The diary game |better life | 30/11/2024. Today I went to Dhaka for winter shopping.
The diary game.
I am @kuhinoor From Bangladesh.
আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবে একটি ফলপ্রসূ ডায়েরি।
শীতের কেনাকাটা করার জন্য আজ রাজধানীর চন্ডীমা মার্কেটে গিয়েছিলাম। সেই সাথে নিউমার্কেট গাছিয়া মার্কেট। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি কেনাকাটা গুলো করেছি। কারণ একেক জায়গায় একেকটা পণ্য ভালো পাওয়া যায়। দামটাও কিছুটা পার্থক্য থাকে এবং মানেরও গুণগত দিক দিয়ে পার্থক্য।
আজকে আমার কিছু কেনাকাটা আছে এবং সেই সাথে আমি ডাক্তারের কাছে যাব তাই আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠি। সকাল ৭:৩০ মিনিটে আমি ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। তারপরে বাসা থেকে বের হওয়ার জন্য আমি তৈরি হলাম। ৯:৩০ মিনিটে আমি বাসা থেকে বের হলাম এবং একটি অটো নিয়ে চিটাগাং রোড গেলাম।
- সেখান থেকে আমি রাতে চড়ে পিজি হসপিটাল এর কার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আমার এইচপিভি টিকার তারিখ অনুযায়ী আমি আজকে এইচ পি ভি গ্রহণ করিলাম। টিকা নেওয়ার পর আমি একটি পেয়ারা কিনলাম, আমার খুব খারাপ লাগছিল তাই আমি যেটা খেয়ে নিলাম। তারপর আমি একটা শরবত খেলাম।
টিকা গ্রহণ শেষে আমি মা নিউমার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম।
নিউ মার্কেট গিয়ে নামার পর প্রথমে আমি দুটি শীতের টুপি ক্রয় করতে চেষ্টা করলাম । যার মূল্য ৬০০ টাকা। এবং শীতের জন্য বাচ্চাদের পোশাক ক্রয় করতে চাইলাম যার মূল্য হাতের নাগালে।
- প্রায় এক দেড় ঘন্টা ঘুরাঘুরি করার পর আমি সিদ্ধান্ত নিলাম আমি এখান থেকে কোন কিছু আর করব না। তারপর আমার খুব ক্ষুধা পেয়েছে আমি একটি রেস্টুরেন্টে গিয়ে বসি এবং ফুচকা খাই যার মূল্য ছিল ৮০ টাকা । তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করি, চারটা চিপসের প্যাকেট ক্রয় করি এবং এক কেজি বাদাম নিলাম। নিউ মার্কেট থেকে আমি ক্রয় করে যার মূল্য ছিল ১৭০০ টাকা। সেখান থেকে কোন কিছু ক্রয় করে তাই চলে আসলাম বাইতুল মোকাররম।
বাইতুল মোকাররম জিনিসপত্রের দাম কিছুটা সস্তা। গুনগুনি মানেও একই। আমি এখানে এসে প্রথমে দুইটা টুপি করে কলাম ৪০০ টাকা দিয়ে। দয়া করে বাচ্চাদের সমস্ত ড্রেস আমি এখান থেকে ক্রয় করি। পোশাক গুলো অনেক ভালো ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি এখানে ঘুরে ঘুরে ক্রয় করি।
- আপনাদের খুব বিশেষ প্রয়োজন ছিল একটি ব্লেন্ডারে। গুলিস্তান থেকে আমি একটি ব্লেন্ডার ক্রয় করি। যার মূল্য ৬০০০ টাকা। গানটা আমার অনেক ভালো লেগেছে এবং ভালো একটা কোম্পানি, ফিলিপ্স কোম্পানি ব্লেন্ডার, আগে আমরা এটা ব্যবহার করেছি তাই আগেটা নিয়েছি।
কেনাকাটা করতে করতে আমাদের রাত হয়ে গেল। এখন বাড়িতে যেতে হবে। দুপুরে খাবারও আমরা বাসার বাহিরে খেয়েছি। অবশ্য খাবারটা আমরা পিজি হসপিটালে ক্যান্টিন থেকে ক্রয় করেছিলাম এবং সেখানে গিয়েছি। খাবার শেষে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা পুরো ঢাকা শহর মূলত রিকশায় চড়ি বেশিরভাগ ক্ষেত্রেই। আপনি খুব কম রিকশা ঘুরাফেরা করতে পছন্দ। রিকশা চড়ে আমরা বাসস্ট্যান্ডে আসি।
- তারপর আমরা বাজে উঠে বাসায় চলে আসি রাস্তায় রাস্তায় ৮:৩০ মিনিট হয়ে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা খাবার খেয়ে নিলাম। এবং যে সমস্ত জিনিসগুলা ক্রয় করেছি তাও তা ঠিক মতন সব এনেছি কিনা এবং গুনে মানে ঠিক আছে কিনা তা আবার যাচাই করে নিলাম।শীতের কেনাকাটা ওগুলো করতে আমার খুব ভালো লেগেছে। পছন্দ মত আমি সবগুলো জিনিসপত্র পেয়েছি।
ভালো থাকবেন আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ।
Hello traveler! 👋🏼
Thanks for sharing your post in the TS Community. Here you are the feedback and evaluation results:
~ Join the X profile, Discord server + Telegram group and have a happy day.👍🏼
Curated by @kikenexum