ধান ক্ষেত
গ্রামে ধান পাকার সময় হয়ে গেছে আর অল্প কিছু দিন পরে কৃষক ধান কাটা সুরু করবে।কৃষক রা দীর্ঘ ১১০ দিন কষ্ট করার পরে যখন ধান পাকা সুরু করে আর কয়দিন পরে ধান কাটা সুরু করলে কৃষক দের মুখে আনন্দের হাসি ফুটবে। কৃষক রা ধান কাটার পরে যখন ধান মারাই করে সেই ধান বাজারে বিক্ক্রিরি করে টাকা হাতে পাবে তখন কৃষক রা আরো বেশি খুশি হবে। আরো যদি বাজারে ধানের দাম ভালো থাকে তাহলেতো আর কিচুই লাগেনা। আর এই ধান লাগাতে ও এখন অনেক খরচ তবে খরচ যতই হোক তাতে ততটা সমস্যা হয়না কারণ খরচ টা কয়েক ধাপে হয় তাই কৃষক রা একটু শস্তিতে চাষাবাদ করতে পারে আর যদি খরচ টা এক বাড়ে হতো তাহলে কৃষক রা অনেক সমস্যার সম্মাক্ষিণ হতো।