A Bangali Poem Written by my Bro!
আকাবাকা রাস্তা নতুন
পায়ে মারানো ঘাস
নীল আকাশে উড়েছি আমি
তুই প্যরাসুট হয়ে ভাস
রপ্ত করেছি নখের ডগায়
মটরশুটি থেকে মটরদানা
আইনস্টাইন আর নিউটন
আমার কাছে তাই অজানা
সাইকেলের ওপর ঝাঁপিয়ে পড়ে
পা দুটোর কতো জোর
পড়তে যাওয়ার তাড়া ছিল
আর চাওয়া ছিল শুধু তোর
মাথার ওপর দিয়ে পেরিয়ে যেত
আলো থেকে কোয়ান্টাম
শুধু তোকে দেখতাম বলে
চুম্বকত্ব পায়নি তার দাম
নিউটন যখন পিছু ছাড়ল
জায়গা নিল স্নেল
মনে শুধু ফাটছিস তুই
আমি তখন পাস্কেল
কত শিক্ষক এলোগেলো
শিখলাম না তাও গণিত
পয়তাল্লিশ ডিগ্ৰী কোনের আলো
দেওয়ালে সেটেছে পিঠ
চাপে ভরা মাথা যখন
সিগারেটে দেয় টান
বড্ড তোকে মনে পড়ে
ফিজিক্সে মেশা তুই আমার প্রাণ