ডালিম ফলের ফটোগ্রাফি -উপকারিতা ও রোপন পদ্ধতি ||@ilias12 blog
ডালিম
From: Bangladesh
Date: 13-12-2023
ডালিম অতি সুপরিচিত এবং জনপ্রিয় একটি ফল। আমরা সকলেই এই ফলের সাথে পরিচিত এবং অনেক বেশি পছন্দ করে থাকি। ডালিম ফলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং উপকারিতা রয়েছে। ফলটি খেতে অনেক সুস্বাদু ও মিষ্টি। আমাদের বাংলাদেশে ডালিম ফলের বেশ চাহিদা রয়েছে। এবং অনেকে জীবিকা নির্বাহের জন্য এই ফল বাণিজ্যিকভাবে চাষ করে থাকে।
১. প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে।
২. ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, যার শরীরে ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে সহায়তা করে।
৩. স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
৪. এই ফলের রস কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
৫. রক্তস্বল্পতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১. ডালিম ফল গাছ রোপনের জন্য প্রথমত সঠিকভাবে চারা গাছ নির্বাচন করতে হবে। কারণ একমাত্র পরিপক্ক চারা গাছ ছাড়া গাছের বৃদ্ধি কম হবে এবং ফল আসতে দেরি হবে।
২. চারা গাছ নির্বাচন করার পর প্রথমেই আমাকে উপযুক্ত জমি অর্থাৎ যে স্থানে চারা গাছটিকে রোপন করবো, সেই স্থান নির্ধারণ করতে হবে। অবশ্যই আলো বাতাস যুক্ত স্থান হতে হবে।
৩. এরপর চারাগাছ রোপনের ঠিক ২ থেকে ৩ দিন আগে নির্দিষ্ট পরিমাণ গর্ত খুঁড়ে সেখানে কিছু জৈব সার দিয়ে রাখতে হবে। এরপর গাছটি রোপনের জন্য উপযুক্ত হবে।
৪. পরবর্তী অর্থাৎ শেষ থাকে আমরা সুন্দরভাবে গাছটি রোপন করব এবং রোপন শেষে নিয়মিত সেচ দিব ।যাতে রোপনকৃত গাছে পানি স্বল্পতা না হয়। এবং আশেপাশে যদি আগাছা জন্মায় তা নিয়মিত পরিষ্কার করে দেব।
এই ছিল আমার আজকের ডালিম ফলের ফটোগ্রাফি -উপকারিতা ও রোপন পদ্ধতি ব্লগ। আশা করি আজকের এই ব্লগ থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মানুষ মাত্রই ভুল হয় যদি আমার ব্লগে কোন ভুল হয়ে থাকে তা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ।পরবর্তীতে আমি নতুন কোন ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সকলের প্রতি সুস্থতা- সম্মান এবং শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ।ধন্যবাদ সবাইকে ।আল্লাহ হাফেজ।
Photography | Pomegranate |
---|
Camera Used | Handphone |
Model | Vivo-Y20G |
Photographer | @ilias12 |
ডালিম ফলের চমৎকার ফটোগ্রাফি করেছেন। এর সাথে ডালিম ফলের উপকারিতা বর্ণনা করেছেন। ডালিম ফল কিভাবে চাষাবাদ করা যায় সেটিও আপনি লিখেছেন। ডালিম ফল অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি ফল। এই ফল খেলে শরীরে রক্ত বাড়ে। এছাড়া আনার বা ডালিম জান্নাতি ফল। তাই নিয়মিত ডালিম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ডালিমের পুষ্টিগুণ বর্ণনা করলেন। আপনার পোস্ট পড়ে অনেকেই
উপকৃত হবে।
প্রথমেই ধন্যবাদ জানাই আপনার ফটোগ্রাফি গুলো অসাধারন হয়েছে।ডালিম খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকে বড় সবাই ডালিম খেয়ে থাকে।আর আমি জানতাম না যে ডালিম ফলের এতো উপকারিতা আছে আপনার পোস্ট টি পড়ে জানতে পারলাম। আমাদের সাথে এতো উপকারী পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।
ধন্যবাদ প্রিয় ভাই, ডালিম গাছ সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্যে। ডালিম সত্যি বেশ সুস্বাদু একটি ফল। আমাদের দেশে এই ফলের ব্যপক চাহিদা রয়েছে। বর্তমানে বাণিজ্যিকভাবেও এই ফলের চাষ হচ্ছে। তবে দুঃখের বিষয় হলো আমি নার্সারি থেকে দুটো ডালিম চারা এনে বাসায় লাগিয়েছিলাম কিন্তু সেগুলির সঠিক বৃদ্ধি হয়নি। হয়তো আমার সঠিক পরিচর্যার অভাব ছিলো।
যাইহোক ভাই আপনার পোষ্টটি পড়ে নতুন অনেক কিছুই জানতে পারলাম। ভালো থাকবেন।
অসাধারণ ডালিম ফলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য সর্বপ্রথম আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ডালিম ফলের বেশ কিছু উপকারিতা আপনি আমাদের মাঝে উল্লেখ করেছেন যা জেনে অনেক ভালো লাগছে। এবং আরো আপনার পোস্টের মাধ্যমে ডালিম গাছ রোপন করার পদ্ধতি আপনি উল্লেখ করেছেন যা দেখে আরো অনেক ভালো লাগছে। আমাদের বাড়িতেও একটি ডালিম গাছ আছে এবং সেই ডালিম গাছে অনেক ডালিম হয়ে থাকে বাড়ি থাকতে নিজেদের বাড়ির গাছের ডালিম আমি অনেক খেয়েছি।
ডালিম ফলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে তার পাশাপাশি ডালিম গাছের রোপণ সম্পর্কে অনেক কিছু বর্ণনা দিয়েছেন ৷ এবং ডালিম ফলের বেশ কিছু উপকারিতা তুলে ধরেছেন ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
প্রথমত আপনার ডালিম গাছের ফুল ও ডালিমের ফটোগ্রাফি গুলোর পরশংসা করতেই হয়। খুব সুন্দর ক্যাপচার করেছেন।
পাশাপাশি ডালিম গাছ রোপনের আগে ও পরে যেসব জানা আবশ্যক সেগুলোও আলোচনা করেছেন। সামনে ডালিম গাছ রোপন করলে অবশ্যই আমার এই পোস্ট উপকারে আসবে।
অনেক সুন্দর লাগছে দেখতে ডালিমের ফুল ও হালিম গুলো। আপনি খুব সুন্দর ভাবে এর উপকারিতা সম্পর্কে অনেক তথ্য বহুল পোস্ট
আপনাদের সাথে শেয়ার করেছেন ।আর ডালিমের উপকারিতা সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
ডালিম ফল অনেক জনপ্রিয় একটি ফল।। বর্তমান সময়ে এটার মূল্য অনেক বেশি।। আমার বনের শরীরের রক্ত কম তাই তাকে নিয়মিত ডালিম খেতে হয়।।
আপনি তাহলে বেশ উপকারিতা বলেছেন যেটা আমি আগে থেকে কিছুটা অবগত ছিলাম।। আজকে আপনার পোস্ট পড়ে আরো অনেক কিছু জানতে পারলাম বেশ ভালো লাগলো জেনে।।
আপনি এখন আমাদের মাঝে ডালিম ফলের ফটোগ্রাফি -উপকারিতা ও রোপন পদ্ধতি শেয়ার করেছেন। ডালিম ফলে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এবং উপকারিতা রয়েছে। আমার জানা মতে পুষ্টি সম্পর্কে জানা ছিলো কিন্তু আপনার পোস্টের মাধ্যমে উপকারীতা সম্পর্কে ও সঠিক ধারনা পেলাম। আমাদের মাঝে ডালিম ফল ও ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমাদের বেশ ভালো লেগেছে। রোপন পদ্ধতি ও সম্পর্কে বেশ সঠিক পদ্ধতি দিয়েছেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।