Important Announcment
আসসালামুআলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন।
কমিউনিটিতে সাপোর্ট পেতে যে রুলস গুলো মেনে চলতে হবে-
প্রতিদিন ৫ টি করে কমেন্ট বাধ্যতামূলক। (ভালো পোস্ট, সুন্দর পোষ্ট) এরকম কমেন্ট করা যাবে না। অন্তত ১-২ লাইন লিখতে হবে। কমেন্ট না করলে কেউ পরবর্তী সপ্তাহ থেকে সাপোর্ট পাবেন না।
কমিউনিটিতে পোস্ট হয়৷ কিন্তু ৪০% পোস্ট ফাঁকা থাকে৷ আপনারা কমিউনিটি ঢুকে শুধু পোস্ট করেন৷ আর কোন প্রকার কমেন্ট করেন না৷ এবার শেষ বারের মত বলা হল৷ আপনারা যদি দৈনিক ৫ টি করে কমেন্ট না করেন। আর সাপোর্ট পাবেন না।
প্রতিদিন ১০ টি করে আপভোট দিতে হবে কমিউনিটি এর অন্য সদস্যদের পোস্টে।
bot (justyy, tipu, upvu, nutboxmine) এ ডেলিগেশন থাকলে সে সাপোর্ট এর আয়তাধীন হবে না।
সাপোর্ট পাবার পর আপনার ৫০% ইনকাম প্রতি সপ্তাহে পাওয়ার আপ করতে হবে।
আপনাদের অনেকের একাউন্টে পর্যাপ্ত এসপি থাকার পরেও ডেলিগেশন করতেছেন না। @hive-138339 একাউন্টে ডেলিগেশন করতে হবে। আমরা কাউকে জোর করতেছি না৷ কমিউনিটির অগ্রগতির জন্য ডেলিগেশনের কথা বলা হচ্ছে।
কমিউনিটি থেকে সাপোর্ট পেতে @hive-138339 একাউন্টে 30% বেনিফিসিয়ার দিতে হবে।
আপনি যদি club5050 মেম্বার হন তাহলে club5050 ট্যাগ ব্যবহার করবেন।
Post Courtesy: @boss75


ভাই আমি স্টিম বাংলাদেশ কমিউনিটির সকল নিয়ম-নীতি মেনে চলব ইনশাআল্লাহ।
সব নিয়ম-নীতি মেনে চলব ইনশাআল্লাহ।
আমরা সব নিয়ম কানুন মেনে চলবো ভাই ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ সব নিয়ম মেনে চলবো এবং কমিউনিটির অগ্রগতির জন্য যা কিছু করা প্রয়োজন তাই করবো❤️
এটি আমাদের কমিউনিটির সদস্যদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আশাকরি সবাই এই নিয়ম গুলো ভালো ভাবে মেনে চলবো।
কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলব এবং কমিউনিটির পাশ থাকা আমাদের একান্ত কর্তব্য বলে আমি মনে করি।