| 🌼🌺🌺The Dairy Game session: 09 // Simple Day / 28-12-2021 / 30%-for hive-138339
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ্র রহমতে ভালো আছি।আমার ইউজার আইডি হল @july08,
আজ আমি আপনার সাথে আমার আজকের দিনের ডায়েরি শেয়ার করছি।আশা করি এটা আপনাদের পছন্দ হবে।
নতুন গাছের গাঁধা ফুল।
সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করি। ফজরের নামায শেষ করার পরে। নামাজের পাটি থেকে উঠে গিয়ে ব্রাশ করি। তারপরে রুমে গিয়ে কিছুখন বই পড়ি। কিছুক্ষণ বই পড়ার পর উঠে গিয়ে সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করি। সকালের নাস্তা সবার খাওয়া শেষে থালা বাসন গুলো ধুয়ে ফেলি। এরপর মায়ের সাথে দুপুরের খাবার তৈরির জন্য মাকে কাজে সাহায্য করি। দুপুরের খাবার তৈরি করতে করতে প্রায় যোহরের আযান দিয়ে দেয়। আমি তারপরে গোসল করতে চলে যাই। গোসল করে এসে নামাজ পরতে যাই।
আজকে দুপুরের খাবারে খিচুড়ি খাওয়া।
নামাজ শেষ করে উঠে দুপুরের খাবার খাই। খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নেই। বিকেল ৪ টার দিকে ঘুম ভেঙে যায়। এরপর ঘুম থেকে উঠে ফ্রেশ হই। অজু করে আসরের নামাজ পড়ি । তারপরে একটু চা বানিয়ে এক কাপ চা খাই। চা খাওয়ার পরে বাহিরে গিয়ে কিছুক্ষণ হাঁটাচলা করি। তার পরে মাগরিবে আযান দেয় বাসায়ে ফিরে আসি। বাসায় এসে ওজু করে নামাজ পরতে যাই।
সন্ধ্যায় বাজারের দিকে যাওয়া।
মাগরিবের নামাজ পড়ার পরই একটু তাড়াতাড়ি তৈরি হই পরে আম্মুকে নিয়ে বাজারের দিকে যাই। বাজারে গিয়ে একটি ফার্মাসিতে ঢুকি কিছু ওষুধ কেনার জন্য। কিছু ওষুধ কিনে এর পরে বাসায় চলে আসি বাসায় আসতে আসতে এশার আযান দিয়ে দেয়।
রাতে বরইয়ের আচার খাওয়া।
এবার বাসায় এসে ওয়াশরুমে গিয়ে ওজু করে এশার নামাজ আদায় করি নামাজ পড়ার পর কিছুক্ষণ বসে গল্প করি। এরপরে ভাইয়া কিছু বরই এনেছিলো সেগুলোর আচার বানাই। কাঁচা বরইয়ের আচার বানানোর পরে সবাই মিলে খাই আর অনেকক্ষণ গল্প করি। এর কিছুক্ষন পরে রাতের খাবার খেয়ে বিছানায় চলে আসি।
JOIN WITH US ON DISCORD SERVER:
অনেক পরিশ্রম করেছেন আজ। বড়ইয়ের আচার খেতে আমিও খুব পছন্দ করি। সুন্দর ডায়েরি লিখেছেন।
ধন্যবাদ আপনাকে।
কিসের বই পড়েছিলেন আপনি??সুন্দর ডাইরি লিখেছেন।
পৌরনীতি বই পড়ছিলাম পরিক্ষার জন্য।