The December contest #1 by @sduttaskitchen| Significance of Entertainment!

in Incredible Indialast month

Neutral Minimalist Romantic Photo Collage.png
Photo edited by canva

হ্যালো বন্ধুরা, আমি করবী আমিন আছি আপনাদের সাথে, যুক্ত হয়েছি এই এক অসাধারণ প্রতিযোগিতার মাধ্যমে , "বিনোদন" যা আমাদের জীবনের একটা অংশ এটা ছাড়া জীবন তাকে সঠিক ভাবে নিয়ে যাওয়া সম্ভব, তুলে ধরার চেষ্টা করব আমি আমার মতামত কে আপনাদের মাঝে,,।যাচ্ছি মূল প্রশ্নে ।

How does the word Entertainment has to carry value in your lifestyle?

আমি আমার নিয়মিত জীবন যাত্রায় প্রতিনিয়ত এই বিনোদন রাখার চেষ্টা করি,,, চেষ্টা করি বলা টা কিঞ্চিৎ পরিমান ভুল হবে,,আমি চেষ্টা করি প্রতিনিয়ত নিজেকে বিনোদন দেওয়ার, প্রতিদিনের রুটিন এর মাঝে , আমি বিকাল টা কে বেছে নিয়েছি নিজেকে কিছুটা বিনোদন দেওয়ার জন্য,,এবং বিনোদনের মূল্য আমার প্রতিদিনের রুটিনে অনেক দামী,,কেননা আমি মনে করি শুধু স্বামী, সন্তান, সংসার নিয়ে পড়ে থাকলে, কোন একদিন আমি রোবোটে পরিনিত হয়ে যাবো,এই জীবনের স্বাদ খুঁজে পাবো না।।বিনোদন আমাকে কষ্ট গুলো ভুলিয়ে রাখে কাজের চাপ গুলো খানিক টা কমিয়ে দেয়,সেই সাথে মানসিক চাপ অনেক টা কমে যায়। তাই আমি মনে করি আমার জীবনে বিনোদনের মূল্য অনেক বেশি,,

Which things do you follow to overcome your stress?

আমি সব সময় মানসিক চাপ কাটি উঠতে ,, সর্বপ্রথমে সৃষ্টিকর্তা কে স্মরণ করি , এর পরে আসি বিনোদনের পর্বে, মাঝে মাঝে তো এত বেশি মাথার উপরে চাপ থাকে, তখন সে সময় মানসিক চাপ কমাতে, আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়ি, আর বর্তমান সময়ে এমন এমন কিছু ফানি ভিডিও রয়েছে যেগুলো দেখলে আপনি যত মানসিক চাপের মধ্যে দিয়েই থাকুন না কেন, যদি পুরান ঢাকার চিপার মধ্যেও আপনি পড়ে যান,দেখার পরে কিছুটা হলেও একটু স্বস্তি পাবেন,,মানে হাসতে হাসতে মানসিক চাপ কোথায় উড়ে যাবে নিজেও বুঝবেন না ,,,।

তবে হ্যাঁ, এগুলো থেকে কিছু শেখার থাকে না,শুধু মজাটা এই নিতে পারবেন, তাই আমি কখনো কখনো মানসিক চাপ কাটাতে মুভি, দেখি গান শুনি, এবং অনেক রিয়েলিটি শো আছে যেগুলো দেখি। আমার কাছে মনে হয় শো গুলো দেখলে অনেক কিছু শেখা যায়,,এবং ততক্ষণে আমি কিছুটা হলেও মানসিক চাপ কাটিয়ে উঠতে পারি। এবং নিজেকে কিছুটা হলে মানসিক শান্তি দিতে পারি ,,,,।

Do you believe besides performing responsibilities, we are required to Entertain ourselves to rejuvenate?

হ্যাঁ আমি অবশ্যই মনে করি। আমাদের নিজেদের উজ্জীবিত করার জন্য বিনোদন দেওয়াটা খুবই জরুরী,, কেন না আমরা প্রত্যেকটা মানুষই কোন না কোন কাজের সাথে জড়িত, চাকরি, ব্যবসা-বাণিজ্য, সেটা বিভিন্ন ধরনের কাজ হতে পারে বা হতে পারে আমার মতন নিয়োজিত গৃহিণী,,সারাক্ষণ সংসার, সন্তান স্বামী, এদের নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমরা অনেক বেশি বোরিং হয়ে যাই ,,, তখন আমাদের কিছুটা সময়ের জন্য হলেও ছুটি নেওয়া প্রয়োজন নিজেকে বিনোদন দেওয়ার জন্য,,,,।

শুধু যে সোশ্যাল মিডিয়া, টিভি,ও মুভি দেখে বিনোদন নেওয়া যায় এমনটা কিন্তু না, আপনি চাইলে আপনার প্রিয় মানুষটির সাথে অন্যরকম সময় কাটাতে পারেন, কোথায় ঘুরতে যেতে পারেন, কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন, এবং নিজেকে নিয়ে প্রকৃতির সাথে হারিয়ে যেতে পারেন এটাও কিন্তুু একটা বিনোদন,, এত এত কাজের মাঝে চাপের মাঝে নিজেকে নতুন ভাবে উজ্জীবিত করার জন্য এমন বিনোদনের প্রয়োজন অনেক বেশি আমাদের জীবন চলার পথে,,।

সবাই অবশ্যই নিজেকে বেশি বেশি বিনোদন দিবেন, এবং সুস্থ ও ভালো থাকবেন।ও হ্যাঁ যাবার আগে আমি আমার প্রিয় তিন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি,,,,@sampabiswas,@bdwomen,@haidee
আর অবশ্যই বলতে চাই তাদের মতামত গুলো শেয়ার করার জন্য,,।

Sort:  
Loading...
 29 days ago 

সর্ব প্রথম আপনাকে জানাই অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। এই সুন্দর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার মতামত আমাদের মাঝে প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মানসিক চাপ কমাতে আমরা এখন অনলাইনের সাহায্য অনেক বেশি নিয়ে থাকি। একদমই ঠিক কথা বলেছেন আপনি বর্তমান সময়ে কিছু কিছু ফানি ভিডিও দেখলে নিজেকে অনেক আনন্দিত অনুভব হয়। এবং মানসিক চাপ সেখান থেকে আমাদের অনেকটা কমে যায়।