সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। প্রতি সপ্তাহের মত আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি পোস্ট উপস্থাপন করতে, বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করব। আমি মনে করি ফটোগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চমৎকার ফটোগুলো দেখি এবং ফটোগুলো ধারণ করার মুহূর্তের অনুভূতি জানি।
গ্রাম এমনিতে সুন্দর জায়গা। যারা শহরে বাস করে তারা গ্রামের গুরুত্ব বোঝে। শহরের চার দেওয়ালের বন্দী জীবন থেকে যখনই একটু মুক্তি পায়, ছুটে চলে আসে গ্রামের সৌন্দর্য উপলব্ধি করতে। আলহামদুলিল্লাহ গ্রামে বাড়ি থাকায় আমাদের চলাচল রয়েছে প্রত্যেক মাসে। তাইতো ঢাকা সাভার থেকে খুব সহজে আশুলিয়া দোলোদিয়া ঘাট হয়ে গাংনী মেহেরপুরে উপস্থিত হতে পারি 6 ঘন্টার মধ্যে। আর যখনই গ্রামে উপস্থিত হতে পারি প্রত্যেক সিজনের সুন্দর সুন্দর কিছু উপভোগ করতে পারি খুব সহজে। হ্যাঁ বন্ধুরা, ফটোগ্রাফিতে আপনারা দেখছেন বাঁধাকপি সবজির মাঠ। কিছুটা সময়ের জন্য মোটরসাইকেল রেখে একদম থেমে গেছিলাম এই সবজির মাঠে। প্রান খুলে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিলাম শীতল বাতাসে।
বাসার খুবই নিকটে চমৎকার এই ফুলটা ফুটে রয়েছে দেখলাম। কিন্তু দুঃখের বিষয় এই ফুলের নামটা আমার জানা নেই। এইতো কিছুদিন আগে রাতে যখন বাসায় ফিরছিলাম, আমাদের নিকটস্থ বাজার বিশ মাইলে একটি গ্যারেজের সামনে দেখতে পারলাম এই ফুল গাছ। আর তখনই বেশ কিছু ফুল দেখে মোবাইলটা বের করে ফটোগ্রাফি করে ফেললাম। সুন্দর এই সাদা সাদা ফুলগুলো যেন আমাকে মুগ্ধ করতে ছিল। আমি সহ আপনাদের আর এক ব্লগার ফটোগ্রাফি করতেছিলাম এই ফুল দেখে।
শীতের দিনে সকালে রুম থেকে বাইরে চলাটা খুবই কঠিন হয়ে পড়ে। রুমের মধ্যে শীতল অনুভব কম থাকলেও বাইরে যেন প্রচন্ড ঠান্ডা। আর সেই মুহূর্তে যদি ফটোগ্রাফি করতে পাওয়া যায় তাহলে সত্যি সাহস থাকা লাগে। ঠান্ডা অনুভূতির মধ্যে একজন ফটোগ্রাফি করেছিলাম লেবু গাছের ফুল। লেবু গাছের ফুল দেখে খুবই ভালো লাগছিল। ফোটায় ফোটায় শিশির কণা জমে রয়েছে মাকড়সার জাল কে কেন্দ্র করে।
একই স্থানে অনেকগুলো টমেটোর বক্স সাজানো রয়েছে। পাকা পাকা টমেটো দেখে চোখ ফেরানো কঠিন হয়েছিল। আমিতো বাজারে উপস্থিত হয়ে টাটকা শাকসবজি কেনার চেষ্টা করি। আর টমেটোর সালাদ খেতে বেশ ভালো লাগে। এই জন্য টমেটোর দিকে নজর বেশি গিয়েছিল। উপস্থিত হয়ে এত সুন্দর টমেটো গুলো দেখে ফটোগ্রাফি করেছিলাম। আমি মনে করি মাছ মাংসের চেয়ে এই জাতীয় ফল ও সবজি গুলো বেশি খাওয়া প্রয়োজন।
কলা গাছের এমন সুন্দর দৃশ্য দেখে খুবই ভালো লেগেছিল। কত সুন্দর গাছটা দাঁড়িয়ে রয়েছে একটি মোচা সহ। এমন সুন্দর গাছগুলো ফটোগ্রাফি করতে ভালো লাগে। যেন অন্যরকম ভালোলাগা ফিল করা যায়। গাছটার দিকে লক্ষ্য করে দেখলাম গাছে পাতা কম। মনে হয় অতিরিক্ত ভারী হয়ে যাওয়ায় গাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পাতাগুলো কেটে দেয়া হয়েছে।
ভুট্টা গাছের সৌন্দর্য অনেক বেশি। সবুজের মাঠ মানেই ভালো লাগার স্থান। যেখানে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল ও ফসলের গাছ রয়েছে সেখানে কিছুটা সময় অবস্থান করে যদি সৌন্দর্য উপলব্ধি করা যায় তাহলে বুঝতে পারা যায় বাংলার সৌন্দর্য কেমন। আমি সেই অনুভূতি নিয়ে অবস্থান করেছিলাম বাদিয়াপাড়া নামক একটি গ্রামের মাঠে। ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছিলাম এখানে। বাড়ির পাশে শুধু সবুজ ফসলের মাঠ। কোথাও ভুট্টা ধরেছে। কোথাও ভুট্টা গাছগুলো বেড়ে উঠছে। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। যেন প্রাণ খুঁজে পাই এই সমস্ত ফসলের মাঠের দিকে আসলে।
মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসটা পড়েছি। লেখক একদম গ্রামের মানুষের মনের মধ্যে মিশে গিয়েছিলেন এবং লিখেছিলেন এত সুন্দর উপন্যাস। যখন নদী পারাপার হতে হয় তখন বারবার মনে পড়ে পদ্মা নদীর মাঝির কথা। এপারে ওপারে লক্ষ্য করে দেখা যায় ছুটে চলা নৌকাসহ ফেরি পার করে চলেছে অসংখ্য মানুষ ও যানবাহন। আমরা হয়তো শহরে অথবা গ্রামে অবস্থান করি কিন্তু প্রতিনিয়ত এখানকার মানুষের দৈনন্দিন জীবন কেমন সেটা আমরা না জানলেও কিছুটা উপলব্ধি করতে পারে চলাচলের মুহূর্তে।
| ফটোগ্রাফি | রেনডম |
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 50 pro |
| আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
| ফটোগ্রাফার | @helal-uddin |
| ধর্ম | ইসলাম |
| দেশ | বাংলাদেশ |
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।












দারুন কিছু দৃশ্য দেখতে পেয়েছি। গ্রামীন পরিবেশে এই ধরনের সবজি বাগান গুলো দেখতে খুব ভালো লাগে। আপনার শেয়ার করা প্রতিটি খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ আপু
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আমার আজকের টাস্ক
ভীষণ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। এগুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে পাতা কপির ক্ষেত আর ভুট্টার ক্ষেত দুটো ছবি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এরকম প্রকৃতিতে হারিয়ে যেতে ইচ্ছে করে। আর সেখানে গেলে ছবি তোলা হবে না সেটা কি কখনো হয়। দারুন ছবি শেয়ার করেছেন।
উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ
আপনি দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাঁধাকপির ক্ষেত, ভুট্টা ক্ষেত এর ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাদা এই ফুলগুলোর নাম আমারও জানা নেই। আপনি দারুন কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
মন্তব্য দেখে ভালো লাগলো
ওয়াও আপনি আজকে অসাধারন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।আমার কাছে এলোমেলো ফটোগ্রাফি গুলো সব সময় অনেক ভালো লাগে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য ধন্যবাদ
@tipu curate
Upvoted 👌 (Mana: 6/7) Get profit votes with @tipU :)
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা নদীর ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
আশা করি এভাবে মন্তব্য করবেন
সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন দেখতে অসাধারন লাগছে। আপনি আজকে বিভিন্ন ধরনের কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কলা,নদী এবং ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ সাজানো গোছানো। ধন্যবাদ ভাইয়া আপনাকে
পাশে থাকার জন্য ধন্যবাদ
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে নদীর ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফি ও চমৎকার লাগলো। ধন্যবাদ সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুন্দর মন্তব্য করেছেন