago 

আজকে আপনি অনেক সুন্দর করে মাইক নাটকটার পঞ্চম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই নাটকের পঞ্চম পর্বটা। এরকম নাটকগুলো আমার দেখা হয় না, কিন্তু রিভিউ পড়ার জন্য চেষ্টা করি। অপেক্ষায় থাকলাম এখন এই নাটকের পরবর্তী পর্বের রিভিউটা পড়ার জন্য।

 10 months ago 

আমি অনেক পছন্দ করি এই নাটক।

 10 months ago 

এই নাটকে মীর সাব্বির তার প্রেমিকাকে জ্ঞান দিতে দিতে একেবারে বিরক্ত করে ফেলে হা হা হা। এতো বেশি জ্ঞান দিলে কারোরই ভালো লাগে না। যাইহোক বেশ ভালো লাগলো এই নাটকের রিভিউ পড়ে। তবে পোস্টের মধ্যে বেশ কিছু বানান ভুল রয়েছে ভাই। আশা করি ঠিক করে নিবেন। ধন্যবাদ আপনাকে।