ডিজিটাল ইলাস্ট্রেশন|| খোঁপায় ফুল গোঁজা একটি মেয়ে|| 10% beneficiary @shy-fox
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আমি একটু অসুস্থ তাই এই অবসরে লিখার সুযোগ ঘটল। আর অসুস্থ হয়েই বুঝছি সুস্থতা কত বড় নেয়ামত। তাই সবার সুস্বাস্থ্য কামনা করছি।
আজ আমি একটি ডিজিটাল ইলাশট্রেশন উপস্থাপন করব। এই ইলাস্ট্রেশনটি আমি বেশ কয়েকদিন আগে করেছিলাম। কিন্তু বলতে গেলে বারবার সেই ব্যস্ততার কথাই উঠে আসে। ব্যস্ততার কারণেই আসলে এতদিন পোস্ট করা হয়ে ওঠেনি। যাই হোক চলুন আজকের ইলাশট্রেশনটি দেখে নেওয়া যাক।
এই ইলাস্ট্রেশনটি আমি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে করেছি। অ্যাপটির নাম আইবিস পেইন্ট এক্স। আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। যেহেতু অ্যাপটি খুব ইউজার ফ্রেন্ডলি তাই ইলাস্ট্রেশন করতে কোন ঝামেলা হবে না।
ইলাস্ট্রেশন করতে যা যা লাগবেঃ
- স্মার্ট ফোন
- আইবিস পেইন্ট এক্স
ইলাস্ট্রেশন করার ধাপঃ
ধাপ ১ঃ
আইবিস পেইন্ট এক্সে আমি একটি আর্টবোর্ড নিয়ে পুরোটা সলিড কালার করেছি। এটা না নিয়েগ্রাডিয়েন্ট কালারো নেওয়া যেত। এটা ব্যাকগ্রাউন্ডের ওয়াল হিসেবে কাজ করবে।
ধাপ ২ঃ
এরপর ওয়াল পেইন্টিং করার জন্য আমি একটি হলুদ রঙের ছোট ফুল করেছি এবং এটার উপরে সাদা রঙের পাপড়ি দিয়েছি। এরপরে এর উপরে আরো সাদা পাপড়ি দিয়েছি। আমার উদ্দেশ্য ছিল যে ফুলটাকে ক্রমাগত বড় করা।
ধাপ ৩ঃ
এভাবে পাশাপাশি আরো অনেক ফুল করেছি এবং পেইন্টিং এর মত পুরো দেওয়াল ছড়িয়ে দিয়েছি। মেয়েটির এক পাশে শুধু পেইন্টিং রাখবো তাই পুরোটা জুড়ে ফুল করিনি।
ধাপ ৪ঃ
এই ধাপে প্রথমে মেয়েটির মুখের স্ট্রাকচার করে নিয়েছি। শুধু মুখ করার পর ফুলের স্ট্রাকচারো করেছি। আমি লেয়ার নিয়ে কাজ করেছি। তাই উপরের লেয়ারে মেয়েটিকে রাখলে নিচের লেয়ারের পেইন্টিং ঢাকা পড়ে যাবে। আর কিছু জিনিস ঢাকা না পড়লে মুছে দিলেই হবে।
ধাপ ৫ঃ
এই ধাপে ফুলের পুরো ডিজাইনটি করেছি। মেয়েটির গলা আর চুলের অংশ বাদ ছিল। এই ধাপে সেটি কমপ্লিট করেছি এবং ফুলের রঙের কাজো শেষ করেছি।
ধাপ ৬ঃ
প্রথমে মেয়েটির চোখের পাতা, ঠোঁট ও গলা রঙ করেছি। এরপর মুখে প্রায় সলিড একটা রঙ করেছি। এছাড়া মুখের নিচে গলার উপর এবং কপালের যেখানে চুলে ঢেকে আছে তার নিচে একটু শ্যাডো দিয়েছি।
ধাপ ৭ঃ
আগেই বলেছি মুখে একটা সলিড রঙ করেছি। তাই খুব ফ্ল্যাট লাগছিল। এটাকে কাটানোর জন্য এই পর্যায়ে ব্লাশ, হাইলাইটার আর কন্টোরিং করেছি। এরপরো মুখের কিছু পার্টের নিচে নিচের লেয়ারগুলো দেখা যাচ্ছিল। তাই সেগুলো মুছে দিয়েছি।
ধাপ ৮ঃ
এবং আমার পেইন্টিং রেডি!
আশা করি সবার ভাল লেগেছে। পেইন্টিং এর কালার বা অন্য যে কোন কিছু নিয়ে আপনাদের মতামত জানতে আগ্রহী।
সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ,
@kitki
আপনি সুন্দর করে একটি ডিজিটাল চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। খোপায় ফুল মেয়ের চিত্রটি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করে চিত্রটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি ডিজিটাল চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনারা ডিজিটাল আর্টের মাধ্যমে দক্ষতা ফুটিয়ে তুলেছেন। আপনার কাজ দেখে মুগ্ধ হলাম। মনে হচ্ছে না এইটি আপনি করেছেন। সত্যিই অসাধারণ এই কাজের জন্য আপনি প্রশংসার দাবিদার। মেয়েটির মাথায় খোঁপা গোজা চিত্রটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভকামনা রইল
আইবিক্স দিয়ে আমিও কাজ শিখছি কিছুদিনের মধ্যে আমিও আইবিক্স এর কাজ পোস্ট করব।
যাই হোক খোপায় ফুল গোজা একটি মেয়ের ডিজিটাল অংকন টি দারুন ভাবে সম্পন্ন করেছেন আপনি। খুবই ভালো লাগলো আপনার ডিজিটাল অংকন টি।
এভাবেই এগিয়ে চলুন শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ।
ডিজিটাল ইলাস্ট্রেশন|| খোঁপায় ফুল গোঁজা একটি মেয়ে ফুল সুন্দর করে তৈরি করেছেন।দেখতে বেশ ভালোই লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন, আপু। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
চমৎকার লাগছে আপু আপনার ডিজিটাল আর্ট টি। আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবিই সুন্দর হয়েছে আপনি এতো সুন্দর আর্ট করতে পারেন আগে জানা ছিল না।আমার কাছে খুবই ভালো লাগছে।প্রতিটা ধাপ খুবই সুন্দর করে আমাদের মাঝে প্রেজেন্ট করছেন।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
খোঁপায় ফুল গোজা মেয়েটি খুব চমৎকার হয়েছে।আমি ডিজিটাল আর্ট পারিনা। তবে মনে হয় চেষ্টা করলে পারবো।কারণ আপনি খুব চমৎকার ভাবে দেখিয়েছেন। আপনি ধাপে ধাপে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত চমৎকার একটি ডিজিটাল আর্ট উপহার দেয়ার জন্য
এই প্রথম কোন আপুকে দেখলাম ডিজিটাল আর্ট করতে। সুন্দর ছিল আপু আপনার প্রচেষ্টা এবং সাধুবাদ জানাই। নারীরাও পিছিয়ে থাকবে না কোন কাজে এই প্রত্যাশা। চালিয়ে যান পাশেই আছি।
আপনার অংকন করা ডিজিটাল ইলাস্ট্রেশন খুবই চমৎকার হয়েছে। মেয়েটিকে এত চমৎকার ভাবে আর্ট করেছেন যা দেখে মুগ্ধ হওয়ার মতো, আমার কাছে বেশ ভাল লেগেছে আপনার এই আইডিয়াটা। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনার কাজটি তো আমাকে একদম অবাক করে দিয়েছে ।এত সুন্দর একটি কাজ যে আপনি শেয়ার করেছেন তা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে এই ডিজিটাল আর্ট তৈরি করেছেন ।সত্যিই আমার খুব ভালো লেগেছে আপু।