Better life with steem || The Diary Game || 9 May 2024 ||

in Incredible India23 days ago

_1715272567609.jpg

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন বন্ধুরা ? আশা করি ভালো আছেন সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আশীর্বাদে ভালো আছি আলহামদুলিল্লাহ।

আমি আপনাদের মাঝে আমার আজকের সারাদিনের কেমনে পার করছি তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম।

সকাল বেলা


আজকে সকালে আম্মা ডাকে আমার ঘুম ভাঙ্গে তখন ঘড়িতে তাকিয়ে দেখি ৫:১৪ বাজে তাই আমি দেরি না করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিল পাড়ে চলে যায়

IMG_20240509_204313.jpg

কারণ আজকে সকাল বেলা আমাদের বিল থেকে মাছ তুলতেছে।

IMG_20240509_204403.jpg

IMG_20240509_204509.jpg

IMG_20240509_204446.jpg

ওইখানে গিয়ে কিছু সাহায্য করে গাড়িতে মাছ তুলে দিয়ে । চাবি নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি এবং লাইট অন করে বাহিরের লাইট অফ করেন বাড়িতে চলে আসি।

বাড়িতে এসে কিছুক্ষণ মোবাইল নিয়ে শুয়ে থাকি সাড়ে ছয়টার দিকে আবার পোল্টিতে গিয়ে সকালে খাবার দেই এবং তার পরে ফ্লোর পরিষ্কার করে মুরগিকে আগের পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দেয়।

কাজগুলো শেষ করে আসতে আসতে প্রায় দশটা ত্রিশ উপরে বাজে ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়া শেষ করি কিছুক্ষণ মোবাইল নিয়ে চাপাচাপি করার পরে ভালো লাগতেছিল না তাই আমাদের গাছের থেকে কয়েকটা আম পেরে ভাড়াটিয়া দেয় তার কিছুক্ষণ পরই আমের ভর্তা বানিয়ে আমাকে দেয়।

IMG20240509110002.jpg

আমের ভর্তাটা অনেকটাই ভালো হয় ছিলো মজা করে খেলাম, এবং তাহাকে একটি ধন্যবাদ প্রদান করিলাম সে মুচকি হাসি চলে গেল।

১১ টার দিকে গরম কিছুটা অনুভব হয় করি তাই পোল্ট্রি ফার্মে গিয়ে ফ্যান গুলো দিয়ে বাড়ি দিকে চলে আসি ।

IMG20240509144026.jpg

দুপুর বেলা+বিকেল বেলা


কিছুক্ষণ বসে থাকার পরে আমি গোসলটা শেষ করে কিছুক্ষণ মোবাইল নিয়ে চাপাচাপি করে একটার দিকে ডিম তুলতে চলে আসি। ‌

IMG20240509143914.jpg

IMG20240509141127.jpg

ডিম তুলতে আমার অনেক ভালো লাগে, তাই আমি বাড়িতে থাকলে একা একা ডিম তুলি। তা শেষ করে

IMG20240509143352.jpg

বাড়ি এসে হাতমুখ ধুয়ে দুপুরে খাবার খাই এবং বাহিরে কিছুক্ষণ বসে থাকি। চারটার দিকে মুরগিকে খাবার দিতে আবার চলে আসি পানিও দেওয়া হয় তার সাথে।

কাজগুলো শেষ করে বাহিরে ঘোরাফেরা করি, মনে পড়লো বাস স্ট্যান্ড কিছু দরকারি কাজ বাকি ছিল তাই কাজগুলো শেষ করার জন্য বাজারের দিকে চলে আসি ।

বাস স্ট্যান্ডের কাজগুলো শেষ করতে আমার এক ঘন্টার বেশি লেগে যায়। সন্ধ্যা হয়ে গেলেই তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে আসি।

সন্ধ্যাবেলা + রাত্রিবেলা


পোল্ট্রি ফার্মের সন্ধ্যার লাইট দেওয়া শেষ করে কিছুক্ষণ মোবাইল চাপি এবং কাকিদের বাড়িতে চলে আসি। আড্ডা দিতে এর মাঝামাঝি মোবাইলে গেমস খেলি।

গল্প করতে আমার অনেক টাই ভালো লাগে সময়টাও ভালো যায় তাই আটটার দিকে আমি আমাদের বাড়িতে চলে আসি। কিছুক্ষণ মোবাইল চাপে ৮:৪০ এর দিকে পোল্ট্রি ফার্মে চলে আসি এসে লাইট অফ করে।

বাড়ির দিকে চলে আসি ফ্রেশ হয়ে রাত্রে খাবার শেষ করি পোস্ট লিখতে বসে যাই পোস্ট লেখা শেষ করে সাবমিট করি ঘুমিয়ে পড়ি।

আমার জীবন থেকে এমনি করে একটি দিন চলে যায়।
আজকের পোস্ট এ পর্যন্তই আবারো দেখা হবে অন্য কোন দিনের কার্যলিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 22 days ago 

আপনাদের মতো আমাদের বাড়িতেও মুরগির ফার্ম রয়েছে এবং সেগুলো প্রতিদিন ডিম দেয়। বাড়িতে থাকলে আমিও সেখানকার কাজে সাহায্য করার চেষ্টা করি। কোন পেশাকে অবহেলা করা উচিত নয়। আপনাদের আজ মাছ ধরেছে, আশা করি বড় বড় মাছ পেয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 21 days ago 

ঠিক বলেছেন ভাইয়া কোন পেশা ছোট করে এবং অবহেলা করতে নেই সব পেশায় সমান আমার পোস্ট পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ।

 21 days ago 

হ্যা সব পেশাকেই সমান গুরুত্ব ও সম্মান দেওয়া উচিত। তবে দুঃখজনক হলেও সত্যি আমরা সেটা করি না। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67621.06
ETH 3787.11
USDT 1.00
SBD 3.50