জল রং দিয়ে || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আমিও সুস্থ আছি। আজকে আবারও বেশ অনেকদিন পর নিয়ে হাজির হলাম জল রং এর কাজ।চলুন তাহলে নেওয়া যাক কীভাবে কাজ টা করেছি।

20220217_135651.jpg

প্রথম ধাপ

একটা আর্ট পেপার নিলাম। সেটার চার ভাগের একভাগ এর একভাগ নিলাম।আর সাথে রং ,তুলি,জল সব নিয়ে বসলাম।

20220217_130653.jpg

দ্বিতীয় ধাপ

নীল রঙের সাথে অতিরিক্ত জল মিশিয়ে আমি কাজ করতে থাকলাম। যেখানে ডিপ, সেটা ডিপ, যেখানে হালকা সেখানে জলের পরিমাণ বেশি। এভাবে পুরো ব্যাকগ্রাউন্ড এ রং করেনিলাম।

20220329_202221.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে আমি নীলের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিলাম।আর সাদা রং দিয়ে মাঝের জায়গা টুকু করার চেষ্টা করলাম।হালকাহালকা সাদা ভাব আনার জন্য। এবারে ভালো ভাবে মিশিয়ে নিলাম সব কিছু।

20220329_202252.jpg

চতুর্থ ধাপ

সাদা চাঁদ আঁকার পর তুলিতে বেশি করে রং দিয়ে আমি তুলির ওপর আঙ্গুল দিয়ে বাড়ি দিতেই ব্যাকগ্রাউন্ড এ সাদা রং টা চারিদিকে ছড়িয়ে গেল।

20220329_202324.jpg

পঞ্চম ধাপ

এবার কালো দিয়ে গাছে র ডাল আঁকা শুরু করলাম।পাতা হীন গাছ গুলো যেমন দেখতে হয়। অমন আঁকা শুরু করলাম।

20220329_202440.jpg

এভাবেই ছবির প্রায় বেশির ভাগ জায়গা জুড়ে ছবি এঁকে নিচ্ছি।

20220217_133427.jpg

20220217_133521.jpg

20220217_133711.jpg

20220217_133747.jpg

পেছনের অন্ধকার এর হালকা অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা গাছ গুলো কেও এঁকে নিলাম।

20220217_134224.jpg

এবারে গাছে বরফ জমে আছে, এমন দেখতে, মগ ডাল গুলোকে সাদা করতে লাগলাম।

20220217_134326.jpg

20220217_134848.jpg

শেষের দিকে আবার চারিদিকে সাদা রং ছিটিয়ে দিয়েছি।

20220217_135418.jpg

এভাবেই খুব সহজে, সুন্দর একটা রাতের দৃশ্য তৈরি হয়ে গেল জল রঙের সাহায্যে।

20220217_135651.jpg

আশা করছি আমার আজকের পোস্ট আপনাদের সকলের ভালো লেগেছে। সকলের মন্তব্যের অপেক্ষায় থাকলাম। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন।
নমস্কার। @isha.ish

Sort:  
 2 years ago 

বাস্তবিক অর্থে এমন দৃশ্য দৃশ্যমান আমাদের পৃথিবীর মাঝে। দারুন অংকন করেছেন। আপনার অংকন করার প্রক্রিয়া দেখে আমি তো অবাক। সত্যিই তো আপনি একজন ভাল চিত্র শিল্পী । রং এর ব্যবহার স্যাডো এবং গ্রেডিয়েন্ট সব কিছুই ঠিক ঠাক। শেয়ার করবেন আরো। ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ এত গুছিয়ে মন্তব্য করার জন্য। ভালো থাকুন। মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ এত গুছিয়ে মন্তব্য করার জন্য। ভালো থাকুন। মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো।

 2 years ago 

সত্যি অসাধারন হয়েছে রাতের দৃশ্যটি ইশাদি ।জল রং এর ফিনিশিংটা খুব দেখার মতো হয়েছে ।ধাপে ধাপে সুন্দর ভাবে তুলে ধরেছেন ।ধন্যবাদ এতো সুন্দর দৃশ্য শেয়ার করার জন্য ।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

জল রং ব্যবহার করে আপনি অনেক চমৎকার একটি আর্ট অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জলরঙে করা এই চাঁদনী রাতের দৃশ্যটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে বিশেষ করে চাঁদের দৃশ্যটি মনমুগ্ধকর ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন।

 2 years ago 

জল রং ব্যবহার করে খুবই সুন্দর একটি রাতের দৃশ্য অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। আপনার অঙ্কন করা রাতের এই দৃশ্যটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এমন সুন্দর একটি রাতের দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা এত অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 2 years ago 

ওয়াও ... কমেন্টে কি বলবো খুজে পাচ্ছি না। এক কথায় অসাধারন বললেও কম হয়ে যাবে। জল রং দিয়ে প্রফেশনাল আর্টিস্ট দের মত একটি পেইংটিং করেছেন দিদি। খুব ভালো লেগেছে আমার। চালিয়ে যান এভাবে তুলিড় আচড়

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার জল রং এর অংকনটি বেশ দারুন ছিল। আমি তো প্রথমেই মনে করেছি কোন একটা ডিসপ্লের ওয়ালমেট। এতো বেশি সুন্দর লাগছে যার প্রশংসা না করে পারলাম না। আমাদের সাথে এত সুন্দর জল রংঙের পেইন্টিং ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন দিদি।

 2 years ago 

হাহাহাহা, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু, জল রং দিয়ে সুন্দর একটা রাতের দৃশ্য তৈরি করেছেন যা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই রাতের দৃশ্য পেইন্টিং এর জন্য আপনি যে রং নির্বাচন করেছেন তা অত্যন্ত চমৎকার হয়েছে। জল রং দিয়ে তৈরি একটি সুন্দর রাতের দৃশ্য অংকন এর ধাপগুলো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

জল রং দিয়ে আপনি খুবই সুন্দর একটি পেইন্টিং করেছেন। পেইন্টিং এর দৃশ্যটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। বিশেষ করে পেইন্টিংয়ের গাছপালাগুলো এবং চাঁদের আলো জলরং এর মাধ্যমে আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনার জলরঙে করা দৃশ্য টি খুবই চমৎকার হয়েছে। এত সুন্দর করে আর্ট করেছেন আপনি দেখে চোখ ফেরানো যাচ্ছে না ।চাঁদের আলো চমৎকারভাবে এঁকেছেন আপনি ।আমার কাছে তো আপনার পেইন্টিংটি অসাধারণ লেগেছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে একটু একটু করে আপনার অঙ্কন পদ্ধতি বুঝতে পারলাম ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

দিদি, আপনি জল রঙের চমতকার ব্যবহার করেছেন। আসলে জল রঙ দিয়ে চিত্র ফুটিয়ে তুলা এটা অনেক দক্ষতার কাজ। আপনার চিত্রাঙ্কনে কোনো ভুল নাই একদম পারফেক্ট একটি চিত্রাঙ্কন ছিলো। শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 67719.65
ETH 3791.75
USDT 1.00
SBD 3.53