বিদ্যাধরীর দূষণ // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)



নমস্কার,

বেশ কিছুদিন আগে যখন সুন্দরবনের দিকে বেড়াতে গিয়েছিলাম তখন বিদ্যাধরী নদীর বর্তমান পরিস্থিতি দেখে খুবই ম্রিয়মান হয়ে পড়েছিলাম। আমার ইচ্ছে ছিলো বিদ্যাধরী নদীটা দেখবার। ভূগোল বইতে অনেক জায়গায় নাম পেয়েছি তাই আমার ইচ্ছেটা অনেক বেশিই ছিল। স্কুটার করে যেতে বেশিক্ষন লাগেনি তবে নদীর কাছে পৌঁছতেই যে আশা গুলো নিয়ে আসা তার সবটাই নিরাশায় পর্যবসিত হলো।

ঘটনাটা বছর কুড়ির আগে থেকে শুরু হয়েছিলো যখন কলকাতা কর্পোরেশন এবং কলকাতা ট্যানারি সংস্থা নিজেদের ব্যবহার করা দূষিত জল নালা করে বিদ্যাধরীতে মিশিয়ে দেয়। সমস্যার সূত্রপাত সেখান থেকে আরো বাড়তে থাকে। ধীরে ধীরে বিদ্যাধরী নদীর জল দূষিত হতে থাকে ফলে অনেক মাছ মারা যেতে থাকে, এতে ক্ষতিগ্রস্ত হয় এলাকার প্রায় ১০,০০০ মৎসজীবি পরিবার। পরিবার গুলির রুটি-রুজির উপরে সজোরে আঘাত নেমে আসে।

সব কিছু দেখে আমার অদ্ভুত ধরনের খারাপ লাগা ছিলো। কলকাতা কর্পোরেশনের থেকে প্রতিনিয়ত টনে টনে নোংরা জল বিদ্যাধরীতে মিশছে আর এই নোংরার মধ্যে আমারও কিছু অংশে অংশীদারিত্ব ছিলো।

এতোকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নানান খবরের চ্যানেলের দৌলতে দিল্লির যমুনা নদীর দূষণের চিত্র দেখেছি। তবে কলকাতার পাশেও এরম ঘটনা হয়ে চলেছে চোখে না দেখলে বিশ্বাস করাই যেতো না।

হীনমন্যতায় ভুগছিলাম এরম কর্মকাণ্ড দেখার পর। যেখানে দূষিত জল কোনো রকম পরিস্রুত না করেই সোজাসুজি মিলিয়ে দেওয়া হচ্ছে পরিষ্কার নদীর জলে। জলের রংটা দেখেই খারাপ লাগাটা আরো বেড়ে গিয়েছিলো। কারন জল এতোটা কালো হতে পারে সেটা সচরাচর চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।

সবকিছুর জন্য পুরোপুরি দায়ী আমরা। আমরা যারা কলকাতার আশেপাশে বাস করি। কলকাতা কর্পোরেশনের আওতায় থাকা বাসিন্দাদের পরিবেশ নিয়ে যে অদ্ভুত ধরনের গা ছাড়া মনোভাব সেটা সত্যিই চোখে পড়ারই মতো।

সবকিছুর সাথে কলকাতা কর্পোরেশনের দায়টাও বিশাল। তারা বিদ্যাধরী দূষণের দায় নিজেদের ঘাড় থেকে ছেড়ে দিতে পারবেন। তাঁদের দিকহীন কর্মকাণ্ডের ফলে আজকের এই পরিস্থিতি। যে পরিমাণে জল পরিস্রুত করা সম্ভব সেই জায়গায় প্রায় কিছুই হয় না। জল পরিশ্রুত করার কাজ-কর্ম হয় না সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। মানুষজন এটা চিন্তা করছে না যে পুরো একটা নদীর বাস্তুতন্ত্র আজকে তাঁদের জন্য বিপন্ন। প্ল্যাংকটন থেকে ছোট বড় মাছ সবই মানুষের স্বেচ্ছাচারিতায় আজ বিপন্ন হয়ে পড়ছে। কিছু সঠিক পদক্ষেপ নিলেই হয়তো এই সমস্যাটা অচিরেই থাকবে না। ধীরে ধীরে আবার আমরা পরিষ্কার বিদ্যাধরী ফিরে পাবো।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

বিষয়টি পড়ে খুব খারাপ লাগলো।নদী একটি দেশের প্রাণ।দেশের অর্থনীতি নদীর উপর অনেকাংশে নির্ভরশীল।ট্যানারি শিল্পের দূষিত বজ্রের কারণে নদী বিলীন হয়ে যাচ্ছে। এ ধরনের সমস্যা দুর করার জন্য প্রশাসন থেকে ব্যাবস্থা গ্রহণ করতে হবে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67476.14
ETH 3776.09
USDT 1.00
SBD 3.52