Important Announcment

in Steem Bangladesh4 years ago (edited)

আসসালামুআলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuznJTqKWwy5J6NgMM8QkbRYYtXWMq6DrBQ7MkCSR4wmvjo5YJqZjxs8nrXQgoJFjEmCMevvzo7oetKQPEikaDM8sCjSVFatU79YupS.jpeg


কমিউনিটিতে সাপোর্ট পেতে যে রুলস গুলো মেনে চলতে হবে-

  • প্রতিদিন ৫ টি করে কমেন্ট বাধ্যতামূলক। (ভালো পোস্ট, সুন্দর পোষ্ট) এরকম কমেন্ট করা যাবে না। অন্তত ১-২ লাইন লিখতে হবে। কমেন্ট না করলে কেউ পরবর্তী সপ্তাহ থেকে সাপোর্ট পাবেন না।

  • কমিউনিটিতে পোস্ট হয়৷ কিন্তু ৪০% পোস্ট ফাঁকা থাকে৷ আপনারা কমিউনিটি ঢুকে শুধু পোস্ট করেন৷ আর কোন প্রকার কমেন্ট করেন না৷ এবার শেষ বারের মত বলা হল৷ আপনারা যদি দৈনিক ৫ টি করে কমেন্ট না করেন। আর সাপোর্ট পাবেন না।

  • প্রতিদিন ১০ টি করে আপভোট দিতে হবে কমিউনিটি এর অন্য সদস্যদের পোস্টে।

  • bot (justyy, tipu, upvu, nutboxmine) এ ডেলিগেশন থাকলে সে সাপোর্ট এর আয়তাধীন হবে না।

  • সাপোর্ট পাবার পর আপনার ৫০% ইনকাম প্রতি সপ্তাহে পাওয়ার আপ করতে হবে।

  • আপনাদের অনেকের একাউন্টে পর্যাপ্ত এসপি থাকার পরেও ডেলিগেশন করতেছেন না। @hive-138339 একাউন্টে ডেলিগেশন করতে হবে। আমরা কাউকে জোর করতেছি না৷ কমিউনিটির অগ্রগতির জন্য ডেলিগেশনের কথা বলা হচ্ছে।

  • কমিউনিটি থেকে সাপোর্ট পেতে @hive-138339 একাউন্টে 30% বেনিফিসিয়ার দিতে হবে।

  • আপনি যদি club5050 মেম্বার হন তাহলে club5050 ট্যাগ ব্যবহার করবেন।



Post Courtesy: @boss75


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Sort:  
 4 years ago 

ভাই আমি স্টিম বাংলাদেশ কমিউনিটির সকল নিয়ম-নীতি মেনে চলব ইনশাআল্লাহ।

 4 years ago 

সব নিয়ম-নীতি মেনে চলব ইনশাআল্লাহ।

 4 years ago 

আমরা সব নিয়ম কানুন মেনে চলবো ভাই ইনশাআল্লাহ

 4 years ago 

ইনশাআল্লাহ সব নিয়ম মেনে চলবো এবং কমিউনিটির অগ্রগতির জন্য যা কিছু করা প্রয়োজন তাই করবো❤️

 4 years ago 

এটি আমাদের কমিউনিটির সদস্যদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আশাকরি সবাই এই নিয়ম গুলো ভালো ভাবে মেনে চলবো।

 4 years ago 

কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলব এবং কমিউনিটির পাশ থাকা আমাদের একান্ত কর্তব্য বলে আমি মনে করি।