"মহল্লার যুবকরা মিলে ইফতার পার্টির আয়োজন"

in Incredible India9 months ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-03-30_05_45_13.jpg

আমি আপনাদের মাঝে একটি ভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের ভিন্ন বিষয় হলো মহল্লার যুবকরা মিলে ইফতার পার্টির আয়োজন এটি সুন্দরভাবে তুলে ধরতে ও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম।

কোন পার্টি বা কোন অনুষ্ঠান একদিনেই করা সম্ভব না এটি অনেক সময় নিয়ে পরিকল্পনা করে করতে হয় যত সময় নিয়ে পার্টি অনুষ্ঠান করবেন ততটাই সুন্দর হবে। তেমনি এই ইফতার পার্টি সপ্তাহখানেক আগে থেকেই করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সবাইকে বলা এরপর চাঁদার তারিখ ফিক্সড করা কোন দিন খাওয়াবে সেটা ফিক্সড করা কোথায় খাওয়াবে সেটাও জানানো এটা একদিনের হতে পারে না।

IMG20250328174201.jpg

ইফতার পার্টির চাঁদা ছাড়া প্রায় সমস্ত কথা একদিনে হতে পারে কিন্তু চাঁদা সাথে সাথেই কেউ দিয়ে দেয় বা কেউ দেয় না চাঁদার জন্য ওদের পিছনে ঘুরতে হয় বলতে হয়। এরপর একটি অনুষ্ঠানের শুরু হয়।

তেমনি এই অনুষ্ঠান সপ্তাহখানেক ধরে চলছে উৎসাহ টা মসজিদে ইফতার করেছিলাম আমরা কিছু যুবকরা মিলে, এরপর একদিন জুম্মার পরে কয়েকজন দাড়িয়ে সিদ্ধান্ত নেয় যে বাহিরে কোথাও ইফতার করা হলে খুব ভালো হবে।

IMG20250328174541.jpg

একটি মহল্লার মধ্যে কয়েকজন যুবক থাকে না অনেকগুলোই থাকে যেমন আমাদের মহল্লায় বলেন, এখানে প্রায় সকলেই ব্যস্ত কেউ পড়াশোনা করছে কেউ বাহিরে থাকে কেউ চাকরি করছে কেউ অল্প বয়সে সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে গেছে।

আমি জানিনা এই মহল্লাতে আগে এরকম ইফতার পার্টি আয়োজন করছে কিনা আমি এই প্রথম এই অনুষ্ঠানের অংশগ্রহণ করি। ঈদের ছুটির প্রায় অনেক মানুষ বাড়িতে চলে এসেছে আবার আমাদের মহল্লা থেকে অনেক মানুষ চলেও গেছে এগুলো ভাড়াটিয়া।

সপ্তাহখানেক আগে প্রায় সকলকেই একজন একজন করে জানানো হয় , এরপরে চাঁদার তারিখ জানিয়ে দেই। ২২ জনের মতো টাকা জমা দেয়ার পরে, অনুষ্ঠানের তারিখ ও জানিয়ে দেয় ২৭ রমজান শুক্রবার ইফতার পার্টির আয়োজন করা হবে। ঈদের ছুটিতে অনেকেই চলে এসেছে দু একজন বাদ দিয়ে এগুলো ২৭ রমজানে চলে আসবে বাড়িতে তখন সবাই মিলে অনুষ্ঠান করলে অনেক আনন্দ হবে মজা হবে।

IMG20250328175127.jpg
IMG20250328174545.jpg

আমাকে যখন জানানো হয়েছিল তখন সিদ্ধান্ত দিতে পারি নাই কেননা বাহিরের আমাকে কম যেতে দেয়, যুবকদের সাথে খুব কম মেলামেশা করতে দেয়। যা প্রয়োজন হয় তা আব্বু আমাকে বাড়িতেই নিয়ে এনে দেয় বাড়িতেই আমি এগুলো নিয়েই থাকি।

আমাকে বলার পর আমি বাড়িতে এসে আম্মুকে বলি প্রথমে আম্মু রাজি হলে আব্বুকে আম্মু বলে, আমাকে একটি কথাই বলে সাবধানে করবে তাড়াতাড়ি করে চলে আসবে। শুক্রবার সারাদিন কাজ করে সন্ধ্যার দিকে লাইট জ্বালিয়ে দেওয়ার জন্য যখন পোল্ট্রি ফার্মে গিয়েছিলাম তখন রাস্তায় একজনের সাথে দেখা হয় সেও অনুষ্ঠানে যাচ্ছে আমাকে যাওয়ার জন্য বলে আমি লাইট জ্বালিয়ে রেডি হয়ে চলে আসব তাদেরকে চলে যেতে বলি।

IMG20250328175048.jpg

এই কাজগুলো শেষ করে আমি অজু করে চলে যায় কারণ একটু দূরেই ইফতার পার্টির আয়োজন করা হয় যদি সম্ভব হয় ওইখানেই মাগরিবের নামাজ আদায় করে নেব। এসে দেখি ফল কাটছে আর কয়েকজন পানির জন্য চলে গিয়েছে নরমাল পানির জন্য শরবত তৈরি করছে আমি এসে দাঁড়িয়ে থাকি।

IMG20250328175619.jpg

মাগরিবের আজান দেওয়ার আগেই জুনিয়র কিছু ছেলেরা এগুলো রেডি করে সবার প্লেটে প্লেটে দিয়ে দেয় মাগরিবের আযানের আগে আমরা দোয়া করি এরপর মাগরিবের আজানের জন্য অপেক্ষা করি মাগরিবের আযান দিয়ে দিলে আমরা ইফতার খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়ি।

IMG20250328180318.jpg

সবুজ ধান ক্ষেতের মাঝি ইফতার করতে পেরে খুব আনন্দ লাগছে আমার খুব ভালো লাগছে এরকম সুন্দর পরিবেশে সৌন্দর্য জায়গায় ইফতার করতে পারবো এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই।

IMG20250328180907.jpg

ইফতারের সাথে মোরগ পোলাও ছিল বড়দের সিদ্ধান্ত ছিল তেহেরি নিয়ে আসার কিন্তু ছোটদের সিদ্ধান্ত ছিল মোরগ পোলাও নিয়ে আসা তাই ছোটদের কথাই মেনে আমরা মোরগ পোলাও নিয়ে আসা হয়।

IMG20250328180543.jpg

ইফতার করে যার যার অজু ছিল তারা মাগরিবের নামাজ ওইখানে আদায় করে নেই, মাগরিবের নামাজ শেষ করে আমি ওইখানে আর তাদের সাথে আড্ডা না দিয়ে চলে আসি কেননা ঐখানে শুধু সবার মুখেই সিগারেট ছিল আমি সিগারেটের ধোঁয়া আমার কাছে খুব খারাপ লাগে আমি বাড়িতে চলে আসি ।

আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...
 9 months ago 

এটা আসলেই ঠিক আসলে আপনারা যেহেতু পুরুষ মানুষ বিভিন্ন জায়গায় বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের সময় কাটাতে অনেক বেশি পছন্দ করেন তবে আমরা চেষ্টা করলেও সেটার হয়ে ওঠেনা আজকে আপনাদের মহল্লার সবাই মিলে আপনারা ইফতারের আয়োজন করেছেন যেটা দেখে বেশ ভালো লাগলো রমজান মাসে আসলে এ ধরনের উদ্যোগ নেয়া খুব ভালো যাই হোক সবার সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমাদের সাথে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।