মামাতো বোনের বিয়ে। পর্ব-২
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
মামাতো বোনের ক্ষীর এর অনুষ্ঠান শেষে কাজিনদের সাথে একটু বাইরে বের হয়েছিলাম ঘোরাঘুরির জন্য। সেদিন নানিদের এলাকায় নাইট ফুটবল খেলা চলছিল। তাই সর্বপ্রথম আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম সেখানকার পরিবেশ ভিজিট করতে। আমরা সেখানে গিয়ে দেখি মারুফ ভাই এবং আমার দুলাভাই আগে থেকেই সেখানে উপস্থিত হয়েছিল। তখনো খেলা শুরু হয়েছিল না। আমরা কয়েকজন সেখানে দাঁড়ালাম আর বাকি কয়েকজন আমাদেরকে না নিয়েই গিয়েছিল আশপাশে একটু ঘোরাঘুরি করতে।
তো আমরা সেখানে দাঁড়িয়ে পরিবেশটা দেখলাম। খেলা শুরু হতে দেরি হচ্ছিল আর বেশ গরম করছিল তাই এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম বাকিদেরকে খোজার। তাই সেখানে মারুফ ভাইয়া এবং দুলাভাইকে রেখেই আমরা চলে গেলাম বাকিদেরকে খুঁজতে। স্কুলের ফিল্ড থেকে বাইরে বেরিয়ে কিছুক্ষণ খোঁজার পরেই সবাইকে পেয়ে গেলাম। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে বেশ ভালোই গল্প করছিলাম। তবে বেশ গরম পড়ছিল। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম একটি ঠাণ্ডা কোমল পানীয় কিনে সবাই মিলে খাওয়ার। যেই কথা সেই কাজ সামনে একটা দোকান থেকে দুই লিটারের একটি কোমল পানি কিনে নিলাম। সামনে কিছু দূরে একটি ফাঁকা জায়গায় গিয়ে সবাই একে একে সেটাকে শেষ করলাম এবং এর মাঝে বেশ মজার কথাবার্তা চলছিল। আসলে কাজিনরা একসাথে হলে যে কথাবার্তা গুলো চলে আর কি।
যাইহোক এরপর বাড়িতে এসে হালকা খাওয়া দাওয়া করলাম। তারপর আরো কিছুভাবে মজা করার চেষ্টা করেছিলাম। এছাড়াও একটা সময় গল্প করেও পার কাটিয়ে ছিলাম। তো দিন শেষে একপর্যায়ে চলে এলো ঘুমানোর টাইম। বাড়িতে অনেক মানুষজনের আগমন। শেষ দিকে দেখলাম ঘুমানোর জায়গা শট পড়বে,তাই আমরা সিদ্ধান্ত নিলাম ছাদে ঘুমানোর। তো যেই কথা সেই কাজ ছাদের উপর পাটি বিছিয়ে একটা বালিশ নিয়েই ঘুমানোর চেষ্টা করলাম। বেশ অনেকক্ষণ পরেই ঘুমিয়েছিলাম সেদিন রাতে।
তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের পোষ্টের মাধ্যমে মামাতো বোনের বিয়ের সময় কাটানো কিছু মুহূর্ত শেয়ার করলাম ইনশা-আল্লাহ পরবর্তী পোস্টেই বিয়ের বাকি অংশগুলো শেয়ার করব। আর শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন আপনাদের কি কখনো ছাদে ঘুমানোর অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে জানাতে পারেন। তো আজকের মত এটুকুই।আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মামাতো বোনের বিয়েতে বেশি ভালোই এনজয় করেছেন দেখছি, সেই সাথে বেশ ঘুরাঘুরিও করেছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকেও ধন্যবাদ মন্তব্যটি করার জন্য।
বিয়ে মানেই আনন্দ।আর মামা বাড়িতে বিয়ের অনুষ্ঠান মানে বেশিই আনন্দ।মামাতো বোনের বিয়েতে বেশ মজা করেছেন।কাজিনদের মধ্যে মাতুল গোষ্ঠীর লোকজনদের সাথে বন্ডিং সবার ভালো থাকে। শুভকামনা আপনার বোনের জন্য।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।