Burnsteem25||Better life With Steem||The Diary Game||13 December 2023||@ilias12 blog

আল্লাহ সর্বশক্তিমান


From: Bangladesh
Date: 13-12-2023

Incredible India
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন?সকলকে শীতের কুয়াশা ভরা সকালে উষ্ণ রোদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। ব্লগটি শুরু করার আগে আমি এই প্লাটফর্মের সকল প্রশাসনিক কর্মকর্তা এবং সদস্যদের জানাতে চাই অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। প্ল্যাটফর্মের সকলে অনেক আন্তরিক এবং বন্ধুসুলভ মানসিকতার। প্ল্যাটফর্মে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে এবং তাদের কাছ থেকে ছোট ছোট অনেক বিষয় সম্পর্কে জানতে পারি। আমি আজকে আপনাদের মাঝে আমার দৈনন্দিন জীবনের সারাদিনের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

IMG_20231214_105554.jpg

সকাল

প্রত্যেক দিনের মত সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হই এবং আমিও আমার বন্ধু মিলে সকালে হাঁটতে বের হয়েছিলাম। যদিও সকালে অনেকটা শীত ছিল তবুও সকালের নিরব পরিবেশ এবং আবহাওয়ায় মনটা অনেক সচ্ছ হয়ে যায়। এরপর বাসায় এসে সকালের নাস্তা করে ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম।

IMG_20231204_091222.jpg

আমাদের বাসা থেকে ক্যাম্পাসের দূরত্ব প্রায় হাফ কিলোমিটারের মতো। শীতকালীন সময় হওয়ার কারণে আমরা হেঁটে ক্লাসে যাই প্রায়। কারণ হাঁটলে শরীর এবং মন ভালো থাকে। এবং শীতের দিনে শরীরের মধ্যে গরম লাগা কাজ করে। ক্যাম্পাসে যাওয়ার সময় সকালে রাস্তাটা প্রায় ফাঁকা ছিল। গাড়ি চলাচল ছিল না বললেই চলে। নিরব পরিবেশ এবং ফাঁকা রাস্তায় হাঁটার অন্যরকম মজা রয়েছে।

IMG_20231214_105353.jpg

এরপর ক্যাম্পাসে পৌঁছানোর পরে আমাদের ক্যাম্পাসের ফুলবাগান পরিদর্শন করে এবং কুয়াশাযুক্ত ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমার কাছে ফুটন্ত কুয়াশাযুক্ত গোলাপ দেখে অনেক ভালো লাগে এবং গোলাপটিতে দেখি একটি মাছি বসা ছিল। এ যেন এক অপরূপ মাধুর্যপূর্ণ সৌন্দর্য। সেই ভালো লাগা থেকে আমি সাদা গোলাপের ফটোগ্রাফি করেছি ।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে।

IMG_20231212_114143.jpg

এরপর আমরা ফ্যাশন ডিজাইন ক্লাস রুমে প্রবেশ করি। আমাদের আজকের ক্লাসের টপিক ছিল এমব্রয়ডারি সম্পর্কে। আমাদের ক্লাস ছিল সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত।

IMG_20231214_104915.jpg

IMG_20231212_115413.jpg

ঠিক নয়টার সময় আমাদের ক্লাসে শিক্ষক এসে উপস্থিত হয়েছিলেন। এরপর আমাদেরকে একত্রিত করে মেশিন সম্পর্কে কিছু ধারনা দিয়েছিল। আমি ফ্যাশন ডিজাইন রুমে কিছু ফটোগ্রাফি করেছিলাম। যা আপনাদের মাঝে ইতিমধ্যে উপস্থাপন করেছি। এরপর ল্যাব ক্লাসরুমে এমব্রয়ডারি মেশিন পরিদর্শন করলাম এবং মেশিনের কাছে বলেনি সম্পর্কে জানলাম। আমরা যে মেশিন পরিদর্শন করেছি এটা হচ্ছে কম্পিউটারাইজড অটোমেটিক এমব্রয়ডারি মেশিন। এই মেশিনের নাম ফরচুন মেড ইন চায়না। ১২ নিডেলযুক্ত মেশিনে একসাথে ১২ কালারের সুতো ব্যবহার করা যায়। এরপর ক্লাস শেষ করে বাসায় আসার জন্য প্রস্তুতি নেই।
InCollage_20231214_105009428.jpg
দুপুর

InCollage_20231214_104450165.jpg

InCollage_20231214_104536064.jpg

ক্লাস শেষ করে বাসায় আসতে আসতে প্রায় দুইটা বেজে গিয়েছিল। এরপর বাসায় আসার পর একটু স্থির হয়ে বসলাম অতঃপর গোসল করলাম । গোসল শেষ করার পর খাওয়া-দাওয়া জন্য প্রস্তুতি নিলাম। রান্না ঘরে গিয়ে দেখলাম আমার পছন্দের শুটকি মাছ রান্না করা হয়েছে। সাথে ছিল মসুরের ডাল। পছন্দের খাবার হওয়ার কারণে অনেক সুন্দর ভাবে দুপুরের খাবার খাওয়া শেষ করলাম। এবং সারাদিনের ব্যস্ততার পর ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম।
রাত

এরপর সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে একটু বাহিরে গেলাম এবং কিছুটা সময় বন্ধুত্বের সাথে আড্ডা দিয়ে রুমে ফিরে আসলাম। রুমে আসার পর রাত ৮ টা থেকে অনলাইনে ক্লাস ছিল। অনলাইনে ক্লাস প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট ছিল । ক্লাস টি ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং টু সাবজেক্ট এর উপর হয়েছিল। এরপর ক্লাস শেষ করে রাত দশটার সময় খাওয়া-দাওয়া শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম।

Screenshot_2023_1129_212754.jpg
Screenshot_20231129_201454.jpg

এই ছিল আমার আজকের সারা দিনের ডায়েরি। আশা করি আপনারা ব্লগটি উপভোগ করতে পেরেছেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।

25% rewards to @null

10% rewards to @meraindia

Photography Betterlife
Camera Used Handphone
Model Vivo-Y20G
Photographer @ilias12

Many Thanks For Reading My Post.


Sort:  
 last year 

সকালে নাস্তা করে আপনি ক্যাম্পাসের পথে হেঁটে ক্লাস করতে গেলেন। ক্যাম্পাসে কিছু গোল গোলাপ ফুলের ফটোগ্রাফি করলেন। ফটোগ্রাফি তে গোলাপের ছবিটি খুব সুন্দর হয়েছে। এছাড়া আজকে এমব্রয়ডারি মেশিন এর উপরে আপনার ক্লাস ছিল। ক্লাস শেষ ে বাড়ি পৌঁছে দুপুরের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে নিলেন। সন্ধ্যার দিকে আপনারা আবার অনলাইনে ক্লাস ছিল। অতঃপর ক্লাস শেষ করে খাওয়া-দাওয়া করে রাতে ঘুমিয়ে গেলেন। মোটামুটি ছাত্র জীবনে একজন ভালো ছাত্রের মতই আপনি
দিন পার করলেন। আপনার দিল্লিতে পড়লাম খুব ভালো লাগলো।

Loading...
 last year 

প্রতিদিনের মত আজকেও সকালে উঠে ফ্রেশ হলেন চারদিকে কুয়াশা তারপর একটু হাটাহাটি করলেন এবং বাড়ি এসে নাস্তা করে ক্লাসের উদ্যেশে রওনা দিলেন ৷ হাফ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে চলে গেলেন ৷ তারপর এমব্রয়ডারি মেশিন পরিদর্শন করলেন এবং দুপুর দুটো বেজে ক্লাস শেষ করে বাড়ি ফিরলেন ৷ তারপর পছন্দের খাবার খেয়ে ঘুমোতে গেলেন ঘুম থেকে উঠে আবার অনলাইনে ক্লাস করলেন ৷ এভাবেই আপনার দিনটি অতিবাহিত হয়ে যায় ৷

ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আগামী দিন গুলোও আপনার বেশ ভালো ভাবে কাটুক ৷

শীতের সকালে যখন ক্যাম্পাসে ক্লাসের উদ্দেশ্যে যেতাম তখন এতটাই বিরক্ত লাগত ভাষায় প্রকাশ করতে পারছি না।তবে অন্য সময় বিশেষত ঘুরতে গেলে খারাপ লাগে না।আপনি আজ ঘুম থেকে উঠে হাটতে গিয়েছিলেন।এরপর ক্লাস থাকায় ক্যাম্পাসে গেছেন, সেখানে ফুলের ফটোগ্রাফি করেছেন। বপশ কিছু ক্লাস করে দুপুরে বাসায় গিয়ে পছন্দের শুটকি মাছ খেয়েছেন।সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেছিলেন আড্ডা দিতে।ভালো কেটেছে আপনার দিনটি। ভালো থাকবেন এভাবেই।

 last year 

আপনাদের দিন লিপি টি পড়ে বুঝতে পারলাম যে, আপনি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশকরছেন। শীতের দিন তাই হেঁটে ক্যাম্পাসে যান। একটি মেশিন দেখিয়েছেন যে একসাথে ১২ রকমের সুতা দিয়ে কাজ করা যায়।একই সাথে অনেক রকমের সুতা দিয়ে কাজ করা যায় ।খুবই অসাধারণ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনি অনেক সুন্দর একটি অতিবাহিত করেছেন এবং আমাদের সাথে তা শেয়ার করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সারাদিনই অনেক কাজ করে থাকি কিন্তু তার ভিতরে বিশেষ কিছু কাজ থাকে যেমন আপনার ছিল ক্যাম্পাসের ফুলবাগান ঘুরতে যাওয়া। আপনাদের ক্যাম্পাসের ফুল অনেক সুন্দর। আমাদের সাথে তো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন।