আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কয়েকটি ক্যাকটাস গাছের ফটোগ্রাফি। ক্যাকটাস গাছ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। কেকটাস গাছের গা ভর্তি ছোট ছোট কাটা থাকে। আবার কিছু কিছু ক্যাকটাস গাছে গা ভর্তি অনেক বড় বড় শক্ত কাটাও দেখা যায়। বৃক্ষ মেলায় থেকে আমি অনেক ধরনের ফুল এবং ফল গাছের ফটোগ্রাফি করে এনেছি। এই ফটোগ্রাফি করেছিলাম আমি বৃক্ষ মেলায় থেকে। বৃক্ষমেলা অন্যান্য ফুল ফল গাছের পাশাপাশি বেশ কয়েক ধরনের ক্যাকটাস গাছ ছিল। তবে সবগুলো ক্যাকটাস গাছের ফটোগ্রাফি তোলা হয়নি। অল্পকিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি তুলে এনেছি। তাহলে চলুন দেখি নেয়া যাক আমার তোলা কয়েকটা ক্যারেক্টাস গাছের ফটোগ্রাফি।
আলোকচিত্রঃ ১
এই ক্যাকটাস গাছটি একটু হলুদ হলুদ রঙের। দেখতে বেশ দারুন লাগছে। এই গাছগুলোর গায়ে কাটা থাকায় একদম এগুলো হাত দিয়ে ধরা যায় না। একটি টবে বেশ কয়েকটি ক্যাকটাস গাছ রয়েছে। আমি যে ছবি তুলেছি সেটি সব থেকে বড় ক্যাকটাস গাছ।
আলোকচিত্রঃ ২
এটি একদম গোল আকৃতির একটি ক্যাকটাস গাছ। এটি একদম গারো সবুজ বর্ণের। এ ক্যাকটাস গাছে খুবই কম কাটা রয়েছে অন্যান্য ক্যাকটাস গাছের তুলনায়।
আলোকচিত্রঃ ৩
এই ক্যাটাস গাছে সব থেকে বেশি কাটা আছে। অনেক বড় বড় এবং শক্ত কাটা রয়েছে যা দেখতেই ভয় লাগে। এই ক্যান্টাস্ গাছটিও সবুজ কালারের হয়ে থাকে। সাইজে অন্যান্য ক্যাকটাস গাছের তুলনায় একটু বড়।
আলোকচিত্রঃ ৪
এই ক্যাকটাস গাছটি দেখতে বেশ সুন্দর। দেখতে অন্যান্য ক্যাকটাস গাছের চেয়ে অনেক সাথে যেমন সবুজ দেখাচ্ছে। এই ক্যাকটাস গাছে একদমই ছোট ছোট কাটা।
আলোকচিত্রঃ ৫
এই ক্যাকটাস গাছটা আমায় সব থেকে বেশি ভালো লেগেছে। এই গাছে ঝিরি ঝিরি প্রচুর কাটা রয়েছে।
আলোকচিত্রঃ ৬
একটা গাছের টবে একটা গাছ রয়েছে। দেখতে গারো সবুজ বর্ণের। তবে কাটার পরিমাণ একদমই কম।
আলোকচিত্রঃ ৭
ওই দোকানের সব ক্যাকটাস গাছের ছবি একসাথে তোলা। কিন্তু ক্যাকটা গাছের কোনটার দাম কত তা একদমই আমার দেখা হয়নি। তবে শুনেছি বৃক্ষ মেলায় গাছগুলোর দাম অনেক বেশি।
আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer | @iraniahmed |
Device | Samsung m01s |
Location | Rajendro college, Faridpur |
মাশাআল্লাহ আপু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। ক্যাকটাস গুলো আমার কাছে ভিশন ভালো লাগে।গারো সবুজ রঙের ক্যাকটাস আমার কাছে ভিশন ভালো লেগেছে। প্রতিটি গাছগুলো ফটোগ্রাফি অসাধারন হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কিছু ক্যাকটাস গাছের ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আপনার কাছে অসাধারণ লেগেছে যেনে আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
চমৎকার কিছুও ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। প্রথম ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্যাকটাস গাছ আমার কাছে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিছু ক্যাকটাস গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথম ছবিটা আমার কাছেও অনেক ভালো লেগেছে। এজন্যই এই ছবিটা আমি প্রথমেই দিয়েছি। ধন্যবাদ আপনাকে
ক্যাকটাস গাছের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আমি তো ছোট বেলায় ক্যাকটাস গাছ দেখে ভীষণ ভয় পেতাম। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে
ক্যাকটাস গাছ দেখে এখনও আমার ভয় লাগে গাছে প্রচুর কাঁটা থাকে এজন্য
ক্যাকটাস এর দারুন কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন প্রত্যেকটা আলোকচিত্র খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে।। স্পেশিয়ালি ঝিরঝির বল ক্যাকটাসটা বেশি সুন্দর দেখাচ্ছে।। অনেকদিন পরে এতগুলা ক্যাকটাসের দৃশ্য একসাথে দেখতে পেরে খুবই ভালো লাগলো।। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।
আমারও বৃক্ষ মেলায় যেয়ে একসাথে সবগুলোকে ক্যাকটাস গাছ দেখে খুবই ভালো লেগেছিল ধন্যবাদ আপনাকে
ক্যাকটাস গাছের প্রচুর কাটা থাকে। সেজন্য আমার কাছে এই গাছটিকে একটু বেশি ভালো লাগে। এটি দেখতে যেমনি সুন্দর তেমনই মনমুগ্ধকর। আপনি অনেক রকমের কেকটাস গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সকলের মাঝে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
ক্যাকটাস গাছ দেখতে আমারও অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
এতগুলো ক্যাকটাস গাছ একসাথে কখনো দেখিনি। কয়েকদিন আগে দেখলাম মাংসাশী ক্যাকটাস গাছ। যাইহোক এতগুলো গাছ একসাথে দেখে আসলে বেশ ভালো লাগছে।
আমিও এর আগে কখনো একসাথে এতগুলা ক্যাকটাস গাছ দেখিনি বৃক্ষ মেলায় যেয়ে প্রথম দেখলাম
ক্যাকটাস গাছ গুলো দেখতে খুবই সুন্দর। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। আমাদের ঘরের সামনে আমি কয়েকটি ক্যাকটাস গাছ রোপন করেছি। আমার অনেক ভালো লাগে এ ধরনের গাছ রোপন করতে। ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি।
আপনাদের ঘরের সামনে এ ধরনের গাছ লাগিয়েছেন জেনে আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
কয়েকটি ক্যাকটাস গাছের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি আমাদের মাঝে একটা কাজগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। ক্যাকটাস যদিও একটু কাটাযুক্ত থাকে এগুলো মরুভূমিতে একটু বেশিই জন্মায়। অনেক সুন্দর উপস্থাপনের মাধ্যমে আপনি বর্ণনা করেছেন ভালো লাগলো।
ক্যাকটাস গাছ মরুভূমিতে বেশি জন্মায় এটা আমার জানা ছিল না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
ওরে বাবা। এতো দেখি কাঁটা আর কাঁটা। ছবি তুলতে যেয়ে হাতে লাগেনি তো আপু? অনেক রকম এর ক্যাকটাস গাছ দেখতে পেলাম। কিনেও নিয়ে আসতেন দুই একটা।
অনেক কাঁটা এ জন্য একটু দূর থেকে ছবি তুলেছি।
একসময়ে ক্যাকটাস গাছ আমার বাড়িতে ছিল। একবার ক্যাকটাস এর কাঁটা ফুটিয়ে নিলাম হাতে সে কী যন্ত্রণা। তারপর থেকেই আমি এটা এড়িয়ে চলি। ক্যাকটাস এর ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন। বেশ অনেক প্রজাতির ক্যাকটিস আছে দেখছি।।
এজন্য এ গাছ থেকে একটু দূরে দূরে থাকতে হয়। আমি অনেক দূর থেকে ছবিগুলো তুলেছিলাম।