পদ্মাবত

in #movie7 years ago

imagesgf.jpg

সব বাধা আর বিপত্তি কাটিয়ে ১১৪ কোটি রুপি ব্যবসা করেছে পরিচালক সঞ্জয় লীলা বানসালির বিতর্কিত ছবি ‘পদ্মাবত’। শুধু ভারতে নয়, বাইরেও দুর্দান্ত ইনিংস খেলছে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুর অভিনীত ছবিটি। আজ এই ছবির এত জয়জয়কার। কিন্তু পরিচালক জানালেন, একজনকে ছাড়া নাকি ‘পদ্মাবত’ ছবি বানানো তাঁর পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। কে তিনি?

সঞ্জয় লীলা বানসালি জানালেন, রণবীর সিং একজন শক্তিশালী অভিনেতা। তাঁর সঙ্গে টক্কর দেওয়ার মতো একজনের খোঁজ করছিলেন তিনি। তাঁর প্রথম পছন্দ ছিল শাহরুখ খান। কিন্তু এই বলিউড তারকা সরাসরি ‘না’ বলে দেন বানসালিকে। শাহরুখের মনে হয়েছিল, বানসালির এই ছবিতে ‘রতন সিং’য়ের চরিত্র ততটা জোরদার নয়। এরপর শহীদ কাপুরকে নেওয়ার সিদ্ধান্ত নেন বানসালি। ‘আলাউদ্দিন খিলজি’র মতো দাপুটে খলনায়ককে পাল্লা দেওয়ার মতো নায়ক চাই তাঁর। বানসালি ভেবেছিলেন, রণবীরকে এ ক্ষেত্রে একমাত্র শহীদ কাপুরই টক্কর দিতে পারবেন।

এই চ্যালেঞ্জ নিতে এতটুকু পিছপা হননি শহীদ কাপুর। সম্প্রতি সংবাদমাধ্যমকে শহীদ কাপুর বলেন, ‘বানসালি বললেন, মেওয়ারের রাজা রতন সিংয়ের চরিত্রটা আমি না করলে তাঁর পক্ষে “পদ্মাবত” ছবিটি করা অসম্ভব হবে। আলাউদ্দিন খিলজির মতো ভিলেনের জন্য শক্তিশালী নায়কের সন্ধান করছিলেন তিনি। বানসালির মনে হয়েছিল, চরিত্রটা আমি করতে পারব।’

Sort:  

This post has received a 1.42 % upvote from @getboost thanks to: @mahfuz01.

please increaing your upvote

This post has received a 3.20% upvote from @lovejuice thanks to @mahfuz01. They love you, so does Aggroed. Please be sure to vote for Witnesses at https://steemit.com/~witnesses.