মুভি রিভিউ : ভেনম ২: লেট দেয়ার বি কার্নেজ // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago



নমস্কার,

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আরো একটি সিনেমার রিভিউ নিয়ে উপস্থিত হলাম। মারভেল সিনে ইউনিভার্সের সিনেমা ভেনম ২: লেট দেয়ার বি কার্নেজ। সিনেমাটি স্পাইডার ম্যান ইউনিভার্সকে ঘিরে। এটি ভেনম সিরিজের দ্বিতীয় সিনেমা। প্রথম ভেনম সিনেমাটি যারা এখন দেখেননি তারা শিগগির দেখে নিন তারপর আমার রিভিউটি পড়বেন।


YouTube


চলচ্চিত্র
ভেনম ২: লেট দেয়ার বি কার্নেজ
অভিনয়
টম হার্ডি, মিশেল উইলিয়ামস, নাওমি হ্যারিস, রিড স্কট, স্টিফেন গ্রাহাম, উডি হ্যারেলসন
পরিচালক
আ়্যন্ডি সার্কিস
লেখক
টম হার্ডি ও কেলি মার্সেল
মুক্তি
১৪-ই সেপ্টেম্বর, ২০২১
দেশ
আমেরিকা যুক্তরাষ্ট্র
ভাষা
ইংরেজি
সময়
৯৭ মিনিট
বক্স অফিস
৪৮৪ মিলিয়ন ডলার


পটভূমি

গল্পের শুরু 1996 সাল। ক্লেটাস ক্যাসেডি হোমে থাকাকালীন ফ্রান্সেস ব্যারিসনের প্রেমে পড়েন৷ কর্তৃপক্ষ ফ্রান্সেসের অতিমানবিক শক্তির কারনে হোম থেকে র‍্যাভেনক্রফট ইনস্টিটিউটে নিয়ে যাওয়া ঠিক করে, তবে ফ্রান্সেসকে ধরে নিয়ে যাওয়ার পথে সে পালানোর চেষ্টা ধ্বনিত শক্তির প্ৰয়োগ করে পাশে থাকা পুলিশ অফিসার মালিগানকে আক্রমণ করে৷ মালিগান ব্যারিসনকে লক্ষ্য করে গুলি চালায় ফলে ব্যারিসন চোখে আঘাত পায় এবং মালিগান নিজেও কানে আঘাত পায়।


Taken from Amazon Prime


চলে আসবো বর্তমান সময়ে। গোয়েন্দা মালিগান, সাজাপ্রাপ্ত সিরিয়াল কিলার ক্যাসেডির সাথে কথা বলার জন্য এডি ব্রককে অনুরোধ করে। এডি ব্রক ও সিম্বিওট ভেনম ক্যাসেডির সাথে জেলে দেখা করা সময় হাতাহাতিতে জড়িয়ে পড়লে ক্যাসেডি ব্রকের হাত কামড়ে দেয় ফলে রক্তের সাথে কিছুটা সিম্বিওট ক্যাসেডির কাছে চলে যায়।


Taken from Amazon Prime


ক্যাসেডির মৃত্যুদণ্ডের সময় অদ্ভুত একটা ঘটনা ঘটে যখন লাল সিম্বিওট "কারনেজ" বেরিয়ে এসে ক্যাসেডিকে বাঁচায়। লাল সিম্বিওট ক্যাসেডির দেহকে ব্যবহার করে কারাগারের তাণ্ডব চালায়, বন্দীদের মুক্ত করে এবং রক্ষীদের হত্যা করে জেল থেকে পালিয়ে যায়।


Taken from Amazon Prime


Taken from Amazon Prime

মালিগান ব্রককে সতর্ক করতে আসে। মালিগান ফিরে যাবার সময় ভেনম বেরিয়ে এসে মালিগানকে খাওয়ার চেষ্টা করলে এডি ভেনমকে টেনে ধরে। এডি রেগে ভেনমকে এরূপ আচরণের কথা জিজ্ঞাসা করলে, জবাবে ভেনম বলে "সে আর এভাবে বাঁচতে পারবে না" তাই ভেনম এডির শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে, ভিন্ন পথে চলে যায়। অপরদিকে লাল সিম্বিওটের সহায়তায়, ক্যাসেডি ব্যারিসনকে মুক্ত করে।

মালিগান, কার্নেজের আবির্ভাবে ব্রককে সন্দেহ করে থানায় নিয়ে যায়। ব্রক আইনজীবী ছাড়া মালিগানের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে। আইনজীবি হিসেবে এডির প্রাক্তন প্রেমিকা অ্যান এলে, এডি অ্যানকে জানায় এডির ভেনম আলাদা হয়ে গেছে আর কার্নেজের বিরুদ্ধে লড়াই করার জন্য তার ভেনমকে প্রয়োজন।

অন্যদিকে ভেনম এক শরীর থেকে অন্য শরীরে লাফিয়ে বেড়ায় তবে শান্তি পায় না, অ্যান ভেনমকে খুঁজে পেলে ব্রককে ক্ষমা করতে রাজি করায়। ভেনম ফের এডির সাথে জুড়ে যায়।

ক্যাসেডি মালিগানকে ও অ্যানকে বন্দি করে একটি ক্যাথিড্রালে নিয়ে আসে যেখানে ক্যাসেডি আর ফ্রান্সেস বিয়ে করার প্রস্তুতি নেয়। ভেনম অ্যানকে খুঁজতে ক্যাথিড্রালে এসে কার্নেজের সাথে লড়াই করে কারনেজকে হারিয়ে দেয়। ক্যাসেডি আর কারনেজ সিম্বিওট আলাদা হয়ে যায়। ভেনম কারনেজ সিম্বিয়ওটকে খেয়ে ফেলে, ক্যাসেডিকে হত্যা করে।


Taken from Amazon Prime


আমার মতামত

"ভেনম ২: লেট দেয়ার বি কার্নেজ" মারভেল কমিকস ইউনিভার্সের ভেনম চরিত্রকে ঘিরে তৈরী। ভেনম সিরিজের প্রথম কিস্তির ভেনমের থেকে অনেক দিক এগিয়ে। গ্রাফিক্সের কাজ বেশ লেগেছে আমার। গল্পের খাপছাড়া জায়গা গুলো অসাধারন কমিক রিলিফের মাধ্যমে ঢাকা পড়ে যায়।

আ়্যন্ডি সার্কিস সিনেমার বিন্যাস খুব সুন্দর ভাবে গেঁথেছেন। চিত্রনাট্য বেশ ভালো ছিলো। যথারীতি টম হার্ডির অভিনয় অসাধারন ছিলো। ক্যাসেডি হিসেবে উডি হারলেনসন বেশ নজর করেছেন। আদ্যোপান্তে পুরো ৯৭ মিনিটের সিনেমা ভেনমের সাথে জুড়ে থাকা।


রেটিং

পরিচালনা
৭.৫
কাহিনী
অভিনয়
সিনেমাটোগ্রাফি

ধন্যবাদ



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

দাদা আমি এখন মুভিটি দেখিনি। তবে খুব ইন্টারেস্টিং লাগছে মুভিটি। আমি অবশ্যই মুভিটি দেখার চেষ্টা করব।

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের মাঝে সুন্দর একটি মুভিররিভিউ শেয়ার করার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😊😊

ভেনোম এর প্রথম পার্টটা দেখেছি দ্বিতীয় পার্টটা এখনো দেখা হয় নাই। ট্রেলার টা আমার কাছে খুবই ভালো লেগেছে। নেটফ্লিক্স আপলোডের জন্য ওয়েট করতেছি। টেলার দেখেই খুব ইচ্ছা করতেছিল জানার যে কার্নেজ কিভাবে তৈরি হলো কারণ প্রথম পাটের মুভিতে তো অন্য সব সিম্বিওট গুলো মারা যায়। আপনার কাছ থেকে আজকে জানতে পারলাম কার্নেজ কোথা থেকে এলো। অধীর আগ্রহ নিয়ে বসে আছি মুভিটি দেখার জন্য।

 3 years ago 

এই মুভিটি আমি গতকাল দেখলাম কি বলবো দাদা যে পরিমাণ একশন ছিল মন জুড়িয়ে গেছে। ভেনোম কে দেখতে অনেক মিষ্টি লাগছিলো এখন অনেক ভালোভাবে কথা বলে ☺️☺️, আমি হিন্দি টা দেখেছি কথাগুলো বুঝতে তেমন একটা সমস্যা হয়নি এবং মুভি টা অনেক ভালোভাবে উপভোগ করতে পেরেছি। মুভিটি সাইন্স ফিকশন হলেও অনেক জমজমাট ছিল। দাদা অনেক সুন্দর এবং গুছিয়ে মুভিটি আমাদের মাঝে রিভিউ করেছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি মুভি রিভিউ করার জন্য।

 3 years ago 

কাহিনী টা পড়ে বুঝলাম পুরো সিনেমা টা ভেনমকে ঘিরে নির্মিত করা হয়েছে। আমি হলিউড মুভি কম দেখি। এইজন্যই এই মুভিটা দেখা হয়নি। তবে মুভিটা দারুণভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন দাদা। দারুণ ছিল রিভিউ টা।

দাদা আসলে আমি এই মুভিটি বেশ কয়েকবার দেখেছি। মুভিটি আমার কাছে অসাধারণ লেগেছে। বিশেষ করে এটা আমি হিন্দি ডাবিং এ দেখেছি যার কারণে আমার কাছে ভাষাগুলো বুঝতে তেমন একটা অস্বস্তি বোধ হয় নি। আপনি খুব সুন্দর ভাবে মুভিটি রিভিউ করেছেন। মুভিটি মার্ভেল এর যার কারণে অনেক একশন ছিল। এসব মুভি দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ দাদা খুব সুন্দর একটা মুভি রিভিউ আমাদের সাথে শেয়ার করেছেন।

 3 years ago 

অনেক সুন্দর একটি মুভি এটা, আমি ভেনম প্রথমটা দেখেছি। এটা দেখা হয়নি। তবে আমার মনে এটা ও অসাধারণ একটা মুভি হবে। আর প্রচুর একশন এই মুভির। অনেক ধন্যবাদ দাদা।

ভেনম এর সেকেন্ড পার্টটা দেখা হয়নি।তবে প্রথম পার্টটা দেখেছি। দুর্দান্ত একটি মুভি। আপনার রিভিউ দেখে এখন দেখতে ইচ্ছা করছে।

 3 years ago 

হলিউডের মুভিগুলো খুবই অদ্ভুত টাইপের।আমি দেখি মাঝে মাঝে, অদ্ভুত দৃশ্যগুলি স্বপ্নের মধ্যে উকি মারে।রক্তাক্ত এবরো-থেবড়ো মুখ।আপনি খুব সুন্দর করে মুভিটা রিভিউ দিয়েছেন।ধন্যবাদ দাদা।