My Town Ten Picture || 17 September 2021 || 2% beneficiaries @bd-charity account
আসসালামু আলাইকুম
আমি @jahidshikder
আমার প্রান প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন
এবং আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজ ষষ্ঠ বারের মতন আবারও আমি আমার এলকার ১০ টি ছবি নিয়ে হাজির হলাম। এবং ছবির সাথে ছবির লোকেশন সহ কিছু বিবরন দেয়ার জন্য ও আমি চেষ্টা করেছি।আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগলেই আমি সার্থক।তাহলে শুরু করা যাক,
প্রথম ছবি
What3words Location Code:
https://w3w.co/frock.broth.pest
প্রথম নাম্বারের ছবিটিতে আমরা যেই গাছ টিকে দেখতে পাচ্ছি তার নাম "বুদ্ধ নারিকেল"। গাছটির নাম শুনে আকর্ষন হওয়ার কারনে ই গাছটির ছবিটি আমি তুলেছিলাম।গাছটি একটি নার্সারিতে গিয়ে তুলেছিলাম।
দ্বিতীয় ছবি
What3words Location Code:
https://w3w.co/abruptness.grazed.welded
দ্বিতীয় ছবিটিতে আমরা একটি " বিল" দেখতে পাচ্ছি যা "কচুরিপানা " দিয়ে ভরে গেছে।বিল দেখতে ঘুরতে যাওয়ার সময় এই ছবিটি আমি তুলেছিলাম।
তৃতীয় ছবি
What3words Location Code:
https://w3w.co/certainly.galleys.dangerously
তৃতীয় নাম্বার ছবিটিতে আমরা একটি ছোট ব্রিজ দেখতে পাচ্ছি।যা মূলত ট্রেন চলাচলের জন্য তৈরি করা হয়েছে।এটি গোপালগঞ্জ জেলার একটি রেল ষ্টেশন "চন্দ্রদীঘিলিয়া রেল ষ্টেশন "এর কাছে অবস্থিত।
চতুর্থ ছবি
What3words Location Code:
https://w3w.co/anvil.addition.pasted
ষষ্ঠ নাম্বার ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি গরুর বাচ্চা।যা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় "বাছুর "। সমাজে একটা কথা প্রায় শুনতে পাওয়া যায়," বাছুর ৭ বার আছাড় না খেলে হাটা শিখে না"।জানি না কত টুকু সত্য এই কথাটি।
পঞ্চম ছবি
What3words Location Code:
https://w3w.co/wallpapers.countdown.shields
পঞ্চম নাম্বার ছবি টিতে আমরা তিন জন শিশু কে দেখতে পাচ্ছি।এরা সবাই আমার সম্পর্কে ভাই হই।শিশু রা নিষ্পাপ।তাই এদের হাসি গুলো ও অনেক সুন্দর হয়।তাই এদের হাসির মুহুর্তে ছবিটি তুলেছিলাম।
ষষ্ঠ ছবি
What3words Location Code:
https://w3w.co/reworks.rudimentary.preparation
ষষ্ঠ নাম্বার ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি "স'মিল"।এই স'মিলে মুলত গাছ কে খন্ড খন্ড করে ব্যাবহার এর উপযোগী যেমন-খাট,ফার্নিচার ইত্যাদি বানানোর জন্য উপযোগী করা হয়।
সপ্তম ছবি
What3words Location Code:
https://w3w.co/probably.ironic.brightly
সপ্তম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সপ্নের একটি নাম "পদ্মা সেতু"। এই সেতু টি পৃথিবীর দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মা নদীর উপর অবস্থিত। ৬.১৫ কিলোমিটার লম্বা এই সেতুটি বাংলাদেশের রাজধানীর সাথে দক্ষিম বঙের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার সাথে সাথে বাংলাদেশের অর্থনৈতিক খাতে জিডিপি এর মান উন্নয়নে সহায়তা করবে।জদিও সেতুটির কাজ এখনো চলমান।তবুও আশা করার যায় আগামী বছরের শেষের দিকে এই সেতু টি উদ্ভোবন হবে বলে আমরা আশাবাদী।
অষ্টম ছবি
What3words Location Code:
https://w3w.co/farm.subway.approve
অষ্টম ছবিটিতে আমরা লাল মেঘ দেখতে পাচ্ছি।এই মেঘের ছবিটি সন্ধ্যার কিছু সময় আগে তোলার কারনে মেঘটি কিছুটা লাল বর্নের দেখা যাচ্ছে।আমার কাছে মেঘটি তখন খুব ভালো লাগার কারনে ছবিটি তুলেছিলাম।
নবম ছবি
What3words Location Code:
https://w3w.co/mend.torched.replace
নবম ছবিটিতে আমরা একটি বিল্ডিং টি দেখতে পাচ্ছি জদিও এটি কোনো সাধারণ বাসা বাড়ি নয়।এটি একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার।এটির পুর্ন নাম "বাংলাদেশের -কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার"। এটি কোরিয়ার অর্থায়নে বাংলাদেশের বেকার যুব সমাজকে ট্রেনিং দিয়ে ককর্মসংস্থান এর সুযোগ করে দেয়।যা খুবই ভালো একটি উদ্যোগ।
দশম ছবি
What3words Location Code:
https://w3w.co/crab.emporium.pulsing
দশ নাম্বার ছবিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি যা বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে অবস্থিত। এই বিল্ডিং টি খুবই মজবুত করে বানানো হয়েছে।যা বিল্ডিং টিকে দেখলেই বোঝা যাচ্ছে।
some pictures were really awesome
আপনাকে ধন্যবাদ আমার পোস্টটি পড়ে দেখার জন্য
nice pictures.
ধন্যবাদ বন্ধু