🌼 নাটক রিভিউ || মাইক || ০৫ তম পর্ব 🌼
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক "মাইক" রিভিউ করার জন্য। এর নাটকের ২৬টি পর্বের, তার মধ্যে আজকে ৫ম পর্বটি রিভিউ করে উপস্থাপন করব। আশা করি, আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে।
নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
| নাটকের নাম | মাইক |
|---|---|
| রচনা ও পরিচালনা | মোঃ মোস্তফার কামাল রাজ |
| সহকারি পরিচালক | তৌফিক আহমেদ মাসুম |
| অভিনয়ে | মোশাররফ করিম, তিশা, মীর সাব্বির, মৌসুমী বিশ্বাস, ডক্টর এজাজুল ইসলাম, মম মোর্শেদ, মাহমুদুল ইসলাম মিঠু, মনিরা মিঠু, মৌ, সিদ্দিকুর রহমান, নুপুর, সোহেল খান, তুলি, রিফাত চৌধুরী, রাজু, সবুজ সহ আরো অনেকে |
| ধরণ | কমেডি নাটক |
| দেশ | বাংলাদেশ |
| ভাষা | আঞ্চলিক বাংলা |
| রিভিউ | ৫ম পর্ব |
| দৈর্ঘ্য | ১৭ মিনিট |
| প্ল্যাটফর্ম | ইউটিউব @ATNBanglaDharabahik চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম
- তিশা
- সিদ্দিক
- সোহেল সহ আরো অনেকে
মোকলেস প্রেম করেছে। কিন্তু প্রেমিকার সাথে প্রেমের যে সুন্দর আলাপ-আলোচনা থাকে সেইগুলা বাদ দিয়ে শুধু জ্ঞান দেয় এবং ইতিহাস বলে। এম এ পাস করে কোন কাজ কামের নাম গন্ধ নেই। তাই প্রেমিকা তার জ্ঞান দেওয়া দেখলে পারে শুধু বিরক্ত হয়। ভালোবাসার টানে ছুটে আসে তার পানে। কিন্তু তার জ্ঞান দেওয়ার স্বভাবটা দেখে বিরক্ত হয়ে ছুটে চলে যায়। কিন্তু মোখলেস কিছুতেই বুঝতে চায় না প্রেমিকার মনের কথা। এদিকে প্রেমিকার বড় বোন ভালো এক পাত্রের সাথে বিয়ের কথা বলে। দুলাভাই জানতে চাই তার কোন প্রেম পিরিতি আছে কিনা। কিন্তু প্রেমিকা কিছুতেই মুখ খুলতে চায় না। সে বড় বোনকে ইঙ্গিত করে দুলাভাইকে বুঝিয়ে দেয়। কারণ বড় বোন জানে ছোট বোনের প্রেমের কথা। কিন্তু মনের মধ্যে এক অশান্তি যে প্রেমিক মোকলেস কাম কাজ করে না।
পথের মধ্যে আলকাস মোকলেস কে দেখলো। মোকলেস কে দাঁড় করালো এবং বিদেশে যাওয়ার পরামর্শ দিল। কিন্তু মোকলেস উলটা আলকাস কে পূর্ব-পুরুষদের বিভিন্ন ঘটনা তুলে ধরে জ্ঞান প্রদান করল। আর বিশ্লেষণ করে বুঝিয়ে দিল তাদের বংশের মানুষ কখনো বিদেশে যায় না। আলকাছ বুঝতে পারলো ছেলেটা বেশ চাপাবাজি হয়ে গেছে। এক কথা বললে আর এক কথা শুনিয়ে দেয়।
এদিকে কামরুলের মোবাইলের ব্যবসার দোকানে ছোট ভাইটা,সুন্দরের রূপসী মেয়ে মানুষ আসলে বিল নিতে চায় না। এমন তার জন্য কামরুল বেশ লস খাওয়া শুরু করেছে। তাই একটু বকা দিয়ে ভাইটাকে। ছেলেটা কান্না শুরু করে দিয়েছে। আবার দেখা যায় কামরুলের মত গোপনে গোপনে সে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। তাই তাকে দেখলে তার ভালো লাগে। সুযোগ পেলে গাছের নিচে মেয়েটাকে ডেকে কথা বলার চেষ্টা করে
হারাতে কামরুল তার বড় ভাই এবং ছোট ভাইটা একত্রে খেতে বসে। ছোট ভাই কামরুলকে অতিরিক্ত খাবার নিতে বলায় কামরুল ধামকি দিয়ে থাকে। তখন দেখা যায় সহজ সরল ভাইটা কান্না শুরু করে দেয়। তার সাথে কেমন ব্যবহার করতে হবে বড় ভাই ভালোভাবে জানে। তাই বড় ভাই হাতুড়ে ডাক্তার খুব শান্ত সৃষ্টভাবে তাকে থামালো। কিন্তু ঘুমাতে গিয়ে দেখা যায় ছোট ভাইটা আবারো কান্না করছে ঘুমের ঘরে। কামরুল চেষ্টা করে যখন কান্না বন্ধ করতে পারল না তখন এক থাপ্পড় দিয়ে কান্না বন্ধ করিয়ে দিল।
মাইক নাটকের পঞ্চম পর্বে আমরা একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। কামরুল যেমন ভালোবাসে মোখলেসের বোনকে মোখলেস তেমন ভালোবাসে আলকাছের শালিকাকে। এদিকে সুযোগের সুযোগে কামরুলের ছোট ভাইটাও প্রেম করে বসে রয়েছেন। তবে আলকা আজকে দেখা যায় একজন সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারা দক্ষতা সম্পন্ন ব্যক্তি। এদিকে কামরুলদের ছোট ভাইটা অতি সাদামাটা একজন সহজ সরল ছেলে। আবার মোকলেসের মধ্যে বিরক্তি কর কথাবাত্রার প্রবণতা টা খুব বেশি। তাই কেউ মোকলেসের পাশে দাঁড়াতে পছন্দ করে না। সবাই নিজ নিজ অবস্থান থেকে সুন্দর অভিনয় করেন, অভিনয়ের পাশাপাশি কথা বলেন। গ্রামীন পরিবেশের এই সুন্দর অভিনয় আমাকে মুগ্ধ করে। পরিবেশ উপযোগী অভিনয় হয়েছে তাই অভিনয়ে ও নাটকটা অনেক ভালোলাগে।














আমার আজকের টাস্ক
আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর নাটক গুলোর রিভিউ পড়ার জন্য। সংক্ষেপে রিভিউর মাধ্যমে নাটকের কাহিনীটা জানতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। আমি মাঝে মাঝেই সময় পেলে নাটক দেখি। এরকম নাটক গুলো আমার খুব একটা দেখা হয় না। এই নাটকটার আগের পর্ব গুলোর রিভিউ পড়েছিলাম। আশা করি এভাবে সবগুলো পর্ব শেয়ার করবেন। আজকে 5 তম পর্বের রিভিউ পোস্ট পড়ে ভালো লাগলো।
রিভিউ এর পাশাপাশি দেখবেন ভালো লাগবে
আজকে আপনি অনেক সুন্দর করে মাইক নাটকটার পঞ্চম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই নাটকের পঞ্চম পর্বটা। এরকম নাটকগুলো আমার দেখা হয় না, কিন্তু রিভিউ পড়ার জন্য চেষ্টা করি। অপেক্ষায় থাকলাম এখন এই নাটকের পরবর্তী পর্বের রিভিউটা পড়ার জন্য।
আমি অনেক পছন্দ করি এই নাটক।
এই নাটকে মীর সাব্বির তার প্রেমিকাকে জ্ঞান দিতে দিতে একেবারে বিরক্ত করে ফেলে হা হা হা। এতো বেশি জ্ঞান দিলে কারোরই ভালো লাগে না। যাইহোক বেশ ভালো লাগলো এই নাটকের রিভিউ পড়ে। তবে পোস্টের মধ্যে বেশ কিছু বানান ভুল রয়েছে ভাই। আশা করি ঠিক করে নিবেন। ধন্যবাদ আপনাকে।