Malay tea
আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি প্রিয় ব্লগ এর শেয়ার করবো তা হলো মাঘন চা। তোমরা জানো যে রং চা, দুধ চা, মালটা চা, আদা চা, তুলছি চা, ইত্যাদি। আমি প্রথম মাখন চা কথা শুনে একটু অবাক হয়েছি আমি আর আমার বন্ধু। এই প্রথম আমি মাখন চা খেলাম। এর আগে আমি এই চা আমি খাইনি। অনেক টেস্ট এই চা। এই চা তৈরি করতে যে সব জিনিস লাগে তা হলো দুধ, চা, চিনি, কাজুবাদাম, দুধের সর, আরো অনেক কিছু ইত্যাদি। অনেক সুস্বাদু একটি চা। যে খাবে সে বারবার খেতে চাইবে। মাখন চা খেয়ে অনেক মজা লাগলো। এই চা আবার তামুজ দিয়ে খেতে হয় তা দেখে আমি অবাক হয়েছি কিন্তু তামুজ ছাড়া খাওয়া যায়।
অসাধারণ একটি মূহুর্ত ছিল । এই মাখন চা এর স্বাদ মুখে লেগে আছে । অসাধারণ একটি মাখন চা।
আশা করি সকলের ভালো লাগবে আমার ফটোগ্রাফি। বন্ধুরা তোমাদের কি চা ভালো লাগে তা কমেন্ট করে জানাও।