শিক্ষা-প্রতিষ্ঠানে যাওয়ার অনুভুতি ||২৯ ই ভাদ্র ১৪২৮||[ ১০% বিনিফিসিয়ারি"লাজুক খ্যাঁক"এর ]

CYMERA_20210913_182630.jpg

"আমার বাংলা ব্লগ" কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে সালাম,
" আসসালামু আলাইকুম"।

আমি @jahidshikder এই কমিউনিটিতে একজন নতুন এবং ভেরিফাইড সদস্য। আনুষ্ঠানিক ভাবে আজ আমি আমার দ্বিতীয় পোস্ট টি এই গ্রুপের সকল সদস্যদের সাথে শেয়ার করবো।

আজ আমি আমার পোস্ট টির নাম দিয়েছি, "দীর্ঘ সময় অপেক্ষার পর নিজ শিক্ষা-প্রতিষ্ঠানে যাওয়ার অনুভুতি "
তাহলে শুরু করা যাক আজকের পোস্ট টি,

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ও খোলার সময়কালঃ

বিগত বছরের অর্থাৎ ২০২০ সালের মার্চ মাসের ১৭ তারিখ থেকে বাংলাদেশের শিক্ষা-মন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দেয়া হই।এর পর ধাপে ধাপে দিন এর পর দিন,মাস এর পর মাস শিক্ষা-প্রতিষ্ঠান এর ছুটি বাড়ানো হয়ে থাকে।যখন ই সরকার কর্তৃক শিক্ষা-প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি গ্রহন করা হয় ঠিক তখন কেন জানি করোনার আক্রমণ আমাদের দেশে প্রবল বেগে বেশী হই।সরকার কতৃক ঘোষণা করা হয়,যখন করোনার আক্রমণ এর হার ১০% এর নিচে নেমে আসবে ঠিক তখন ই শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।কিন্তু করোনার সংক্রমনের হার কোনো ভাবে ২০ শতাংশ এর নিচে নেমে আসছিলো না।এর পর সরকার কর্তৃক ১৮ বছরের বয়সী শিক্ষার্থীদের "করোনা টিকা" এর আওতাধীন আনার পর বাংলাদেশে করোনার সংক্রমণ অনেকাংশে ই কমে আসে। এবং দীর্ঘ প্রতিক্ষার পর গিত ১২ ই সেপ্টেম্বর ২০২১ সালে প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজ খুলে দেওয়া হয়।কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয় নি। কারন বেশীর ভাগ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হল এ থাকার কারনে এখানে করোনা সংক্রমন বেশী হওয়ার আশংকা রয়েছে।তাই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে এখনো উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির মতামত এর জন্য অপেক্ষা করা হচ্ছে।

দীর্ঘদিন পর শিক্ষা-প্রতিষ্ঠান এ গিয়ে আমার ক্লাস করার অনুভুতিঃ

ক্লাস এর সময় ৮ টা বাজে হওয়ার কারনে আমি আজ সকাল ৬.০০ টা বাজে ঘুম থেকে উঠেছি।আমার বাসা থেকে আমার শিক্ষা-প্রতিষ্ঠান পর্যন্ত যেতে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে।এবং যাত্রা কালে দুটি বাসে করে যেতে হয়।

বাসা থেকে বের হয়ে বাস স্টপ এ গিয়ে প্রথম বাসে উঠলাম উদ্দেশ্য বসুন্ধরা বাস স্টপ থেকে রামপুরা বাস স্টপে যাওয়ার জন্য।

IMG_20210913_074720.jpg

What3words Location Code:

https://w3w.co/sharpness.lucky.scanner

বাসের ভিতরে তোলা একটি ছবি।

বাসে যাওয়ার পথে একজন হকারের কাছ থেকে অতি সুলভমূল্য কিছু সার্জিক্যাল অন টাইম ব্যাবহার করার জন্য কিছু মাস্ক কিনলাম।

IMG_20210913_074751.jpg

What3words Location Code:

https://w3w.co/sharpness.lucky.scanner

বাস থেকে কেনা মাস্ক এর ছবি

চিরচেনা জ্যাম পেরিয়ে রামপুরা বাস স্টপ এ গিয়ে আরেকটি বাসের অপেক্ষা

IMG_20210913_081112.jpg

What3words Location Code:

https://w3w.co/bunks.action.flagpole

খুব শীঘ্রই আরেকটি বাসের ও দেখা পেয়ে গেলাম এবং উঠে পড়ে কলেজের পথে রওনা হলাম।

কিছুসময় অতিবাহিত হওয়ার পর আমি আমার প্রানের ক্যম্পাস "ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট "এ এসে পৌছালাম।

IMG_20210913_120337.jpg

What3words Location Code:

https://w3w.co/twitches.videos.good

এটি আমাদের ক্যাম্পাস এর মেইন গেইট।

IMG_20210913_120124.jpg

What3words Location Code:

https://w3w.co/twitches.videos.good

এটি আমাদের ক্যম্পাসের পকেট গেইট।

কলেজে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে দাড়িয়ে কথা বলতেছে,ক্লাস তখন ও শুরু হই নি।

IMG_20210913_085352.jpg

What3words Location Code:

https://w3w.co/twitches.videos.good

তাদের সাথে আমি ও দাঁড়িয়ে ছিলাম কিছু সময় এবং কথা বলছিলাম সবার সাথে।

IMG_20210913_085446.jpg

What3words Location Code:

https://w3w.co/twitches.videos.good

কিছু সময় পর একটি স্যার আসলো ক্লাস নেওয়ার জন্য এবং ক্লাস রুমে প্রবেশ করে দুরত্ব মেনে বসে ২টি ক্লাস সম্পন্ন করলাম।

IMG_20210913_104455.jpg

What3words Location Code:

https://w3w.co/twitches.videos.good

ক্লাস রুমে বসে ক্লাস করার মাঝের বিরতি সময় তোলা একটি ছবি।

অবশেষে আজকের মত ক্লাস শেষ করে আমি আমার ক্যম্পাস কে বিদায় জানিয়ে বাসার পথে রওনা হলাম

জদিও বাসার পথে যাওয়ার সময় আজ বেশী একটা ট্রাফিক জ্যামের সম্মুখীন হয় নি।।তবুও তুলনা মূলক একটু না একটু জ্যম তো থাকবেই।এবং থাকাটা ই স্বাভাবিক।

IMG_20210913_121001.jpg

What3words Location Code:

https://w3w.co/stewing.structure.moon

বাসার পথে যাওয়ার রাস্তার ছবি

IMG_20210913_144029.jpg

What3words Location Code:

https://w3w.co/amplifier.event.releasing

এসি বাসে বসে থেকে তোলা একটি ছবি।

সবশেষ সুস্থ ভাবে বাসায় এসে পৌছালাম। এবং বাসায় এসে দুপুরের খাবার সম্পন্ন করলাম।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ে দেখার জন্য।যদি কোনো ভুল-ভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট এর মাধ্যমে জানবেন।এবং আমি আমার কমিউনিটি "আমার বাংলা ব্লগ" থেকে রেসপোন্স পাবো বলে আমি আশাবাদী।

আসসালামু আলাইকুম

Sort:  

এরপর থেকে প্রতিটি ছবির নিচে what3words লোকেশন কোড দিবেন ।লোকেশন কোড কিভাবে দিতে হয় যদি জানা না থাকে তাহলে আমাদের ডিসকর্ডে যুক্ত হন। সেখানে টিউটোরিয়াল আর্কাইভে একটি পোষ্ট দেয়া আছে। সেই পোষ্টটি ভালভাবে পড়ুন। আশাকরি আপনার স্টিমিট জার্নি অনেক সুন্দর হবে। কষ্ট করলে কেষ্ট মেলে। আপনার জন্য শুভকামনা।
Screenshot_20210913-142141.jpg

@rupok

ধন্যবাদ আপনাকে আমার ভুল টি ধরিয়ে দেওয়ার জন্য।পরবর্তীতে আমি এই বিষয়ে আরো বেশী সচেতন থাকবো।

এবং ইতিমধ্যে আমি আমার পোস্ট টি তে what3words code টি আপডেট করেছি।

ধন্যবাদ আপনাকে।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষার্থীদের অনেক ভালোবাসা দেখা যাচ্ছে এই সময়ে।সকল শিক্ষার্থীদের মনে যেন বয়ে যাচ্ছে আনন্দের হাসি।সকলেই শিক্ষার আলোয় আলোকিত হতে যাচ্ছে আবারও।শুভ কামনা রইলো সকল শিক্ষার্থীদের জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্তটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে আমার পোস্ট টি পড়ে দেখার জন্য