The Diary Game::19/08/2020::বহু দিন পর মাছ ধরতে গেলাম
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমত,দয়া ও করুণায় ভালো আছেন।আমিও আল্লাহর রহমত,দয়া ও করুণায় ভালো আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করিবেন।
কাল রাতে আমি কাজ করে প্রায় ১ টার সময় ঘুমাই। যার কারনে আমি আজ ঘুম থেকে সকালে প্রায় ৮.৩০ এ উঠি।ঘুম থেকে উঠার পিছনে একটা কারন রয়েছে। কারন আমাকে আবার কাজের জন্য খালাতো ভাইয়ের বাসা যেতে হবে। তাই আমি আজ ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়।এরপর আমি দাত ব্রাশ করে কিছু খাই।
খাওয়ার পর আমি আমার খালাতো ভাইয়ের বাসায় গিয়ে ছাতা ওপর প্রিন্ট করার কাজ করি। এরপরও কাজ শেষ হলো না।আর আমার খালাতো ভাই ১০টার সময় কাজের জন্য দোকান যাবে।তাই আমরা বাকি কাজ রাতে করে শেষ করার প্লান করলাম।
১০ টার সময় আমি বাসায় আসলাম।বাসাই এসে আমি গোসল করলাম।এরপর আমি মোবাইলে ফ্রী ফায়ার গেম খেলি।গেম খেলার পর আমি ভাত খাই। ভাত খাওয়ার পর আমার বন্ধু আমাকে কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য ডাক দেয়। তাই আমি কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য বাইর হই।
বাইর হয়ে আমার চাচাতো ভাইয়ের বাসায় চাচাতো ভাইকে ডাক দেয় কিন্তু সে বাসায় ছিল না। তার চাচাতো বোন বলল সে নাকি বিকাশ থেকে টাকা তোলার জন্য বাইরে গেছে। তাই আমরা দুজনেই তার জন্য অপেক্ষাইমাম করলাম।সে ৫ মিনিটের মধ্যে চলে আসে।এরপর আমরা কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য রওণা দেয়।
আমরা ১১টার সময় কম্পিউটার ক্লাসে পৌছাই। কম্পিউটার ক্লাসে গিয়ে দেখি আমাদের আরেক বন্ধু রাসেল যে কালকে কম্পিউটার ক্লাসে আসছিল।
সে আজকে কম্পিউটার ক্লাসে আসে নাই।আমরা সেখানে ১২.৩০ টা পযন্ত ক্লাস করলাম। তারপর আমরা বাসার পথে এগিয়ে আসি। আসার সময় আমরা বাজারে থামলাম।
কারন আমার চাচাতো ভাই বাজারে গরুর জন্য ভূষির বস্তা কিনল।সে রিকশা ভাড়া নিয়ে ভূষির বস্তা নিয়ে চলে আসলো।আমরাও হেটে হেটে বাসায় পৌছালাম।বাসায় এসে আমি ক্ষেতে মাছ ধরার জন্য গেলাম।কিন্তু যেয়ে দেখি মাছ ধরা শেষ। তাই আমি আর কয়েকজন মিলে কাল মাছ ধরার প্লান তৈরি করলাম।
এরপর আমি আবার বাসায় এসে গোসল করলাম।কারন আজ গরম অনেক ছিল।গোসল করার পর আমি ভাত খাই।ভাত খাওয়ার পর আমি টিভি দেখি।তারপর আমি ঘুমাই।এরপর আমি 5 টার সময় ঘুম থেকে উঠি।তারপর আমি ডাইরি গেমের জন্য পোস্ট লেখি। তারপর আমি মাগরিবের সময় সেমাই নাস্তা করি।
এরপর আমি ফেসবুকে আমার বন্ধুর সঙ্গে আড্ডা দেয়।তারপর আমি ভাত খাই এবং টিভি দেখি।তারপর আমি আমাদের বাকি যতটুকু কাজ ছিল তা শেষ করার জন্য গেলাম।
আশা করি আপনাদের আমার এই পোস্ট ভালো লেগেছে। Thanks you for reading my post.Allah safe us from Nobel corona.Amin.
Good Night.