যেমন সুন্দর এর ইন্টেরিয়র তেমনই মজাদার তাদের খাবার

in #recipe2 years ago

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

আর কিছুদিন পর লাইন ধরে খেতে হবে দেখে এখনই চলে গেলাম মিরপুরে সদ্য জন্ম নেওয়া The Romancia Buffet এ!
যেমন সুন্দর এর ইন্টেরিয়র তেমনই মজাদার তাদের খাবার! 😍😍
লাঞ্চে পেয়ে যাবেন মাত্র #৬৯৯টাকায় ৯০+ আইটেম এবং ডিনারে পেয়ে যাবেন ১০৫+ আইটেম।
আমেরিকান & ইতালিয়ান বিভিন্ন সালাদের দেখা পেলাম। লাইভ কিচেনে শেফকে বলে ফুচকা, দোসা, ওয়াফেল, কফি, কাবাবসহ আরও বিভিন্ন আইটেম নিজের প্রেফারেন্স অনুযায়ী বানিয়ে নেওয়ার সুযোগ। 😋
মেইন কোর্সে চাইনিজ, মেক্সিকান, ইন্ডিয়ান & বাঙ্গালি সব রকম খাবারই নজরে পড়েছে। তাদের এখানে কিন্তু রূপচাঁদা এবং ক্র‍্যাব এর মতো ডিমান্ডিং সি-ফুডও পেয়ে যাবেন।
✅ বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু ফ্লোর চার্জ নিচ্ছেন না। সেই সাথে পেয়ে যাচ্ছেন টপ নচ সার্ভিস & ফুডস।
📍 লোকেশন - মিরপুর-১২, হাজী কুজরাত আলী মোল্লাহ সুপার মার্কেট।